PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

General Knowledge, চাকরির পরিক্ষার সম্ভাব্য প্রশ্ন-উত্তর।

General Knowledge, চাকরির পরিক্ষার সম্ভাব্য প্রশ্ন-উত্তর।

General Knowledge, চাকরির পরিক্ষার সম্ভাব্য প্রশ্ন-উত্তর।
www.etcbangla.com



​1.নিচের কোনটি ক্যান্‍সার রোগের মূল কারন ?
(​a)ব্যাকটিরিয়াঘটিত ( b) অনিয়ন্ত্রিত কোষ বিভাজন (c) অপুস্‍টি(d) টিউমার

​2. ভিটামিন-D ছাড়া মানবদেহে অপর কোন  ভিটামিন সংশ্লোষিত হওয়া সম্বব ?
​( a) ভিটামিন-a(b) ভিটামিন-bকমপ্লেক্স (c)ভিটামিন-c  (d)ভিটামিন - k

​3. ইউ. এন. সিকিউরিটি কাউন্‍সিলে ভেটোয় প্রয়োগের  ক্ষমতাসম্‍পন্ন স্‍হায়ী সদস্যের সংখ্যা কত ?
​(a) ৪ ( b) ৫  (c) ৬  (d)

4. রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা পদাধিকার বলে কোন সংস্‍হার সদস্য হন ?
​ (a)পরিকল্পনা কমিশন (b) আন্তঃরাজ্য পরিষদ (c) অর্থ কমিশন ( d) জাতীয় উন্নয়ন পরিষদ

5. রাষ্‍ট্রিপতি  কোন ধরনের বিলের ক্ষেএে পুনর্বিবেচনার জন্য সংসদের কাছে ফেরৎ না পাঠিয়ে অনুমোদন দিতে  বাধ্য ?
​ (a) সাধারন বিল (b)সংবিধান সংশোধনী বিল (c)  অর্থ বিল   (d)যে সব বিল উভয় কক্ষের অনুমোদন পেয়েছে

​6. কলকাতা  হাইকোর্ট কোন রাজ্যের কেন্‍দ্রশাসিত অঞলের অতিরিক্ত দায়িত্বে আছে?
​ (a) অরুনাচল প্রদেশ (b) এিপুরা (c) আন্‍দামান ও নিকোবর দ্বীপপুঞ (c) মিজোরাম

7.  সিফিলিস একটি - বাহিত রোগ ?
​(a ) ভাইরাস (b) ছএাক (c) ব্যাকটেরিয়া (d) প্রোটোজোয়া

8. ভারতে তৈরি  প্রথম দেশষ উপগ্রহ কোনটি ?
​( a) অ্যাপল (b) আর্যভট্ট (c) ইনস্যাট 1a   ( d)  ইনস্যাট 2c

​9. 'কলিঙ্গ পুরষ্কার' কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
​( a)ওড়িয়া ভাষায় উন্নতির প্রচেষ্টার  জন্য ( b) যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে প্রচারের  জন্য (c) ওড়িশার উন্নতিকল্পে যোগদানের  জন্য (d) বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য

​10. দুর্গাপুর স্টিল প্লান্ট কোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে যোথ উদ্যোগে নির্মিত ?
​( a) ল্যান্‍ড  (b) ব্রিটেন (c) রাশিয়া  (d) চিন

11. নিচের কোন রাজ্যে ভারতের সর্বাধিক উপকুলবতী  স্‍হলভাগ  বর্তমান  ?
​ (a)মহারাস্ট্র  (b) ওড়িশা ( c) কেরলা (d) আন্‍ধ্রা প্রদেশ

​12. দস্তক  কি ?
​(a) ক্লাইভের লেখা বই  (b) একটি ফ্রী পাশ (c) বিনা মাশুলে বানিজ্যের অনুমতি  (d) মুঘল বাদশাহদের দান

​13.মর্যাদার দিক দিয়ে লোকসভার অধ্যক্ষ কার  সমুতুল্য ?
​(a)কেন্‍দ্রীয় মন্ত্রী  (b) রাজ্য মন্ত্রী (c) হাইকোর্টোর  মুখ্য বিচারপতি (d) সুপ্রিম কোর্টোর প্রধান বিচারপতি

​14.রক্ত জমাট বেধে যাওয়াকে বৈ
​পরিভাষায় বলে ?
​(a) থ্রম্বোফাইট (b) থ্রম্বোসিস (c) পলিথ্রম্বাস (d)প্রোথম্বিন

15. উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্‍দির কে ধ্বংস করেন ?
​(a) মামুদ (b) মহম্মদ ঘোরী (c) আলাউদ্দীন খিলজী ( d) ইলতুৎমিস

16. 'মানুষের হাত' কোন শ্রেনির লিভার?
​(a)প্রথম শ্রেনি (b)দ্বিতীয় শ্রেনি (c)তৃতীয় শ্রেনি (d)কপিকল

​17. 'রৌপ্য দর্পন পরীক্ষা' (Silver mirror test)-য় নিচের কোন বিকারকটিকে অ্যালডিহাইডদের সঙ্গে মেশানো হয়?
​(a)নেসলার বিকারক (b)স্টেলেন'স বিকারক (c) ফেহলিংস দ্রবণ (d) বেয়ার'স বিকিরক

18. 'Sea of poppies' বইটি কার লেখা?
(a)অরূন্ধতী রায় (b) অভিতাভ ঘোষ (c) লুসি মুর (d) আনীতা দেশাই

19. কোন হরমোন জরা রোধ করে?
(a)অক্সিন (b) জিব্বেরেলিন (c) কাইনিন (d) ভেসোপ্রেসিন

20. একজন সুস্থ স্বাভাবিক  BMR  (বেসাল মেটাবলিক রেট) কত?
​(a)ঘন্টায় 40 কিলো ক্যালরি (b)ঘন্টায় 35 কিলো ক্যালরি (c) ঘন্টায় 45 কিলো ক্যালরি (d) ঘন্টায় 72 কিলো ক্যালরি

​21. 'ডেস্টিনেশন টু ডেথ' কার সৃষ্টি?
(a) লিওনার্দো দ্য ভিঞ্চি (b) ভ্যান গঘ্ (c) গগ্যা (d) পাবলো-পিকাসো

22. ভারতে সর্বপ্রথম কোন সুলতান তামার মুদ্রা চালু করেন?
(a)শের শাহ (b) মহম্মদ বিন তুঘলক (c) আলাউদ্দিন খলজী (d) ইলতুৎমিস

23. সুপ্রিমকোর্ট রাষ্ট্রপতির কাছে কার অপসারনের সুপারিশ করতে পারে?
(a) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যদের (b) মন্ত্রী পরিষদের যে কোনো সদস্য (c) লোকসভার স্পিকার (d) ওপরের সকলেই

24. 'বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র' কোথায় অবস্থিত?
(a)তিরুবন্তপুরম (b) চাঁদীপুর (c) কোটা (d) নয়ডা

25. 'টী' শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
(a) পোলো (b) বেসবল (c) গলফ (d) ব্রিজ

26. দেশলাই বাক্সের নিচে কোন মৌলটি ব্যবহৃত হয়?
(a) ম্যাগনেশিয়াম (b) সিলিকন (c) ফসফরাস (d) সালফার

27. মস্তিষ্কের কোন অংশ 'মানসিক বোধ' নিয়ন্ত্রণ করে?
(a) গুরু মস্তিষ্ক (b) পশ্চাদ মস্তিষ্ক (c) মধ্য মস্তিষ্ক (d) কোনোটাই নয়

28. পারদ সংকর বা অ্যামালগামের একটি নিশ্চিত উপাদান হলো-
(a)নিকেল (b) লোহা (c) অ্যালুমিনিয়াম (d) মার্কারি

29. মানবদেহে দুগ্ধ পরিপাকে সাহায্যকারী উৎসেচক রেনিন ও ল্যাকটোজের উৎপাদন কত বছর বয়সের পর বন্ধ হয়ে যায়?
(a) 2 (b) 3 (c) 5 (d) 8

30. মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রিত হয় কিসের সাহায্যে?
(a) অ্যাড্রিনালিন ও নন-অ্যাড্রিনালিন (b) থাইরক্সিন (c) অক্সিটোসিন ভ্যাসো-প্রেসিন (d) a ও b উভয়েই


উত্তরমালা:
1.(b) 2.(d) 3.(b) 4.(b) 5.(c) 6.(c) 7.(c) 8.(d) 9.(d) 10.(b) 11.(d) 12.(c) 13.(a) 14.(b) 15.(d) 16.(c) 17.(b) 18.(b) 19.(c) 20.(a) 21.(d) 22.(b) 23.(a) 24.(a) 25.(c) 26.(c) 27.(b) 28.(d) 29.(a) 30.(d)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section