106 বছর বয়সী "স্পেনিশ ফ্লু" থেকে বেঁচে যাওয়া দিল্লির বাসিন্দা এখন করোনা থেকে আরগ্য লাভ করলো।
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 106 বছর বয়সী মুক্তার আহমেদ নামের দিল্লির নবাবগঞ্জ এলাকার বাসিন্দা, রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হসপিটাল থেকে তার পরিবারের স্ত্রী, পুত্র সহ সম্প্রতি কোভিড-19 থেকে আরগ্য লাভ করে ছাড়া পেলেন।
এটা সবচেয়ে আচার্যের যে তিনি তার ছেলের থেকেও দ্রুত গতিতে আরগ্য লাভ করেছেন, ছেলের বয়স 70। সুতরাং তিনি পৃথিবীর ঘটে যাওয়া দুটি বৃহত্তম মহামারীর সময়কাল পর্যন্ত বেঁচে আছেন।
"স্পেনিশ ফ্লু" ছিলো 102 বছর আগে ঘটে যাওয়া একটি মহামারী যেখানে পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষ আক্রান্ত হয়েছিল।
প্রথম "স্পেনিশ ফ্লু" ভারতে ধরাপড়ে ছিল প্রধান প্রধান বন্দর অঞ্চলে, বোম্বাই, ক্যালকাতা, দিল্ল ও মাদ্রাস, যেখান দিয়ে বেশীরভাগ ভারতীয় প্রবাসী প্রত্যাবর্তন করে।
রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হসপিটালে নিযুক্ত এক ডাক্তার এই ঘটনায় বিস্মিত হয়ে যান, তার ভাষায়, " আমরা জানি না, স্পেনিশ ফ্লুতে তিনি আক্রান্ত হয়েছিলেন কি না, আমাদের কাছে তখনকার তেমন প্রমানাদিও নেই, তাছাড়া সামান্য কিছু হসপিটাল ছিলো। এটা সত্যি আচার্যের 106 বছর ব্যাক্তির বেঁচে থাকার অদম্য ইচ্ছা শক্তি।
ডাক্তার বি. এল. শেরওয়ালের ভাষায়, "যখনি কোনো রুগী আরগ্য লাভ করে সেটা আমাদের কাছে গর্বের বিষয়, কিন্তু আহমেদ-এর বয়স আমাদের কাছে অনুপ্রেরণার।"