PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

বিটকয়েন

What is bitcoin in Bangla?

বিটকয়েন কি?

বিটকয়েন কি ও কেন?

 

বিটকয়েন হলো একটি নতুন ধরনের আর্থিক নেটওয়ার্ক বা নতুন ধরনের ভার্চুয়াল মুদ্রা।

বিটকয়েন হলো কাস্টমার থেকে কাস্টমার প্রযুক্তির। এটিকে কোনো দেশ বা প্রতিষ্ঠান বা কোন ব্যক্তি বিশেষ প্রভাবিত বা নিয়ন্ত্রণ করতে পারে না।

 

উদ্ভাবনঃ

২০০৯ সালে 'সতশি নাকামত' নামে এক অজানা ব্যক্তি এক নতুন ধরনের ভার্চুয়াল অর্থ তৈরি করেন এটিই বিটকয়েন।

বিটকয়েন ওয়েবসাইটঃ

বিটকয়েন তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে www.bitcoin.org এছাড়া বিভিন্ন এক্সচেঞ্জ ও ওয়ালেট কোম্পানি তাদের ওয়েবসাইটে বিটকয়েন নানাবিধ সুবিধা প্রদান করে থাকে।

বিটকয়েন ওয়ালেট কিঃ

বিটকয়েন ওয়ালেট হলো বিটকয়েন রাখার জায়গা।
বিটকয়েন ওয়ালেটগুলি অনলাইন ব্রাউজার বা অ্যাপস এর মাধ্যমে প্রদান করে থাকে।
যেখানে অনলাইনে আপনার বিটকয়েন সঞ্চয় করে রাখতে পারেন।

বিভিন্ন নামিদামি সংস্থা বিটকয়েন ওয়ালেট সুবিধা প্রদান করে থাকেন যেমন- Exodus, Electrum, Mycelium, Coinbase, Paxful, Wirex, Unocoin ইত্যাদি।

এখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন করতে হবে, এরপর প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে বিটকয়েন ওয়ালেট এড্রেস দেওয়া হবে, যার মাধ্যমে অন্য কারো কাছ থেকে বিটকয়েন গ্রহন ও অন্য কাউকে বিটকয়েন পেরন‌ করতে পারবেন।

বিটকয়েন মাইনিংঃ

বিটকয়েন মাইনিং একটি জটিল প্রক্রিয়া।‌
একে সরল ভাষায় বলা যেতে পারে বিটকয়েন ব্লগ ট্রানজাকশন এর জন্য সেটাকে ভেরিফাই করতে হয়। পৃথিবীতে কয়েক কোটি মাইনারে মধ্যে প্রথম যে (হ্যাস্ পজল) সমাধান করতে পারবে বা ভেরিফাই করতে‌ পারবে, তাকে পুরস্কার স্বরূপ কিছু বিটকয়েন এর অংশ সে পাবে। একেই বিটকয়েন মাইনিং বলা হয়।

বিটকয়েন টেকনোলজিকে ব্লক চেন টেকনোলজি ও বলা হয়ে থাকে, কারণ বিটকয়েন কতগুলি ট্রানজেকশন একসঙ্গে ব্লক অনুযায়ী হয়। এই ব্লক গুলি চেইন হিসাবে হয়।

এখানে মাইনার কিছু বিটকয়েন উপার্জন করতে পারে এর জন্য উচ্চক্ষমতাসম্পন্ন GPU ও ASIC যুক্ত কম্পিউটার প্রয়োজন পড়ে।

বিটকয়েন সম্বন্ধে যেগুলো জানা প্রয়োজনঃ

১. বিটকয়েন ইনকাম কিঃ
বিটকয়েন উপার্জনঃ


বিটকয়েন ক্রয় করে বিভিন্ন ট্রেডিং এক্সচেঞ্জের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করে বিটকয়েন বাড়ানো যেতে পারে এছাড়া বিটকয়েন মাইনিং বিটকয়েন ইনকাম করা যেতে পারে।
এছাড়া কিছু টাকার বিটকয়েন ক্রয় করে রাখা যেতে পারে যদি ভবিষ্যতে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পায়, আপনার ক্রয়করা বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবে। তখন বিটকয়েন বিক্রয় করলে বেশি টাকা উপার্জন হবে।


২. বিটকয়েন একাউন্টঃ


বিটকয়েন একাউন্ট বলতে বিভিন্ন ধরনের বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং অ্যাকাউন্ট ওয়ালেট একাউন্ট কে বোঝায়।


৩. বিটকয়েন কোন দেশের মুদ্রাঃ


বিটকয়েন নির্দিষ্ট করে কোন দেশের অধীনে নেই আসলে বিটকয়েন যে কেউ যেকোনো দেশে ব্যবহার করতে বা ট্রানজেকশন করতে পারে।


৪. ১ বিটকয়েন সমান কত টাকাঃ


সাধারণত বিটকয়েন প্রতিমুহূর্তে তার মূল্য পরিবর্তনশীল বর্তমানে ১ বিটকয়েনের মূল্য ভারতীয় মুদ্রায় ৪০ লাখের কাছাকাছি।
বাংলাদেশি মুদ্রায় ৪৫ লাখ টাকার কাছাকাছি।


৫. বিট কয়েনের মূল্য বৃদ্ধির কারণ কিঃ


শুরুর দিকে বিট কয়েনের মূল্য অনেক কম ছিলো বিটকয়েনের নানাবিধ সুফল থাকার কারণে বিটকয়েন কেনার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে অন্যদিকে বিটকয়েন সাপ্লাই নির্দিষ্ট পরিমাণ ফলস্বরূপ বিট কয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে।


৬. ক্রিপ্টোকারেন্সি কিঃ


বিটকয়েনের জনপ্রিয়তা পাওয়ার পর কিছু ডেভলপার বিটকয়েন এর মত আরো কিছু কারেন্সি তৈরি করে এদের একসাথে ক্রিপ্টোকারেন্সি বলে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section