PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

সাধারণ জ্ঞান, ৩০টি প্রশ্ন-উত্তর

সাধারণ জ্ঞান, ৩০টি প্রশ্ন-উত্তর

সাধারণ জ্ঞান, ৩০টি প্রশ্ন-উত্তর


1. এক হর্স পাওয়ার মানে কত ওয়াট ?
​উত্তর - ৭৪৬ ওয়াট

2. মানবদেহের সবথেকে শক্ত অংশ কোনটি ?
​উত্তর - দাঁতের এনামেল

3. ভারতে কোথায় মুক্তোর চাষ ?
​উত্তর- তুতিকোরিন

4. ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত ?
​উত্তর - টেনিস 

​5. অন্ধকার সংক্রান্ত ভয়কে কী বলে ?
​উত্তর - আচুলোফো-বিয়া

6. সূর্য সেন- গঠিত দলের  নাম কী ?
উত্তর - ​ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

​7.নিম্তিলিখিত কোন শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত ?
​উত্তর - স্ক্র্যাচ

​8. ভারতের কোনমাত্র কোন জাতীয় উদ্যানে সিংহ আছে ?
​উত্তর - গির

​9. 'দ্য অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' - এর প্রতিষ্ঠিতা কে ?
উত্তর -​ডিরোজিও

​10. 'দ্বিতীয় বুদ্ধ' হিসাবে কে পরিচিত ?
​উত্তর -অতীশ দীপঙ্কর

​11. নেলাপুত্তু পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত  ?
​উত্তর - অন্ধপ্রদেশ

​12.জওহরলাল নেহরু কাকে ' Father of Indian Nationalism ' বলেছেন ?
​ উত্তর - সম্রাট আকবর

​13. 'দামিন-ই-কোহি ' কীসের নাম ?
​উত্তর - সাঁওতালদের বসবাসের জন্য রাজমহলের পার্বত্য অঞ্চল  ও মুর্শিদাবাদের একাংশ

14.কার উদ্যোগে ১৯৩৮ সালে  জনস্বার্থ বিষয়ক মামলা (PlL) চালু হয় ?
​উত্তর -পি .এন. ভাগবতী
​15. নিচের কোনটি পরিকাঠামো ক্ষেত্রের অন্তর্ভুক্ত নয় ?
​উত্তর - বিমা

16. নিচের কোনটি প্রত্যক্ষ কর ?
​উত্তর -  Estate Duty

​17. কোন মামলার রায়ে বলা হয় ( preamble is part of Constitution of India.lt can be amended ) ?
​উত্তর - কেশবানন্দ ভারতী 

18. ভারতের  উচ্চতম জলপ্রপাত নিচের কী ?
​উত্তর - গারসাপ্পো

19. হলদি কোন দু- টি নদীর মিলনে সৃষ্টি ?
​উত্তর - কাঁসাই ও কেলেঘাই

​20. পশ্চিমবঙ্গে কোন তারিখে মৌসুমী বায়ু প্রবেশ করে ?
​উত্তর - ১০ জুন 

22.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর - ​সান্দাক ফু 

​23. শুশুনিয়া পাহারটি কোন জেলায় অবস্থিত ?
​উত্তর - বাঁকুড়া

24.বরেন্দ্রভুমি কোনটি ?
উত্তর - ​প্রাচীন পলিভুমি

25. কোন বছর ইন্টার ন্যশনাল অলেম্পিক কমেটি গঠিত হয়েছিল?
​উত্তর- 1894

26. অলেম্পিক পতাকা কে তৈরী করেছিলেন?
​উত্তর- পিয়ার দি কুইয়ার বার্টিন

​27. রাজ্যর সর্বচ্চ আইনি অধীকারিক কে?
​উত্তর- অ্যডভোকেট জেনারেল

​28. তিন বিঘা করিডর কিসের সঙ্গে যুক্ত?
​উত্তর- ভারত ও বাংলাদেশের সীমানা

29. ইমেলর জনক কে?
​উত্তর- রে টমিলসন

30. ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান?
​উত্তর- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি



আরো পড়ুনঃ




একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. পশ্চিমবঙ্গের সাধারণ পৱিচিতি স্থান এবং কোন জেলায় অবসিথত

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ কমেন্ট করার জন্য। এই লেখাটি পড়তে পারেন https://www.etcbangla.com/2021/09/paschimbangya-bhougolick-biboron.html

      মুছুন

Top Post Ad

Below Post Ad

Ads Section