PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

বড়নখা বা ছোটপানা

বাংলার নিজস্ব জলজ উদ্ভিদ বড়নখা বা ছোটপানা



কচুরি পানা সেই সুদূর আমাজন থেকে কোনো এক ব্রাজিলীয় পর্যটকের হাত ধরে আসে বাংলায় আর বড়নখা সে বাংলার নিজস্ব জলজ উদ্ভিদ .... রূপে সে কচুরি পানার থেকে কোনো অংশে কম নয় .... আভা বেগুনি গুচ্ছ গুচ্ছ ফুল হয় গাছে .... ইংরেজি নাম Arrow Leaf Pondweed .... পাতার আকার খানিকটা বর্শার ফলার মতো বলে এমন নাম .... বৈজ্ঞানিক নাম: Monochoria hastata .... এটি Pickerel weed পরিবারের সদস্য ।



বাংলার গ্রামেগঞ্জে জলা জায়গায় , ধান ক্ষেতে , বিলের পাড়ে বড়নখা জন্মাতে দেখা যায় .... সকালে সূর্যের আলো গায়ে মেখে ফুলগুলো ফুটে ওঠে আবার দুপুরের পরে ধীরে ধীরে মুদে যায় .... পুরোনো ফুলগুলো শুকিয়ে গেলে সেগুলো নতুন কুঁড়ি বা ফুলের ওপরের দিকে পাকানো নখের মতো শক্ত ভাবে লেগে থাকে .... চোখ জুড়ানো রূপ লাবণ্যের জন্য ফুলপ্রেমীরা তাদের বাগানে বড়নখাকে অতিথি যত্নে লালন করে।



এটি বেশ ঔষধি গুণ সমৃদ্ধ .... এর শিকড় পেটের সমস্যা ও যকৃতের সমস্যায় ব্যবহার করা হয়। চুলকানি জন্যও বেশ উপকারী .... দাঁতের ব্যথায় শিকড়ের রস এবং হাঁপানি রোগে কাণ্ডের ছাল বেশ কার্যকরী।



(বিভিন্ন ভাবে পাওয়া তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে মাত্র .... বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এর ব্যবহার অনুচিত )




আরো পড়ুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section