সাধারণ জ্ঞান, ৩০টি প্রশ্ন-উত্তর
1. এক হর্স পাওয়ার মানে কত ওয়াট ?
উত্তর - ৭৪৬ ওয়াট
2. মানবদেহের সবথেকে শক্ত অংশ কোনটি ?
উত্তর - দাঁতের এনামেল
3. ভারতে কোথায় মুক্তোর চাষ ?
উত্তর- তুতিকোরিন
4. ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর - টেনিস
5. অন্ধকার সংক্রান্ত ভয়কে কী বলে ?
উত্তর - আচুলোফো-বিয়া
6. সূর্য সেন- গঠিত দলের নাম কী ?
উত্তর - ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
7.নিম্তিলিখিত কোন শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর - স্ক্র্যাচ
8. ভারতের কোনমাত্র কোন জাতীয় উদ্যানে সিংহ আছে ?
উত্তর - গির
9. 'দ্য অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' - এর প্রতিষ্ঠিতা কে ?
উত্তর -ডিরোজিও
10. 'দ্বিতীয় বুদ্ধ' হিসাবে কে পরিচিত ?
উত্তর -অতীশ দীপঙ্কর
11. নেলাপুত্তু পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর - অন্ধপ্রদেশ
12.জওহরলাল নেহরু কাকে ' Father of Indian Nationalism ' বলেছেন ?
উত্তর - সম্রাট আকবর
13. 'দামিন-ই-কোহি ' কীসের নাম ?
উত্তর - সাঁওতালদের বসবাসের জন্য রাজমহলের পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশ
14.কার উদ্যোগে ১৯৩৮ সালে জনস্বার্থ বিষয়ক মামলা (PlL) চালু হয় ?
উত্তর -পি .এন. ভাগবতী
15. নিচের কোনটি পরিকাঠামো ক্ষেত্রের অন্তর্ভুক্ত নয় ?
উত্তর - বিমা
16. নিচের কোনটি প্রত্যক্ষ কর ?
উত্তর - Estate Duty
17. কোন মামলার রায়ে বলা হয় ( preamble is part of Constitution of India.lt can be amended ) ?
উত্তর - কেশবানন্দ ভারতী
18. ভারতের উচ্চতম জলপ্রপাত নিচের কী ?
উত্তর - গারসাপ্পো
19. হলদি কোন দু- টি নদীর মিলনে সৃষ্টি ?
উত্তর - কাঁসাই ও কেলেঘাই
20. পশ্চিমবঙ্গে কোন তারিখে মৌসুমী বায়ু প্রবেশ করে ?
উত্তর - ১০ জুন
22.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর - সান্দাক ফু
23. শুশুনিয়া পাহারটি কোন জেলায় অবস্থিত ?
উত্তর - বাঁকুড়া
24.বরেন্দ্রভুমি কোনটি ?
উত্তর - প্রাচীন পলিভুমি
25. কোন বছর ইন্টার ন্যশনাল অলেম্পিক কমেটি গঠিত হয়েছিল?
উত্তর- 1894
26. অলেম্পিক পতাকা কে তৈরী করেছিলেন?
উত্তর- পিয়ার দি কুইয়ার বার্টিন
27. রাজ্যর সর্বচ্চ আইনি অধীকারিক কে?
উত্তর- অ্যডভোকেট জেনারেল
28. তিন বিঘা করিডর কিসের সঙ্গে যুক্ত?
উত্তর- ভারত ও বাংলাদেশের সীমানা
29. ইমেলর জনক কে?
উত্তর- রে টমিলসন
30. ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান?
উত্তর- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
আরো পড়ুনঃ
পশ্চিমবঙ্গের সাধারণ পৱিচিতি স্থান এবং কোন জেলায় অবসিথত
উত্তরমুছুনধন্যবাদ কমেন্ট করার জন্য। এই লেখাটি পড়তে পারেন https://www.etcbangla.com/2021/09/paschimbangya-bhougolick-biboron.html
মুছুন