চর্যাপদের প্রশ্নোত্তরঃ পার্ট ১
www.etcbangla.com |
১) চর্যা শব্দের অর্থ কি?
উ:👉আচরণীয়।
২) সবথেকে বেশি পদ রচনা করেছেন কে?
উ:👉কাহ্নপা।
৩) প্রথম পদকর্তার নাম?
উ:👉লুইপা।
৪) শেষ পদকর্তার নাম কি?
উ:👉শবরপা ।
৫) বর্তমানে চর্যাপদ কোথায় সংরক্ষিত আছে?
উ:👉এশিয়াটিক সোসাইটি।
৬) কত নম্বর পদে নাটকের কথা আছে?
উ:👉১৭
৭) চর্যাপদ এর পুথি যেখান থেকে প্রথম পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছিল?
উ:👉বঙ্গীয় সাহিত্য পরিষদ।
৮) চর্যাপদের সন্ধ্যাভাষাকে যিনি আলো-আঁধারি ভাষা বলতে চেয়েছেন?
উ:👉 হরপ্রসাদ শাস্ত্রী।
৯) ভুসুকুপা কয়টি পদ রচনা করেছেন?
উ:👉৮টি
১০) সুকুমার সেন চর্যার কী নাম দেন?
উ:👉চর্যাগীতি পদাবলী।
১১) চর্যার প্রথম পদটি কোন রাগে রচিত?
উ:👉পটমঞ্জরী।
১২) চর্যাপদের শেষ পদ কোন রাগে রচিত?
উ:👉রামক্রী
১৩) “টেন্ডন” কথাটির অর্থ?
উ:👉জুয়ারী। বাজে লোক।
১৪) মেখলাটিকা কে রচনা করেছেন?
উ:👉আচার্য পা।
১৫) দাবা খেলার কথা কারকে?
উ:👉 কাহ্নপাদ
১৬) পাদ কথার অর্থ কী?
উ:👉সম্মানীয় ব্যক্তিত্বের মানুষ
১৭) চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন?
উ:👉হরপ্রসাদ শাস্ত্রী।
১৮) চর্যাপদের পুঁথি মলাটে কি নাম ছিল?
উ:👉চর্যাচর্যটিকা।
১৯) নব চর্যাপদের প্রকাশ সাল কত ?
উ:👉১৯৮৯ সাল।
২০) চর্যাপদের সংস্কৃত টিকা কার রচনা?
উ:👉মুনি দত্ত।
২১) চর্যাগীতির ভাষাকে বাঙালি ভাষার আদি নিদর্শন রূপে প্রমাণ করেছেন কে, কোন গ্রন্থে?
উ:👉ওডিবিএল গ্রন্থে সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২২) চর্যাপদের তিব্বতীটিকা কার রচনা?
উ:👉কীর্তিচন্দ্র।
২৩) চর্যাপদের তিব্বতি অনুবাদের আবিষ্কারক কে?
উ:👉প্রবোধচন্দ্র বাগচী।
২৪) চর্যাপদের ভনিতায় কতগুলো কবি নাম পাওয়া যায়নি?
উ:👉৫
২৫) কোন কবি মহামায়ার উপাসক ছিলেন বলে মনে করা হয়?
উ:👉কুক্কুরী পা।
২৬) নব চর্যাপদ কে সংগ্রহ করেন?
উ:👉শশীভূষণ দাশগুপ্ত।
২৭) চর্যাপদের পুঁথিটি কার ওপরে লেখা ছিল?
উ:👉তালপাতায়।
২৮) চর্যাগীতির ফটোরুপ কে প্রকাশ করেন?
উ:👉নীলরতন সেন।
২৯) নাথ ধর্মে লুই পা কী নামে স্বীকৃত?
উ:👉মীননাথ ।
৩০) চর্যাগীতির প্রশ্ন ও উত্তর কাআ পা-এর গুরু কে?
উ:👉জালন্ধরী পা।