PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

Current affairs 20th June 2020

Current affairs 21th June 2020 সম্প্রতিক ঘটনা 21 জুন 2020

Current affairs 21th June 2020 সম্প্রতিক ঘটনা 21 জুন 2020
Etc Bangla


1)  সম্প্রতি 'এশিয়ান প্যারালিম্পিক কমিটি' ঘোষনা অনুযায়ী চতুর্থ এশিয়ান যুব প্যারা গেম কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: বাহারিন


2) 15ই জুন চীন ভারতের এক কমান্ডার সহ কিছু সৈন্যকে হত্যা করে লাদাকের কোন ভ্যালিতে?
উত্তর: গালওয়ান ভ্যালি


3) কোন পেমেন্ট ব্যাঙ্ক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 'সুরক্সা স্যালারী অ্যাকাউন্ট' সূচনা করলো?
উত্তর: এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক


4) ভারত প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে "GPAI" -এর সূচনা করলো, GPAI -এর P এর পুর অর্থ কি?
উত্তর: পার্টনারশিপ


5) কোন ব্যাঙ্ক স্যালারী অ্যাকাউন্ট কাষ্টমারদের জন্য অনলাইন "ইনসটা ফ্লেক্সি ক্যাশ" সুবিধা চালু করলো?
উত্তর: আই সি আই সি আই ব্যাঙ্ক


6) দাদা ভাই নৌরোজীর জীবনি "নৌরজী পাইওনিয়ার অফ ইন্ডিয়ান ন্যশনালিজম" কে লিখেছেন যেটি হার্বাড ইউনিভার্সিটি প্রেস 2020 মে মাসে প্রকাশ করে?
উত্তর: দিন্যার পাটেল


7) "গ্রান্ড অনিকাট বাঁধ" 16ই জুন খুললো, এটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: তামিলনাড়ু


8) সম্প্রতি কোন রাজ্য 8 থেকে 18 বছর শিশু শ্রমিকদের জন্য "বাল শ্রমিক বিদ্যা যোজনা" চালু করলো?
উত্তর: উত্তর প্রদেশ


9) 11ই জুন 2020 প্রকাশিত ফিফা বিশ্ব রাঙ্কিং-এ ভারতের অবস্থান কত?
উত্তর: 108


10) চলতি বছরে কোন রাজ্য সর্বচ্চ পরিমাণ গম উৎপাদন হয়েছে?
উত্তর: মধ্য প্রদেশ


11) কোন রাজ্য গ্রাম্য বয়স্ক নাগরিকদের জন্য "পঞ্চবতী যোজনা" চালু করলো?
উত্তর: হিমাচল প্রদেশ


12) বিশ্ব আর্চারি কমিটি 2020 সালের বিশ্ব আর্চারি প্রতিযোগিতা কোন বছর পর্যন্ত পিছিয়ে দিলো?
উত্তর: 2022


13) কোন কম্পানি 6 বিলিয়ন মার্কিন ডলারের বিশ্বের সর্ববৃহৎ সোলার প্লান্ট স্থাপনের নিলামে জয়ী হয়?
উত্তর: আদানী গ্রীন এনার্জি লিঃ


14) সম্প্রতি কোন রাজ্য সরকার "ভারারিসেন" (গারিসাইন নামেও পরিচিত) তাদের গ্রীষ্মকালীন রাজধানী ঘোষনা করলো?
উত্তর: উত্তরাখণ্ড


15) কোন রাজ্য সরকার "রাজ কৌশল পোর্টাল" ও অনলাইন শ্রমিক এমপ্লয়মেন্ট এক্সেঞ্জ" চালু করলো?
উত্তর: রাজস্থান


16) ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফ্লিম অ্যান্ড টেলিভিশন আর্ট (BAFTA) -এ চেয়ারপারসন হিসাবে কে নিয়ুক্ত হলেন?
উত্তর: কৃষ্ণেন্দু মজুমদার


17) কে সর্বপ্রথম IIFL Finance এর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন?
উত্তর: রোহিত শর্মা


18) বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার দ্বারা কে রাজীব গান্ধী খেল রত্ন-এর জন্য মনোনীত হলেন?
উত্তর: অমিত পঙ্গল


19) কোন দেশে 2020 মহিলা ফুটবল এশিয়ান কাপ অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তর: ভারত


20) কোন প্রাক্তন মিস ওয়ার্ল্ড অ্যডিডাসের ব্রান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন?
উত্তর: মানুশি চিল্লার


21) কোন দেশ G7 গ্রুপকে G7+4 হিসাবে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব দেয়েছে?
উত্তর: আমেরিকা


22) কোন প্রাইভেট কোম্পানি সর্বপ্রথম কক্ষপথে মহাকাশচারী পাঠাবে?
উত্তর: এস্পেস এক্স


23) কোন ভারতীয় খেলোয়াড় শুধুমাত্র "ফোর্বস"-এর সর্বচ্চ 100 পেইড এথলেটস 2020 নির্বাচীত হয়েছেন?
উত্তর: বিরাট কোহলি


24) 3রা জুন আরব সাগরে তৈরী হয়ে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি?
উত্তর: নিসর্গ


25) জনসাধারণকে সোসাল ডিসটান্স মেনে চলার জন্য গুগোল কোন অ্যাপস-এর সূচনা করলো?
উত্তর: সদর


26) সম্প্রতি হ্যারি পটারের লেখক জে. কে. রাওলিং ঘোষনা করলেন খুব শিগগিরই একটা বই প্রকাশিত করতে চলেছেন, বইটির নাম কি?
উত্তর: দি ইক্কাবগ


27) কোন শিক্ষা বোর্ড নবম ও দশম ছাত্র-ছাত্রীদের জন্য "সাইবার সিকিউরিটি হ্যান্ডবুক" প্রকাশিত করলো?
উত্তর: সিবিএসই


28) ওয়ার্ল্ড ব্যাঙ্কের নতুন ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইকোনমিস্ট হিসাবে কে নিয়ুক্ত হলেন?
উত্তর: কারমেন রেইনহার্ট


29) "বুক হোপ অন-মাই অ্যাডভেনচারস অন বোটস, ট্রেনস এবং প্লেন?
উত্তর: রুসকিন বন্ড


30) "নশনাল ব্যাঙ্ক অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন?
উত্তর: রাজুলু চিনটালা




আরও পড়ুনঃ

Current Affairs 7ই মে 2020 সম্প্রতি ঘটনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section