PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

Current affairs August Bangla সম্প্রতি ঘটনা

Current affairs Bangla 24th August 2021
প্রতি মাসে আমাদের ওয়েবসাইটে সম্প্রতি ঘটনা, প্রশ্ন উত্তর এবং কুইজ প্রকাশ করা হয়, তেমনি এখানে ২০ টি সম্প্রতিক ঘটনা প্রশ্ন উত্তর দেওয়া হলো।


১. অটল বিহারী বাজপাই এর মৃত্যু দিবস কবে পালিত হয়?

     (ক) ১৫ই আগস্ট



উঃ (গ) ১৬ই আগস্ট ।
অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিনিধিত্ব করেন। তিনি মারা যান ২০১৮ সালের ১৬ই আগস্ট।

 


২. ভারতের প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব ও রিচার্জ সেন্টার স্থাপন হল কোন রাজ্যে?





উঃ (ক) কেরালা ।
ভারতে প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব ও রিচার্জ সেন্টার কেরালা রাজ্য স্থাপন করা হল। কেরালার মুখ্যমন্ত্রী শ্রী পিনরাই বিজয় এটিকে উন্মোচন করলেন।

 


৩. ১৩০ তম ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে?





উঃ (ক) কলকাতা
১৩০ তম ডুরান্ড কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে ৫ই সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত।

 


৪. বিশ্ব অ্যাথলেটিক্স রাংঙ্কিং-এ ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরদ চোপড়ার স্থান কত?





উঃ (গ) দ্বিতীয় ।
টোকিও অলিম্পিকে সোনা জয়ের পর সম্প্রতিক বিশ্ব অ্যাথলেটিক্স-এ নীরজ চোপড়ার স্থান হয় দ্বিতীয়।


 

৫. কোন দেশ প্রতিমাসে প্রত্যেক ব্যাক্তি হিসাবে সবচেয়ে বেশি ইন্টারনেট ডেটা ব্যবহারকারী?





উঃ (ঘ) ভারত
ভারত সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী প্রতিমাসে প্রত্যেক ব্যক্তি হিসাবে এবং বিশ্বের দ্বিতীয় ব্রডব্যান্ড ব্যবহারকারী।


 

৬. জাতীয় জুভলিন থ্রো দিবস পালিত হবে কোন দিনটি?





উঃ (ঘ) ৭ই আগস্ট
অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া সম্প্রতি সিদ্ধান্ত নিল প্রতিবছর যুব দিবস পালিত হবে 7ই আগস্ট। অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া কে সম্মান জানানোর জন্য।

 


৭. ২০২১ টোকিও অলিম্পিকে সর্বমোট পদক জয়ের হিসাবে কোন দেশ প্রথম স্থানে রয়েছে?





উঃ (ক) আমেরিকা
সর্বমোট পদক জয়ের হিসাবে আমেরিকা প্রথম স্থানে রয়েছে তারা মোট ১১৩ টি পদক পেয়েছে তার মধ্যে স্বর্ণপদক, রৌপ্যপদক ও ব্রোঞ্জপদক যথাক্রমে 39, 41 ও 33 টি।


 

৮. প্রথম হাইড্রোজেনকে ফিউল দিয়ে ট্রেন চালানো হবে কোন রাজ্যে?





উঃ (ক) হরিয়ানা
হরিয়ানার সোনিপথ থেকে জিন্দ পর্যন্ত হাইড্রোজেন ফিউল ব্যবহার করে ট্রেন চালানো হবে।

 


৯. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর নতুন নামকরণ কি হলো?





উঃ (গ) মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সম্প্রতি ঘোষণা করেছেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার-এর নাম পাল্টে রাখা হবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার।

 


১০. কোন দেশের পুরুষ হকি দল এবারের টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক অর্জন করল?





উঃ (ক) ভারত
২০২১ টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক পেল।

 


১১. কোন ঘূর্ণিঝড়টি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এই তিনটি রাজ্যে ক্ষতিগ্রস্ত করেছিল?





উঃ (খ) ইয়াশ
ঘূর্ণিঝড় ইয়াস পশ্চিমবঙ্গের সীমান্ত উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল এর প্রভাব পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খন্ডে পড়েছিল।

 


১২. ভারতের কোন শহর সর্বপ্রথম 100% কোভিড ভ্যাকসিন প্রদান করল?





উঃ (ক) ভুবনেশ্বর
ভুবনেশ্বর প্রথম শহর যেখানে 100% কোভিড ভেকসিন প্রদান করা হয়েছে।

 


১৩. নিচের কোনটি ভারত ও রাশিয়ার যৌথ সৈন্যাভ্যাস?





উঃ (খ) ইন্দ্র
১২তম ইন্দো-রাশিয়া যৌথ সন্ন্যাভাস "Exercise INDRA 2021" হতে চলেছে রাশিয়ার ভলগোগ্রাড।

 


১৪. ভারতের কোন রাজ্য পেট্রোল-এর উপর সবচেয়ে বেশি কর ধার্য করে?





উঃ ‌(খ) মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি ৩১.৫৫ টাকা প্রতি লিটার পেট্রল ট্যাক্স ধার্য করে।

 


১৫. ১৩ বছর বয়সে স্কাটেবোর্ডার মোমিজি নিশিয়া সম্প্রতি টোকিও অলিম্পিক ২০২০ স্বর্ণপদক পেলেন, তিনি কোন দেশের নাগরিক?





উঃ (গ) জাপান
অলিম্পিক গেমসের ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে জাপানের স্কাটেবোর্ডার মোমিজি নিশিয়া এবছর স্বর্ণ পদক অর্জন করলেন।



১৬. সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম "যোগাযোগ" কোন দেশ উদ্ভবন করতে চলেছে?

     (ক) জার্মানি



উঃ (খ) বাংলাদেশ
বাংলাদেশ সরকার ফেসবুকের বিকল্প হিসাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম "যোগাযোগ" ডেভলপ করার কাজ শুরু করেছে।



১৭. ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কে অফিসিয়ালি উদ্বোধন করল?





উঃ (খ) সম্রাট নারুহিতো
জাপানের সম্রাট নারুহিতো এবছর অলিম্পিক গেমস উদ্বোধন করলেন।



১৮. 'The stranger in the Mirror' কোন ফিল্ম পরিচালক এর আত্মজীবনী?





উঃ (খ) রাকেশ ওমপ্রকাশ মেহেরা
রাকেশ ওমপ্রকাশ মেহেরা চিত্রপরিচালক সম্প্রতি ঘোষণা করেছেন তার আত্মজীবনী মূলক বই 'The stranger in the Mirror' বইটি বিখ্যাত লেখিকা রিতা রামমূর্তি গুপ্ত এর সঙ্গে তিনি লিখেছেন।



১৯. ২০৩২ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে?





উঃ (ঘ) অস্ট্রেলিয়া
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সম্প্রতি সিদ্ধান্ত নিল ২০৩২ অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমস অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।



২০. 'কিষান মিত্র উর্যা যোজনা'-এ প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে কোন রাজ্যের কৃষকরা?




উঃ (ক) রাজস্থান
কৃষাণ মিত্র উর্যা যোজনার অঙ্গ হিসাবে রাজস্থানের প্রত্যেক কৃষক ১০০০ টাকা করে পাবে প্রতি মাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section