PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

চাকরির পরিক্ষার সম্ভাব্য প্রশ্ন-উত্তর।

General Knowledge, চাকরির পরিক্ষার সম্ভাব্য প্রশ্ন-উত্তর।


www.etcbangla.com

General Knowledge, চাকরির পরিক্ষার সম্ভাব্য প্রশ্ন-উত্তর।




1.দেশলাই বাক্সের নিচে কোন মৌলিক ব্যবহৃত হয় ?
(​a)ম্যাগনেশিয়াম  (b)সিলিকন  (c)ফসফরাস (d)সালফার


​​2. মস্তিস্কের কোন অংশ ' মানসিক বোধ 'নিয়ন্ত্রন করে ?
​( a) গুরু মস্তিষ্ক  (b) মধ্য মস্তিষ্ক (c) পশ্চাদ  মস্তিষ্ক ( d) কোনোটিই নয় 


​​3.পারদ সংকর বা, অ্যামালগামের একটি  নিশ্‍চিত  উপাদান  হল- (a)নিকেল (b)লোহা (c) অ্যালুমিনিয়াম (d)মার্কারি 


​​4.জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উদ্দেশ্য - এর ফরিবর্তন ? 
​ (a)কোশ পর্দা  (b)সাইটোপ্লাজম    (c) ডি.এন.এ  (d)আর.এন.এ 


​​5. মানবদেহে দুগ্ধ পরিপাকে সাহায্যকারী উৎসেচক রেনিন ল্যাকটোজের উৎপাদন কত বছর বয়সের পর বন্ধ হয়ে যায়?
​(a) 2 (b) 3 (c) 5 (d) 8

​​6. মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রিত হয় কিসের সাহায্যে?
​(a) অ্যাড্রিনালিন ও নন-অ্যাড্রিনালিন (b) থাইরক্সিন (c) অক্সিটোসিন ভ্যাসো-প্রেসিন (d) a ও b উভয়ই


​​7. গান পাউডার কোন কোন যোগিক পদার্থের বিশ্লেষন ?
​( a) সালফার, পটাসিয়ায র্কাবন (b) চারকোল ,সালফার পটাসিয়াম  নাইট্রেট  (c)চারকোল ,র্কাবন ,পটাসিয়াম নাইট্রেট (d)চারকোল ,সালফার র্কাবন 

​​
8.কোন আইন 'কালা কানুন' নামে পরিচিত ?
​(a) ইলবার্ট বিল  (b) হান্‍টার আইন  (c)রাওলাট  আইন (d)১৯১৯-এর আইন 


​​9.কাকে 'ভারতের স্বাধীনতা সংগ্রামের মাতা ' অ্যাখ্যা দেওয়া হয় ?
​(a) মাদাম ভিকাজি কামা  (b) সরোজিনী নাইডু (c) রানী লক্ষ্মীবাঈ (d)মাতঙ্গিনী হাজরা​ 

10. নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় ?
​ (a) ট্রিটিয়াম  (b)টাইটানিয়াম  (c)ডয়টেরিয়াম (d)প্রোটিয়াম 


​​11.১৯৪৭ সালে কার স্‍হানে  লর্ড মাউন্‍ট ব্যাটেন ভারতের ভাইসরয় নিযুক্ত হন ?
​(a) লর্ড ওয়াভেল  (b) লর্ড লিটন  (c) লর্ড লিনলিথগো (d)লর্ড কর্নওয়ালিশ 


​​12.কবির -এর গুরু কে ছিলেন ?
​(a) রামানুজ  (b) রামানন্‍দ (c) বল্লভাচার্য (d)নামদেব

​​
13.তেজষ্ক্রিয়তা মাপার একক কী ?
​(a)  কিউরি (b) প্লাক (c) আইনস্টাইন (d)কোনটিই নয় 

​​
14.রাজ্য পালের বেতন কোন তলবিল থেকে ব্যয়িত হয় ?
​(a) কেন্দ্রের পুঞ্জিত  তহবিল  (b) রাজ্যের  পুঞ্জিত  তহবিল  (c) রাজ্য ও কেন্দ্রর পুঞ্জিত  তহবিল থেকে সমহারে বন্টনের মাধ্যমে  (d)রাজ্যের নৈমিত্তিক তহবিল থেকে 

