চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের "সাধারণ জ্ঞান, প্রশ্ন এবং উত্তর" সহ পরীক্ষায় আসার মত সমস্ত বিষয়ই প্রকাশ করা হয় etcbangla.com ওয়েবসাইটে।
এখানে ৬০ টি "সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর" আলোচনা করা হলো এবং পি.ডি.এফ. আকারে ডাউনলোড অপশন দেয়া হলো চাইলে ডাউনলোড করে রাখতে পারেন।
অন্যান্য সব তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর
১. কে লিখেছেন "Never Gandhi Not Again" ?
উত্তর - উমেশ সাইগল ।
২. "The Insider" বইটির লেখক কে?
উত্তর - পি ভি নরসিমা রাও ।
৩. একগুচ্ছ ছোটোগল্পের সংগ্রহ "A Bond with the Mountains" ,এর লেখক হলেন -
উত্তর- রাস্কিন বন্ড ।
৪. "Conquest of self" বই লেখক -
উত্তর - মহাত্মা গান্ধী ।
৫. অজন্তার গুহাচিত্রের বিষয়বস্তু কী ?
উত্তর - জাতক ।
৬. "A River sutra" বইটি কে লিখেছেন ?
উত্তর - গীতা মেহতা ।
৭. নিম্নলিখিতের মধ্যে কোন জোরটি সঠিক নয় ?
উত্তর - আমির খসরু - সরোদ ।
৮. বৃহত্তম মহাকাব্য হল ?
উত্তর - রামায়ণ ।
৯. আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ?
উত্তর - সরোদ ।
১০. পঞ্চতত্ত্ব কোন বিষয় নিয়ে আলোচনা করে ?
উত্তর- নৈতিকতা এবং আচরণ ।
১১. 'ডেসডিমোনা' শেক্সপিয়ারের কোন্ নাটকের চরিত্র?
উত্তর - ওথেলো।
১২. "Glimpses of world History" বইটি কে লিখেছেন?
উত্তর - জওহরলাল নেহেরু ।
১৩. ভারতনাট্যম কোন প্রদেশের নৃত্য শৈলী ?
উত্তর- তামিলনাড়ু।
১৪. বিসমিল্লা খান- এর সঙ্গে জড়িত ?
উত্তর- সানাই ।
১৫. অর্জুন পুরস্কার দেওয়া হয় -
উত্তর- খেলায় কৃতিত্বের জন্য ।
১৬. অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত-
উত্তর- চলচ্চিত্র।
১৭. মোহিনী অট্টম কোন প্রদেশের নৃত্যশৈলী ?
উত্তর- কেরাল ।
১৮. বি টি ঊষা এ আত্মজীবনীর নাম -
উত্তর - গোল্ডেন গার্ল।
১৯. নউটংকি কোথাকার লোক নৃত্য ?
উত্তর- উত্তর প্রদেশ ।
২০. নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্য শৈলীর নাম কি ?
উত্তর- রেংমা ।
২১. বাংলা সাহিত্যের জগতে কালকূট নামে পরিচিত ?
উত্তর- সমরেশ বসু।
২২. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর রচনা নয় ?
উত্তর- চতুষ্কোণ ।
২৩. প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখক -
উত্তর- আশাপূর্ণা দেবী ।
২৪. যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন ।
উত্তর- বিনয় মুখোপাধ্যায় ।
২৫. বিক্রম শেটের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থের নাম কি?
উত্তর- এ সুইটেবল বয় ।
২৬. গ্র্যামি পুরস্কারের সঙ্গে জড়িত -
উত্তর- সংঙ্গীত ।
২৭. ভারতের প্রথম মহিলা ধ্রুপদি নৃত্য শিল্পীর নাম কি ?
উত্তর - রাগিনী দেবী ।
২৮. ভীমসেন যোশী কোন ঘরানার শিল্পী ছিলেন ?
উত্তর- কিরানা ।
২৯. জয়জয়ন্তী রাগ কোন সময়ে গাওয়া হয় ?
উত্তর- রাতে ।
৩০. বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব ?
উত্তর - পাঞ্জাব ।
৩১. কোন আদিবাসী নৃত্য মুখোশের ব্যবহার দেখা যায় ?
উত্তর- ছৌ ।
৩২. কত সালে সাহিত্য অকাদেমি স্থাপিত হয় ?
উত্তর- ১৯৫৪
৩৩. পাভেল চরিত্রটি কোন লেখকের অমর সৃষ্টি ?
উত্তর- ম্যাক্সিম গোর্কি ।
৩৪. মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর ?
উত্তর- বর্ষা ।
৩৫. রামন ম্যাগসেসে পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে ?
উত্তর- ফিলিপাইনস ।
৩৬. কোন ক্ষেত্রে বি সি রায় পুরস্কার দেয়া হয় ?
উত্তর- চিকিৎসা ।
৩৭. পৈপা গানের ভাষার বৈশিষ্ট্য কি ?
উত্তর-গ্রাম্য ভাষা ।
৩৮. কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর- ফ্রান্স।
৩৯. রবীন্দ্রনাথ ক'টি গান লিখেছেন ?
উত্তর- ২৫০০
৪০. "Child is the father of man" - কে বলেছিলেন ?
উত্তর- উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ।
৪১. পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন ?
উত্তর- বাঁশি ।
৪২. বেহাগ রাগ রাতের কোন সময়ে গাওয়া হয় ।
উত্তর- রাতের দ্বিতীয় প্রহরে ।
৪৩. পদাতিক কবি কাকে বলা হয় ?
উত্তর- সুভাষ মুখোপাধ্যায় ।
৪৪. ক্রিসমাস নিয়ে প্রথম ডাকটিকিট প্রকাশ করে -
উত্তর- অস্ট্রেলিয়া।
৪৫. দর্পনারায়ন পুততুন্ড ছদ্মনাম কে ব্যবহার করতেন ?
উত্তর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
৪৬. বিশ্বের প্রথম ছাপা বই গুটেনবার্গ বাইবেল এ প্রতি পৃষ্ঠায় লাইন ছিল-
উত্তর- ৪২টি ।
৪৭. ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় হয় ?
উত্তর- বোম্বে।
৪৮. বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার ?
উত্তর- বিহার ।
৪৯. পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কী ?
উত্তর- সংস্কৃত ।
৫০. জটায়ু চরিত্রটি কে সৃষ্টি করেন ?
উত্তর-সত্যজিৎ রায় ।
৫১. সংঙ্গীতকার মোৎসার্ট কোথাকার লোক ছিলেন ?
উত্তর- জার্মানি ।
৫২. অলিম্পিক থিয়েটার কোথায় অবস্থিত ? উত্তর-লন্ডন ।
৫৩. আশাপূর্ণা দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পান ?
উত্তর- ১৯৭৬
৫৪. কোন উৎসবে বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা ?
উত্তর- ওনাম ।
৫৫. রবীন্দ্রনাথের শেষের কবিতা হল একটি -
উত্তর- উপন্যাস।
৫৬. রুপালি পর্দার সর্বপ্রথম নায়িকা কে ?
উত্তর- দেবিকা রানি ।
৫৭. নিচের কোন ব্যক্তি ভারতরত্ন পাননি ?
উত্তর- রাজ কাপুর ।
৫৮. কোন পুরস্কারটি শুধু সাহিত্যের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর- জ্ঞানপীঠ ।
৫৯. "If music be the food of love play on" , বক্তা কে?
উত্তর- উইলিয়াম শেক্সপিয়ার ।
৬০. 'লাইফ ডিভাইন' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর- শ্রী অরবিন্দ ।
পেজ নং: ২