চাকরির পরীক্ষার উপযোগী সাধারণ জ্ঞান
Etc Bangla |
1. পঞ্জাবের কোন মহারাজা ইংরেজদের কাছে পরাজিত হয়ে নির্বাসিত হন ?
উত্তর - (C) দলীপ সিং
2. গুপ্তাদ্বের প্রচলন কে করেন ?
উত্তর- দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
3. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - প্রথম হরিহর
4. কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ সম্নেলন হয় ?
উত্তর - অজাতশক্র
5. কৃত্তিবাস ওঝার সময়ে বাংলার সুলতান কে ছিলেন ?
উত্তর - বারবক শাহ
6. ফা- হিয়েন চীন থেকে কেন ভারতে আসেন ?
উত্তর - বৌদ্ধগ্রন্হ বিনয়পিটক ' এর একটি নির্ভরযোগ্য সংস্করন সংগ্রহ করতে
7.পাট্টা' প্রচলন কে করেন ?
উত্তর - শেরশাহ
8. ভারতের কোথায় প্রথম লোহার ব্যবহার শুরু হয় ?
উত্তর - পেশোয়ার
9. যেসব একবীজপত্রী ফলের ফলত্বক ও বীজত্বক আলাদা করা সম্বব নয় ,তাদের কী বলে ?
উত্তর - দানাশস্য
10. তেহেলকা ডট কম' ওয়েবসাইটে মনোজ প্রভাকর প্রথম কোন 'কাপের' ক্রিকেট খেলা নিয়ে 'ম্যাচ ফিক্সিংয়ের ' অভিযোগ তোলেন ?
উত্তর - সিঙ্গার
11. সম্প্রতি প্রয়াত সাহিত্যিক কার্লস৫ ফুয়েন্টেস কোন দেশের সাহিত্যিক ?
উত্তর - অস্ট্রেলিয়া
12 . ইংরিজি শিশু সাহিত্যে জনপ্রিয় 'হ্যারি- পটার' সিরিজের লেখক কে ?
উত্তর - জে. কে রাউলিং
13. গাছের পাতা পাতলা ও হলদে হয় মূলত কীসের অভাবে ?
উত্তর - নাইট্রোজেন
14. নিচের কোনটি প্রকৃতিতে 'অম্ন' ?
উত্তর - ভিনিগার
15. গাছের কোন অংশে সালোকসংশ্লেষ প্রক্রিয়া হয় ?
উত্তর - পাতায়
16.নিচের কোন প্রানীর শরীরে রক্ত নেই কিন্ত নিঃশ্বাস নেয় ?
উত্তর - হাইড্রা
17. একজন সুস্থ স্বাভাবিক মানুষের গায়ে কত তাপ মাত্র থাকে ?
উত্তর - 36.9°C
18. তুলসী দাস কোন মুঘল সম্রাটের আমলে বিখ্যাত হন ?
উত্তর - আকবর
19. সম্প্রতি প্রয়াত 'ডিস্কো কুইন' ডোনা সামর ' এর নাম কোন আন্তর্জাতিক পুরস্কারের সঙ্গে জড়িত ?
উত্তর - গ্র্যামি
20. ইটানগর ভারতের কোন রাজ্যের রাজধানী ?
উত্তর - অরুনাচল প্রদেশ
21. ইরানের রাজধানীর নাম কি ?
উত্তর - তেহরান
22. ভারতের ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরন দিন ?
উত্তর - বুন্দেলখন্ড
23. মানব দেহের নিম্নলিখিত গ্রন্হিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা ?
উত্তর - থাইরয়েড
24. বিদেশের মাটিতে প্রথম শহিদ হয়েছিলেন কোন ভারতীয় বিপ্লবী ?
উত্তর - মদনলাল ধিংড়া
25. নাগার্জুন প্রকল্পটি কোন নদীর ওপর অবন্থিত ?
উত্তর - কৃষ্ণা
26. ২০১৬-র অলিম্পিক কোথায় হয়েছিলো ?
উত্তর -রি ও ডি জেনেইরো
27. সাধারন লবনের রাসায়নিক নাম কী ?
উত্তর - সোডিয়াম ক্লোরাইড
28.এম এন রায়ের প্রকৃত নাম কী ?
উত্তর - নরেন্দ্রনাথ ভট্টাচার্য
29. ইন্দিরা পয়েন্ট' হল একটি ?
উত্তর - অন্তরীপ
30. সরকারের বার্ষিক হিসাব পরীক্ষা করেন ও প্রতিবছর সংসদে এর ওপর রির্পোট পেশ করেন কে ?
উত্তর - ব্যয়নিয়ন্ত্রক ও মহানিরীক্ষক