PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর

সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর
etcbangla.com


1. নিম্নলিখিত  কোন পত্রিকাটির সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক ?
​উত্তর - কেশরী

2. India' Second Freedom ' গ্রন্থের রচয়িতা কে ?
​উত্তর - জয়প্রকাশ নারায়ন

3. আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠাত চারটি মঠ কী কী ?
​উত্তর - যোশিমঠ, দ্বারকা , পুরী, শ্রীঙ্গেরি

4. রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় ?
​উত্তর - ১৯৩৫ সালে

5. জালিয়ানওয়ালা বাগের ঘটনা কোন শহরে সংঘটিত হয় ?
​উত্তর - অমৃতসর

6. কোন  যন্ত্রের সাহ্যয্যে রক্তচাপ মাপা হয় ?
​উত্তর - স্ফিগমো ম্যানোমিটার

7. অপর্না সেন নির্মিত  ' জাপানিজ ওয়াইফ' চলচ্চিত্রটির কাহিনিকার কে ?
উত্তর - ​কুনাল বসু

8. ক্যান্সার একটি -
​উত্তর - ভাইরাসঘটিত রোগ

9. প্রথম কত সালে লোকপাল বিল সংসদে পেশ করা  হয় ?
​উত্তর - ১৯৬৮ সালে

10. ভারতে কোন ভাইসরয় তাঁর কার্যকালের মধ্যেই নিহত হন ?
​উত্তর - লর্ডমেয়ো

11.কানহা অভয়ারন্য কোন রাজ্যে অবস্থিত ?
​উত্তর - মধ্যপ্রদেশ

12. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী ?
​উত্তর - যোগ

13. হুমায়ুন নামা' র রচয়িতা কে ?
উত্তর - ​গুলবদন বেগম

14. ভারতে যোজনা কমিশনের প্রথম চেয়ারম্যান  কে ছিলেন ?
​উত্তর - জওহরলাল নেহরু

15. মানুষের  জননকোষের ক্রোমোজম সংখ্যা কত ?
​উত্তর - ২৩

16. সম্রাট অশোককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন ?
​উত্তর - উপগুপ্ত

17. রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন কোন দেশের নাগরিক ?
​উত্তর - দক্ষিন কোরিয়া

​18. মানা গিরিপথ কোথায় অবস্থিত ?
​উত্তর - উত্তরাখন্ড

19. নিম্মলিখিত কোনটি একটি ভূমিবন্দি (Land loked state ) রাজ্য ?
​উত্তর - বিহার

20. ভারতে কোথায় গান্ধিজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন ?
​উত্তর  - চম্পারন

21. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
​উত্তর - ১৮৫৭ সালে

22. ভারতের সার্বাধিক কয়লা উৎপাদক রাজ্য  কোনটি ?
​উত্তর - বিহার

23.বেলজিয়ামের  অধিবাসীদের কী বলে ?
​উত্তর - ফ্লেমিং

24.অভিনেতা দেব আনন্দের আত্মজীবনীর নাম কী ?
​উত্তর - রোম্যান্সিং উইথ লাইফ

25. গদরদলের প্রতিষ্ঠাতা কে ?
​উত্তর - লালা হরদয়াল

26 .​আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয় ?
​উত্তর - ৫ ই জুন

27. এনজাইম কী ?
​উত্তর - বায়ো - ক্যাটালিস্ট

28.নিম্নলিখিত কোনটির সঙ্গে নীল বিপ্লব যুক্ত ?
​উত্তর - মৎস্য চাষ

29. মানবদেহের  ক্রেনিয়াল  নার্ভের  সংখ্যা কত ?
​উত্তর - ১২- জোড়া

​30. কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকন্টক ?
​উত্তর - মহাকাল


​আরো পড়ুনঃ

চাকরির পরীক্ষার উপযোগী সাধারণ জ্ঞান 

চাকরির পরিক্ষার সম্ভাব্য প্রশ্ন-উত্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section