PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

গ্রাম উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা?|The role of panchayats in village development?

গ্রাম উন্নয়নে পঞ্চায়েতের কাজগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে – 
1.বাধ্যতামূলক 2.ন্যস্ত ও ঐচ্ছিক।


1.আর্থ-সামাজিক কাঠামোগত উন্নয়ন:  

অর্থ সামাজিক উন্নয়ন ও গ্রাম পুনর্গঠন সংক্রান্ত  ঐচ্ছিক কাজগুলির মধ্যে পরে । রাজ্য সরকার দ্বারা  গ্রাম পঞ্চায়েতগুলির উপর  কিছু দায়িত্ব দিয়ে থাকেন। সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত,সরকার থেকে  পাওয়া অর্থ থেকে কাজ  গুলি করে থাকেন। এই কাজগুলি হল, প্রাথমিক,ন্যায়বিচার, সামাজিক, বৃত্তিমূলক ও বয়স্ক শিক্ষা, মাতৃ ও শিশুকল্যাণ কেন্দ্র, খেয়াঘাট পরিচালনা, সেচ, কার্লভার্ট,  কৃষি, জ্বালানি, পশু চিকিৎসা,  গৃহনির্মাণ ও সংস্কার ইত্যাদি|


2.মৌলিক কাঠামোগত পরিবর্তন :

গ্রাম পঞ্চায়েত ভূমি সংস্কার, সমবায়, উদ্বৃত্ত জমি বণ্টন, জমির  রেকর্ড ও ঋণের ব্যবস্থা,কর ধার্য ও সংগ্রহ,   বিভিন্ন ক্ষেত্রে সমবায় প্রথার প্রবর্তন,  গ্রাম পঞ্চায়েতের তহবিল পরিচালনা ও নিয়ন্ত্রণ ইত্যাদি  ।


gram panchayet system

3.গ্রামের সম্প্দ  রক্ষণাবেক্ষণ: পুকুর ভরাট না করতে দেওয়া, রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ,  খেয়াঘাট ও হাটবাজার পরিকল্পনা ,পুকুরগুলিতে মৎসচাষ করে সম্পদ সংগ্রহ করা৷ ও  সংক্রান্ত প্রকল্পগুলির রূপায়ন করা।


4.গ্রাম পঞ্চায়েতের স্বেচ্ছাধীন কাজগুলো হল –

গ্রামের রাস্তায় আলোর ব্যবস্থা, বৃক্ষরোপন ও রক্ষণাবেক্ষণ, কূপ খনন,  হাট-বাজার স্থাপন, দারিদ্র দূরীকরণ প্রকল্প গ্রহণ, গ্রন্থাগার স্থাপন, সাংস্কৃতিক কাজকর্ম, সামাজিক ও শিক্ষাগত ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির কল্যাণসাধন স্বেচ্ছাসেবক সংগঠিতকরা ।

5গ্রাম পঞ্চায়েতের বাধ্যতামূলক কাজগুলি :

কেন্দ্র, রাজ্য সরকার  এবং স্বগৃহীত ভাবে যে সকল  পঞ্চবার্ষিকী উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন  প্রকল্প নিয়ে থাকে সে গুলো রূপায়ন করা ,এলাকার সুযোগসুবিধার জন্য  বিভিন্ন বাৎসরিক ভিত্তিতে পরিকল্পনা করা,জনস্বাস্থ্য সংরক্ষণ, জলনিষ্কাশনের  সুব্যবস্থা ,মহামারী প্রতিরোধ, পানীয় জলের সুব্যবস্থা ও আর্থিক উন্নয়নপরিকল্পনা গ্রহণ করা হয়৷


এছাড়াও গৃহনির্মাণ, স্বাস্থ্যব্যবস্থার উন্নতিকরণ,গাছপালা,রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ, নর্দমার দূষিত জলসরবরাহ নিয়ন্ত্রণ, মহামারী ব্যাধির প্রাদুর্ভাব হলে তার জন্য গ্রাম পঞ্চায়েত থেকে উপযুক্ত ব্যবস্থাও  নিয়ে থাকেন৷

1.ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কবে শুরু হয় ?

উত্তর্:- 2nd of Oct 1959

2.পশ্চিমবঙ্গে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কবে শুরু হয় ?

উত্তর্:-সর্বপ্রথম ১৯৫৭ সালে 

3.ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু হয়?

উত্তর্:-1947 সালে বিহারে সর্ব্প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু হয়

 4.পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে 

উত্তর্:-Block Development Officer(BDO)

5.গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস গ্রাম পঞ্চায়েতের কাজ কি কি 

উত্তর্:-হাট-বাজার স্থাপন,দারিদ্র দূরীকরণ প্রকল্প গ্রহণ,পুকুরগুলিতে মৎসচাষ করে সম্পদ সংগ্রহ করা ইত্যাদি।

6.গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ   বলো।    

উত্তর্:-1.আর্থ-সামাজিক কাঠামোগত উন্নয়ন ও গ্রামের সম্প্দ  রক্ষণাবেক্ষণ করা ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section