PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যসমূহ



ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি হল


১. জলবায়ুর প্রকৃতি:  ভারত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এবং প্রায় সর্বত্র মৌসুমি বায়ুর প্রভাব দেখা যায় বলে ভারতে জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। 


২. ঋতু পরিবর্তন:  ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল, তার ঋতু পরিবর্তন। ভারতে প্রধান ঋতু 4টি। ঋতুগুলি হল যথাক্রমে— (i) গ্রীষ্মকাল, (ii) বর্ষাকাল, (iii) শরৎকাল, (iv) শীতকাল। 


৩. বায়ুর আর্দ্রতা:  মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য অনুসারে ভারতের গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক। এত ঋতু বৈচিত্রতার কারণেই ভারতকে “অন্তহীন ঋতুর দেশ” [Country of Endless season] বলা হয়। 


৪. ঋতুর স্থায়িত্ব:  ক্রান্তীয় জলবায়ুর বৈশিষ্ট্য অনুসারে ভারতে গ্রীষ্মকালের দৈর্ঘ্য শীতকালের দৈর্ঘ্যের তুলনায় বেশি। 


৫. উষ্মতার পরিবর্তন:  গ্রীষ্মকালে উষ্ণতার পরিমাণ সাধারণত দক্ষিণ-পূর্বদিক থেকে উত্তর-পশ্চিমদিকে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং শীতকালে একইভাবে হ্রাস পেতে থাকে। 


৬. বৃষ্টিপাত:  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে বর্ষাকালে সর্বাধিক প্রায় 80% বৃষ্টিপাত ঘটে। 


৭. শুষ্কতা:  উত্তর-পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগ থেকে আসে বলে ভারতে শীতকাল শুষ্ক থাকে। 


৮. বায়ুপ্রবাহ:  শীতকালে মৌসুমি বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় গ্রীষ্ম ও বর্ষাকালে ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। 


৯. শীতকালীন বৃষ্টিপাত:  “পশ্চিমি ঝাঞ্ঝা” ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারতে শীতকালে কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাত ঘটে। 


১০. তুষারপাত:  শীতকালে হিমালয়ের পার্বত্য অঞ্চলে অনেক স্থানে তুষারপাত ঘটে। 


১১. লু’ বায়ু :  গ্রীষ্মকালে মধ্য ও পশ্চিম ভারতে উষ্ম লু’ বায়ু প্রবাহিত হয়।


১২. বৃষ্টিবহুল স্থান : পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত (১,৩৫০ সেমি) মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির নিকট মৌসিনরামে ঘটে। 


১৩. খরা ও বন্যার সৃষ্টি:  ভারতের জলবায়ুতে প্রায়ই খরা ও বন্যার প্রাদুর্ভাব দেখা যায়। 


১৪. বৃষ্টিপাতের সময়:  ভারতের অধিকাংশ বৃষ্টিপাত বর্ষাকালের শেষের দিকে ঘটে।


১৫. বৃষ্টিচ্ছায় অঞ্চল:  ভারতের প্রধান দুটি বৃষ্টিচ্ছায় অঞল হল (i) পশ্চিমঘাট পর্বতের পূর্বাংশ ও (ii) মেঘালয়ের শিলং ও তার নিকটবর্তী অঞ্চল।




  •  ভারতের জলবায়ু কি প্রকৃতির?

উঃ ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির।


  •  ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি?

উঃ মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির মৌসিনরাম।


  •  ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম কি?

উঃ মেঘালয়ের শিলং ও তার নিকটবর্তী অঞ্চল।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section