PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

সম্প্রতি ঘটনা প্রশ্ন উত্তর 22 September 2021

Current affairs Bangla 22th September 2021
প্রতি মাসে আমাদের ওয়েবসাইটে সম্প্রতি ঘটনা, প্রশ্ন উত্তর এবং কুইজ প্রকাশ করা হয়, তেমনি এখানে ২০ টি সম্প্রতিক ঘটনা প্রশ্ন উত্তর দেওয়া হলো।


১. পশ্চিমবঙ্গের ভবানীপুরের উপ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?





উঃ (ঘ) ৩০শে সেপ্টেম্বর ।
পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন ৩০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৩রা অক্টোবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করবেন।

 


২. আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য আফগানিস্তান দলের অধিনায়ক কে নির্বাচিত হলেন?





উঃ (খ) মহম্মদ নবি ।
অলরাউন্ডার ক্রিকেটার মোহাম্মদ নবী আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য আফগানিস্তান দলের অধিনায়ক নির্বাচিত হলেন।

 


৩. ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কোন দেশকে ২০২২ সাল পর্যন্ত অলিম্পিক খেলা থেকে বরখাস্ত করল?





উঃ (ঘ) উত্তর কোরিয়া
২০২০ টোকিও অলিম্পিকে কোন খেলোয়ার না পাঠানোই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ২০২২ সাল পর্যন্ত উত্তর কোরিয়াকে সাসপেন্ড করল।

 


৪. কোন রাজ্যে উচ্চতম বাতাস পরিশোধন টাওয়ার স্থাপন করা হলো?





উঃ (গ) চন্ডিগড় ।
কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে উচ্চতম বায়ু পরিশোধন টাওয়ার স্থাপন করা হলো।


 

৫. ভারতীয় প্রথম কোন IAS অফিসার প্যারালিম্পিক-এ পদক অর্জন করলেন?





উঃ (খ) সুভাষ ইয়াথিরাজ
নয়দা জেলা ম্যাজিস্ট্রেট সুভাষ ইয়াতিরাজ প্রথম ভারতীয় IAS অফিসার ব্যাডমিন্টন খেলায় ২০২০ টোকিও প্যারালিম্পিকে কোন পদক অর্জন করলেন।


 

৬. বিশ্বের কোন দেশ প্রথম নবজাতকদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু করলো?





উঃ (গ) কিউবা
কিউবা বিশ্বের প্রথম দেশ হিসেবে নবজাতকদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু করলো।

 


৭. ২০২১ টোকিও প্যারালিম্পিকে ভারত কতগুলি পদক অর্জন করলো?





উঃ (খ) ১৯টি
ভারত মোট ১৯টি পদক নিয়ে ২০২১ টোকিও প্যারালিম্পিক শেষ করলো তার মধ্যে পাঁচটি স্বর্ণপদক, আটটি রৌপ পদক ও ছয়টি ব্রোঞ্জ পদক।


 

৮. ভারতের প্রথম মহিলা হিসাবে প্যারালিম্পিক দুটি পদক পাওয়ার নজীর সৃষ্টি করলেন কে?





উঃ (খ) অ্যাভানি লেখারান
অ্যাভানী লেখারান ভারতের প্রথম মহিলা হিসেবে প্যারালিম্পিক এ দুটি পদপে ইতিহাস সৃষ্টি করলো।

 


৯. স্টুয়ার্ট বিন্নি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন তিনি কোন দেশের খেলোয়াড়?





উঃ ((ক) ভারত
ভারতীয় অলরাউন্ডার খেলোয়াড় স্টুয়ার্ট বিন্নি সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।

 


১০. পুনেতে আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের নাম বদলে কার নামে রাখা হলো?





উঃ (ক) নীরজ চোপড়া
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে পুনের 'the army sports institute stadium' নাম বদলে রাখা হলো Neeraj Chopra stadium।

 


১১. কর্নাটকের পরে দ্বিতীয় কোন রাজ্য "জাতীয় শিক্ষানীতি ২০২০" চালু করতে চলেছে?





উঃ (ক) মধ্যপ্রদেশ
কর্নাটকের পর মধ্যপ্রদেশ দ্বিতীয় রাজ্য হিসেবে "জাতীয় শিক্ষানীতি ২০২০" চালু করতে চলেছে।

 


১২. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিক্স ইনডেক্সে ভারতের স্থান কত?





উঃ (ক) দ্বিতীয়
ভারত নিজেকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে প্রতিষ্ঠিত করেছে। ভারত বিশ্ব ম্যানুফ্যাকচারিং রিক্স ইনডেক্সে আমেরিকাকে টপকে দ্বিতীয় স্থানে রয়েছে।

 


১৩. ২০২০ টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী নীরাজ চোপরা কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন?





উঃ (গ) TATA AIA Life Insurance
টাটা AIA লাইফ ইন্স্যুরেন্স তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নীরদ চোপড়া কে নিয়োগ করলো।

 


১৪. আন্তর্জাতিক পুরুষ ফুটবলে সর্বাধিক গোল করার রেকর্ড করলেন কে?





উঃ ‌(ঘ) ক্রিস্টিয়ানো রোনালদো
পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো সর্বাধিক গোল করার রেকর্ড ভেঙ্গে দিলেন।

 


১৫. বিজয় রুপানির পরিবর্তে গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন?





উঃ (গ) ভুপেন্দ্র পাটিল
বিজেপি দলের আইনসভা মিটিংয়ে ভূপেন্দ্র পার্টিকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল।


১৬. ২০২১ মহিলা ইউএস ওপেনে কে জয়ী হন?





উঃ (গ) এম্মা রাডুকানু
২০২১ ইউএস ওপেন সিঙ্গেল মহিলা টেনিস প্রতিযোগিতায়র ফাইনালে লেলাহ অ্যানি ফার্নান্ডডেজ কে পরাজিত করে এই খেতাব জেতেন এম্মা রাডুকানু।


১৭. ২০২১ পুরুষ ইউ.এস ওপেনে কে জয়ী হলেন?





উঃ (খ) ড্যানিল মেডভেডেভ
২০২১ পুরুষ US ওপেন টেনিসে তার প্রথম বারের জন্য ড্যানিল মেডভেডেভ গ্রান্ড স্লাম ট্রফিটি জিতে নেন।


১৮. World Tourism Organisation পুরস্কারের জন্য কংথোং গ্রামকে পর্যটন মন্ত্রক বেস্ট ট্যুরিজম ভিলেজ মনোনয়ন করেছে গ্রামটি কোন রাজ্যে অবস্থিত?





উঃ (ঘ) মেঘালয়
পর্যটন মন্ত্রক মেঘালয়ের কংথোং গ্রামকে UNWTO এর "Best Tourism Village" পুরস্কারে জন্য মনোনিত করলো।


১৯. ২০২১ জি-২০ মিটিং কোথায় অনুষ্ঠিত হবে?





উঃ (গ) ইটালি
২০২১, G-20 সাবমিট অনুষ্ঠিত হতে চলেছে ইটালির রোম শহরে।


২০. পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম কি, যিনি সম্প্রতি পদত্যাগ করলেন?




উঃ (গ) অমরেন্দ্র সিং
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং সম্প্রতি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন।



সম্প্রতি ঘটনা প্রশ্ন উত্তর 22th September 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section