PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

রেলওয়ে গ্রুপ-ডি-র বিগত বছরগুলির প্রশ্ন উত্তর

​রেলওয়ে গ্রুপ-ডি-র বিগত বছরগুলির প্রশ্ন উত্তর


রেলওয়ে গ্রুপ-ডি-র বিগত বছরগুলির প্রশ্ন উত্তর
Etc Bangla

1. প্রথম  কোন ভারতীয় মহিলা অলিম্পিকের ত্রকক প্রতিযোগিতা বিভাগের ফাইনালে পৌঁছান ?
​উত্তর - পি টি ঊষা ꫰

​2.প্রথম কোন ভারতীয় এককী বিমান চালনা করেন ?
​উত্তর - জে আর ডি টাটা 

3. আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক হিরোশিমার ওপর নিক্ষিপ্ত প্রথম পরমানু বোমার নাম কী ?
​উত্তর - লিটল বয়

4. দক্ষিন আফ্রিকার প্রচলিত মুদ্রা হল -
উত্তর - রান্ড ꫰

5.  রাষ্ট্রসংঘ -এর সাধারন সভার প্রথম মহিলা সভাপতি কে?
​উত্তর - বিজয়লক্ষ্মী ꫰

6. প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন - উত্তর - আশাপূর্না দেবী ꫰

7. ডেনমার্ক- এর রাজধানী হল -
​উত্তর - কোপেনহেগেনে ꫰

8. সাহিত্য অকাদেমি কোথায় অবস্থিত ?
​উত্তর - নিউ দিল্লি ꫰

​9 .প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন ?
​উত্তর - বাচেন্দ্রি পাল ꫰

10.Philology হল -
উত্তর - ভাষা- সংক্রান্ত বিদ্যা ꫰

11. বিজয় স্তম্ব , রয়েছে -
উত্তর - চিত্তোরগড়ে

​12.  Indian school of mines কোথায় অবস্থিত ?
​উত্তর - ধানবাধ ꫰

13 .​পাকিস্তান এবং ভারত বিভাজনকারী রেখাটি হল - উত্তর - রাডক্লিফ লাইন ꫰

​14. পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি ?
​উত্তর - ভ্যাটিকান সিটি ꫰

15. চিনদেশের রাজধানী হল -
উত্তর - বেজিং

16. পৃথিবীর উচ্চতম বিল্ডিং হল -
উত্তর - বুর্জ খলিফা ꫰

​17. নাইরোবি কোন রাষ্ট্রের রাজধানী ?
​উত্তর - কেনিয়া ꫰

18. রেশম উৎপাদনের জন্য রেশমকীট প্রতিপালনের বিদ্যাকে বলা হয় -
উত্তর - Sericulture .

19.আর কে লক্ষ্মন একজন বিখ্যাত-
​উত্তর - ব্যঙ্গচিত্রকার ꫰

20. ভারতে সর্বোচ্চ অসামরিক পুরস্কার হল -
উত্তর- ভারতরত্ন ꫰

21. 1984 সালে অনুষ্ঠিত অপারেশন ব্লু স্টার - এর দরুন কে মারা যান ?
​উত্তর -  জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে ꫰

22. বন ( Bonn) কোন রাষ্ট্রের রাজধানী?
​উত্তর - জার্মানি  ꫰

23. নোবেল শান্তি পুরস্কার কোন শহরে প্রদান করা হয় ?
​উত্তর - অসলো ꫰

24. পৃথিবীর বৃহত্তম নদী হল -
​উত্তর - আমাজন ꫰

25. নিম্নলিখিত কোন রাষ্ট্র বজ্রপাতের দেশ নামে পরিচিত ?
​উত্তর - ভুটান ꫰

26.বিস্তৃতির  সাপেক্ষে নিম্নলিখিত কোন মহাসাগর বৃহত্তম ?
​উত্তর - প্রশান্ত মহাসাগর ꫰

27. জাপানে ব্যবহৃত মুদ্রা হল -
​উত্তর - ইয়েন ꫰

28. আফগানিস্তানের রাজধানী হল -
​উত্তর - কাবুল ꫰

29. নিম্নলিখিতের মধ্যে কোন দেশটি আয়তনগতভাবে বৃহত্তম ?
​উত্তর - রাশিয়া ꫰

30. প্রথম মহিলা আই এ এস অফিসার হন -
​উত্তর - আন্না রাজম মালহোত্রা ꫰


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section