​​
15.স্নায়ুতন্ত্রের কোন অংশ শরীরের অন্তর্বতী  অঙ্গানুর  কার্যকারিতাকে নিয়ন্ত্রন  করে ? 
​(a)  সুষুম্মাকান্‍ড (b) মেডুলা অবলংগাটা (c) সেরিব্রাম (d) সেরিবেলাম 


​​16. অলকানন্‍দা ও মন্‍দাকিনী  নদী  দু'টির মিলনস্থল  কোথায় ?
​(a) রুদ্রপ্রয়গ  (b) এলাহাবাদ  (c)  রামেশ্বরম (d)তিরুপতি


​​17.খাজুরাহো মন্‍দির কারা প্রতিষ্ঠা করেন  ?
​(a) চোল রাজারা  (b) চালুক্য রাজারা  (c) চান্ডেলা  রাজারা  ​(d)  রাষ্টকুট রাজারা 

​​
18. ভারতের কোন উপগ্রহটি  ভূ-পৃষ্ঠ  সমান্তরালে  স্থিরীকৃত ?
​(a) ইনস্যাট -১ বি  (b) ইনস্যাট  -২ সি (c) আর্যভট্ট  (d)ইনস্যাট - 2বি


​​19. কোন দিনটিকে প্রথম 'পূর্নস্‍বরাজ  দিবস' হিসাবে পালন  করা হয় ?
​(a)  ১৫ আগস্ট, ১৯৩০ (b) ২৬ জানুয়ারি ,১৯৫০ (c)১৫ আগস্ট, ১৯৪৭ (d)২৬ জানুয়ারি, ১৯৩০

​​
20. মেকিয়াভেলির ' প্রিন্‍স' এর সঙ্গে নিচের কোনটির  সাদৃশ্য আছে ?
​(a)কলহন- এর রাজতরঈিনী  (b) কালিদাশের  মেঘদূত  (c) কৌটিল্যের অর্থশাস্ত্র   (d) চাঁদ বাদাই- এর পৃথ্বীরাজ রাসো 

​​
21. কোন  রাজবংশের  শাসকরা ব্রাক্ষন ও বৌদ্ধ ভিক্ষুকদের করবিহীন  গ্রাম সম্প্রদানের  প্রথা চালু করেন ?
​(a)  গুপ্ত  (b)  মৌর্য  (c) চোল (d) সাতবাহন
​ 

22.ভারতের সীমার চতুকোনে চারটি মট তৈরি করান কে ?
​(a) মাধবাচার্য (b) শঙ্করাচার্য(c)  ভাস্করাচার্য (d)রামানুজাচার্য

​​
23. 'অভিনব জয়দেব' কাকে বলা হয় ?
​(a) চন্‍ডীদাস ( b) জয়দেব (c) বিদ্যাপতি (d)সন্ব্যাকর 
​ 

24. রাজা মিনান্‍দার কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন ?
(a)​ মহাকাশ্যপ (b) উগ্রসেন (c) উপগুপ্ত (d)নাগসেন
​ 

25. কোন  আর্থিক  সংস্থার  দপ্তর  কলকাতায়  অবস্থিত ?
​(a) SIDBI  (b)  IRBI (c) ICICI (d)EXIM

​​
26. সন্তুর এর আদি ব্যবহার কোন অঞ্চলে?
(a) ​হিমাচল প্রদেশ (b) বিহার (c) কাশ্মীর (d) কেরল


​​27. "Thoughts on Pakistan" বইটি কার লেখা?
(a) ​জওহরলাল নেহেরু (b) কুলদীপ নায়ার (c) বি.আর. আম্বেদকর (d) মহম্মদ আলি জিন্না

​​
28. কী আবিস্কারের জন্য রাদারফোর্ড বিশেষভাবে খ্যাত ?
​(a) আইসোটোপ (b) সাইক্লোট্রন (c) সিঙ্কোট্রন (d) হৃদপিন্ড প্রতিস্থাপন


​​29. সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়?
​(a) 320 (b) 324 (c) 328 (d) 332


​​30. কোনো নতুন রাজ্য গঠন করা যায় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী?
(a) ​অনুচ্ছেদ 1 ও 3 (b) অনুচ্ছেদ 2 ও 3 (c)  অনুচ্ছেদ 3 ও 4 (d) অনুচ্ছেদ 4 ও 5






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section