PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের "সাধারণ জ্ঞান, প্রশ্ন এবং উত্তর" সহ পরীক্ষায় আসার মত সমস্ত বিষয়ই প্রকাশ করা হয় etcbangla.com ওয়েবসাইটে। 

এখানে ৫০ টি "সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর" আলোচনা করা হলো এবং পি.ডি.এফ. আকারে ডাউনলোড অপশন দেয়া হলো চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। 

অন্যান্য সব তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।


 



 
 
(১) Indomitable spirit -এর রচয়িতা হলেন -
উত্তর - ড .এ পি জে আবদুল কালাম।

(২) যামিনী রায় হলেন একজন বিখ্যাত -
উত্তর - চিত্রকর।

(৩) স্লামডগ মিলিয়নেয়ার- এর নির্দেশক কে ?
উত্তর - ড্যানি বয়েল।

(৪) নিম্নলিখিতের মধ্যে কে বিখ্যাত বই Imagininig Indin- Ideas for the New Century - এর লেখক?
উত্তর - নন্দন নিলেকানি ।

(৫) যানিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী ?
উত্তর - কুচিপুড়ি, ভরতনাট্যম।

(৬) The Dirty picture ছায়াছবির অভিনেত্রী কে ?
উত্তর - বিদ্যাবালান।

(৭) The Discovery of India, বইটির লেখক কে ?
উত্তর - জওহরলাল নেহরু।

(৮) ভারতে কলা, সাহিত্য ও বিজ্ঞানের কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান হলো ?
উত্তর- ভারতরত্ন।

(৯) ওডিশি, কোন প্রদেশের একটি বিখ্যাত নৃত্য শৈলী ?
উত্তর- ওডিশা।

(১০) My Name Is Khan, ছায়াছবিতে কে মুখ্য ভূমিকায় অভিনয় করেন ?
উত্তর- শাহরুখ খান।


 

(১১) বিরজু মহারাজ কোন নৃত্য শৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী ?
উত্তর- কথক।

(১২) Crime and punishment, বইটির লেখক কে ?
উত্তর- ফিয়োডর দস্তয়েভস্কি।

(১৩) সিংহঘ চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় কে অভিনয় করেন ?
উত্তর- অজয় দেবগন।

(১৪) হারি পটার সিরিজের লেখিকা হলেন-
উত্তর - জে কে রাউলিং।

(১৫) পুরীর রথযাত্রা কোন হিন্দু দেবতার সম্মানে অনুষ্ঠিত হয় ?
উত্তর- জগন্নাথ।

(১৬) ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ ?
উত্তর- গুজরাট।

(১৭) নিম্নলিখিতের মধ্য কোনটি প্রেমচাঁদ দ্বারা লিখিত নয় ?
উত্তর - রাগ দরবারি।

(১৮ ) সর্দার চলচ্চিত্রের নির্দেশক কে ?
উত্তর- কেতন মেহতা।

(১৯) The Bandit Queen, চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেন ?
উত্তর- সীমা বিশ্বাস।

(২০) সফদর হাশমি এর নাম কীসের সঙ্গে জড়িত ?
উত্তর - নাটক।


 

(২১) The three musketeers, এর লেখক -
উত্তর- আলেকজেন্ডার ডুমাস।

(২২) সত্য (satya) চলচ্চিত্রটির নির্দেশক হলেন ?
উত্তর- রাম গোপাল বর্মা।

(২৩) সালাম বোম্বে চলচ্চিত্রটির নির্দেশক হলেন -
উত্তর- মীরা নায়ার।

(২৪) ভারতীয় ধ্রুপদি নিত্যর মূল উৎস নাট্যশাস্ত্র এর রচয়িতা হলেন -
উত্তর- ভরত মুনি।

(২৫) কোনটি একটি একক নৃত্যের উদাহরণ ?
উত্তর- ওট্টামথুল্লাল।

(২৬) পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?
উত্তর- সাংবাদিকতা।

(২৭) Inside central Asia বইটির লেখক হলেন -
উত্তর- দিলীপ হিরো।

(২৮) Making of the Mahatma, এর নির্দেশক হলেন -
উত্তর- শ্যাম বেনেগাল।

(২৯) গরবা , নৃত্য শৈলী কোন প্রদেশে প্রচলিত ?
উত্তর- গুজরাত।

(৩০) কালচক্র অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে জড়িত ?
উত্তর- বৌদ্ধ।


 

(৩১) শিশু কোন লেখক এর রচনা ?
উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর।

(৩২) রবীন্দ্রনাথ ঠাকুর কোন সৃজনশীল কাজের জন্য নোবেল পুরস্কার পান ?
উত্তর-গীতাঞ্জলি।

(৩৩) হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ?
উত্তর- বাঁশি।

(৩৪) উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি ?
উত্তর - পুষ্কর মেলা।

(৩৫) মহামস্তকাভিষেক, নামক ধর্মীয় অনুষ্ঠানটি কোন মহাপুরুষকে কেন্দ্র করে পালিত হয় ?
উত্তর- বাহুবলী।

(৩৬) কামসূত্র এর রচয়িতা কে ?
উত্তর - বাৎস্যায়ন।

(৩৭) 1942,A Love Story, ছায়াছবির নির্দেশক কে ?
উত্তর - বিধু বিনোদ চোপড়া।

(৩৮) অভিজ্ঞানম শকুন্তলম কে রচনা করেন ?
উত্তর- কালিদাস।

(৩৯) মৃণালিনী সারাভাই কোন ধরনের নৃত্যশৈলীর সঙ্গে জড়িত ?
উত্তর- ভারতনাট্যম।

(৪০) নিম্নলিখিত কোন ব্যক্তি the Jungle Book, এর লেখক ?
উত্তর- রুডইয়ার্ড কিপলিং।


 

(৪১) নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ভি দরেস্বামী আয়াঙ্গার বাজাতেন ?
উত্তর - বাণী।

(৪২) ভারতের জাতীয় প্রতীকের নিম্মাংশে খোদিত সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে ?
উত্তর - মুন্ডক উপনিষদ থেকে।

(৪৩) ধ্রুপদি নৃত্য শৈলী হল ?
উত্তর- ভারতনাট্যম।

(৪৪) ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল -
উত্তর- আলম আরা।

(৪৫) My Experiments with truth, বইটির লেখক হলেন -
উত্তর- এম কে গান্ধী।

(৪৬) ওনাম, কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব ?
উত্তর- কেরল।

(৪৭) বিখ্যাত বাংলা গান একলা চলো রে এর সুরকার হলেন -
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর।

(৪৮) বাউল নৃত্য কোন রাজ্যে প্রচলিত ?
উত্তর- পশ্চিমবঙ্গ।

(৪৯) The white Tiger, বইটির লেখক কে ?
উত্তর- অরবিন্দ আডিগা।

(৫০) কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভাটনাগর পুরস্কার প্রদান করা হয় ?
উত্তর - বিজ্ঞান এবং প্রযুক্তি।

 

 



 সাধারন জ্ঞান প্রশ্ন এবং উত্তর pdf

 ডাউনলোড



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section