PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

SSC MTS রিক্রুটমেন্ট 2023 অনলাইন আবেদন | 12600+ মাল্টি টাস্কিং(নন টেকনিক্যাল) স্টাফ এক্সামিনেশন | Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2022


Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2022 অনলাইন আবেদন, রিক্রুটমেন্ট  নোটিফিকেশন লিংক www.etcbangla.com দেওয়া আছে৷ স্টাফ সেলেকশন কমিশন (ssc) ,মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) স্টাফ পরীক্ষা 2022 রিক্রুটমেন্ট অনুযায়ী বিভিন্ন মন্ত্রক ,সরকারি বিভাগ অফিস কর্মী নিয়োগ করবে৷পরীক্ষাটি দুটি ধাপে সম্পূর্ণ হবে৷ SSC মাল্টিটাস্কিং 2023 এক্সাম কম্পিউটার মোড হবে৷ SSC MTS 2023 অনলাইন রেজিস্ট্রেশন প্রোসেস 18-01-2023 থেকে শুরু হয়েছে এবং 24-02-2023  শেষ হবে৷

ssc-logo
image source ssc.nic.in
 SSC ,মাল্টি টাস্কিং(নন টেকনিক্যাল) স্টাফ এক্সামিনেশন  2022-2023

                   Post Name (পদের নাম)

     Tentative Vacancies( শূন্যপদ )

মাল্টি টাস্কিং স্টাফ(MTS) (নন টেকনিক্যাল)

        12600+

*     Pay Scales: (বেতন):

পারিশ্রমিক মাসে ₹5200-20000+গ্রেড পে ₹1800/=

*     Age Limit (বয়সসীমা):

01-01-2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 25 বছর(জন্ম 2-01-1998 থেকে 1-01-2005 তারিখ) এর মধ্যে

18-27 বছর (জন্ম 2-01-1996 থেকে 01-01-2005 তারিখ)|

05 বছর SC/ST, 03 বছর OBC এবং 10 বছর PWD দের জন্য ছাড় দেওয়া হয়েছে৷

 

*   Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা):

মাধ্যমিক পাশ অথবা সমতুল্য মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে ৷

ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ওরিজিনাল সার্টিফিকেট অথবা মার্কশিট অবশ্যই সঙ্গে রাখতে হবে৷

 

*   Selection Procedure (নির্বাচনের পদ্ধতি): 2023 SSC MTS পরীক্ষা কয়েকটি ধাপে হবে 

V    ✔️ কম্পিউটার বেজ এগজামিনেশন (Objective Type, Multiple choice questions)

✔️ Physical Efficiency Test (PET)
✔️ Physical Standard Test (PST)

কম্পিউটার বেজ এগজামিনেশন

I শুধুমাত্র মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে ৷ প্রশ্নপত্র ইংলিশ বা হিন্দিতে অথবা রিজন্যাল  ল্যাঙ্গুয়েজ থাকবে|

প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে৷

sesson-1

         পার্ট

       সাবজেক্ট

প্রশ্নঃমোট নাম্বার

      I

নিউমেরিক্যালএন্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি।

    20 / 60

      II

রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং

      20 / 60

        Sesson–II     

সাবজেক্ট

                     প্রশ্নঃমোট নাম্বার

জেনারেল অ্যাওয়ারনেস।

                       25/75

ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন

                       25/75


* Application Fees (আবেদন মূল্য):

₹100/_ জেনারেল এবং OBC   জন্য|

ST /SC অথবা বাকি রেসেরভেশন পরীক্ষার্থীদের জন্য কোনো ফী লাগবে না|

পরীক্ষার ফী অনলাইন অথবা অফলাইনে দেওয়া যাবে|

 

*     How to Apply (আবেদনের পদ্ধতি): SSC অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে আবেদনপত্র  সাবমিট করতে হবে৷

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ 24/02/2023|

 

                             Download Notification (ডাউনলোড বিজ্ঞপ্তি )>>

                                   Apply Online (আবেদনপাত্রের লিংক)>>

FAQs:

v কতো গুলো শূন্যপদে নিয়োগ হবে SSC MTS 2023 ?

     স্টাফ সিলেকশন কমিশন (SSC) এখনো পর্যন্ত মোট শূন্যপদ ঘোষনা করেনি৷তবে 2019  MTS মোট শূন্যপদ ছিলো 9036 অনুমান করা যায় এবছরও বড় সংখ্যক শূন্যপদ নিয়োগ হবে৷

 

v SSC MTS 2023  আবেদনের পদ্ধতি

     ✔স্টেপ-1: স্টাফ সিলেকশন কমিশন (SSC) এ গিয়ে রেজিস্ট্রেশন(যদি করা না থাকে) করবেন।

     ✔স্টেপ-2: এপ্লিকেশন পোর্টাল 

     ✔স্টেপ-3:ক্লিক "OTHERS" ক্লিক " Multi Tasking (Non Technical) Staff Examination 2023 ")

v SSC MTS 2023  কিভাবে প্রার্থী বাছাই হবে?

     কম্পিউটার বেসড পরীক্ষা হবে(পেপার-I)

     বর্ননা মূলক পরীক্ষা

     ডকুমেন্ট ভেরিফিকেশন(DV

v SSC MTS 2023 জন্য কি কি যোগ্যতা থাকতে হবে ?

     মাধ্যমিক পাশ অথবা সমতুল্য মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে ৷

v  SSC MTS Exam 2023 গুরুত্বপূর্ণ তারিখ ?

     অনলাইন আবেদন শুরু হয়েছে 18-01-2023 |

     অনলাইন আবেদনের শেষ তারিখ 24-02-2023 (23:00)|

     অনলাইন আবেদনের ফী পেমেন্টের শেষ তারিখ 26-02-2023 (23:00)|

     অফলাইন চালান ডাউনলোডের শেষ তারিখ 26-02-2023 (23:00|

     অফলাইন ফী জমা দেওয়ার শেষ তারিখ 27-02-2023|

     কম্পিউটার বেসড এক্সামিনেশন April, 2023|

    

N.B- Dates of ‘Window for Application Form Correction’ and online payment of Correction Charges 02-03-2023 to 03-03- 2023 (23:00)


বিঃদ্রঃ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section