PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

গ্রাম পঞ্চায়েত : gram panchayat

 গ্রাম পঞ্চায়েত : gram panchayat 


সংবিধান সংশােধন অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থার তৃণমূল স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত। ১৯৭৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে একটি মৌজা বা উহার অংশ বা একাধিক পার্শ্ববর্তী মৌজা নিয়ে এক-একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। 

এই আইন অনুসারে প্রত্যেকটি গ্রামের জন্য একটি করে গ্রাম পঞ্চায়েত থাকবার কথা বলা হয়েছে। প্রাপ্তবয়স্কদের সার্বজনীন ভােটাধিকার এই গঠনের ভিত্তি এবং এই ভােট দানের ক্ষেত্রে ১৮ বছর হওয়া এবং রাজ্য বিধানসভার ভােটার তালিকাভুক্ত হওয়া বাধ্যতামূলক।


গ্রাম পঞ্চায়েতের গঠন 

গ্রাম পঞ্চায়েতের মােট সদস্য সংখ্যা হবে ৫ থেকে ২৫ জনের মধ্যে এবং এই মােট সংখ্যাটি কত হবে তা নির্ধারণ করেন রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিক। সদস্যগণ নির্বাচিত হন প্রাপ্তবয়স্কদের ভােটাধিকারের ভিত্তিতে। 

নতুন পঞ্চায়েত আইনানুযায়ী মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের ব্যবস্থা এবং SC/ST-দের জন্য আসন সংরক্ষণের নিয়ম করা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত সদস্যগণ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে গঠিত হয়। 

পঞ্চায়েত সমিতির যে সকল সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্য হবেন তারা প্রধান বা উপপ্রধান পদে নির্বাচিত হতে পারবেন না, তারা কোন ভােট দিতে পারবেন না বা কর্মকর্তা হতে পারবেন না। সাধারণত প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির তিনটি আসন থাকে। পঞ্চায়েত সদস্যরা তাদের পদত্যাগ পত্র পেশ করেন BDO-র কাছে।

গ্রাম পঞ্চায়েতে সদস্যেদের কার্যকাল পাঁচ বছর হয়।

নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ব্লক উন্নয়ন আধিকারিক বা BDO। এই সভায় পঞ্চায়েতের সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত করে। 

এদের কার্যকালের মেয়াদ ৫ বছর তবে নির্দিষ্ট কার্যকাল শেষ হওয়ার পর ও তাদের উত্তরাধিকারী নির্বাচিত না হওয়া পর্যন্ত তাঁরা স্বপদে আসীন থাকেন এবং মেয়াদকালের মধ্যে তারা কেউ পদত্যাগে ইচ্ছুক হলে লিখিত পদত্যাগপত্র BDO-র কাছে পেশ করতে হয়। প্রধানের অনুপস্থিতিতে উপপ্রধান দায়িত্ব পালন করেন।


পঞ্চায়েত প্রধানের ক্ষমতা 

গ্রাম পঞ্চায়েতে সমস্ত অর্থনৈতিক বিষয় ও প্রশাসন পরিচালনা প্রধানের হাতে ন্যস্ত থাকে। তার অনুপস্থিতিতে এই দায়িত্ব সামলান উপপ্রধান।



গ্রাম পঞ্চায়েতের কাজ

  • (১) জনস্বাস্থ্য সংরক্ষণ
  • (২) পানীয় জল সরবরাহ
  • (৩) রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ
  • (৪) মহামারী প্রতিরােধ
  • (৫) কর ধার্য ও সংগ্রহ
  • (৬) গ্রামােন্নয়নের জন্য শ্রমদান সংগঠন
  • (৭) ন্যায় পায়েত সংগঠন
  • (৮) গ্রাম পঞ্চায়েত তহবিলের নিয়ন্ত্রণ ও পরিচালন


পঞ্চায়েত বিষয়ক প্রশ্ন-উত্তর


-
১. পঞ্চায়েত প্রধানের বেতন কত?
উঃ ৫০০০ টাকা
-
২. গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে?
উঃ BDO বা ব্লক উন্নয়ন আধিকারিক
-
৩. গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য কত আসন সংরক্ষিন থাকে?
উঃ এক-তৃতীয়াংশ
-
৪. গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত?
উঃ ২৫ জন
-
৫. পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত?
উঃ ৩৩৪৩ টি
-
৬. গ্রাম পঞ্চায়েতের আয়ের এর উৎস কি?
উঃ জমি বাড়ির কর, সরকারি উন্নয়নমূলক অর্থ ইত্যাদি।
-
৭. পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর?
উঃ তিনটি
-
৮. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি?
উঃ জেলা পরিষদ
-
৯. পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কি কি?
উঃ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ।
-
১০. ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা নেই?
উঃ নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরাম।
-

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section