পশ্চিমবঙ্গের জলবায়ু কীভাবে মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়।
পশ্চিমবঙ্গের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে কটক্রান্তিরেখা বিস্তৃত থাকায় এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। পশ্চিমবঙ্গে প্রধানত দু প্রকার মৌসুমি বায়ু প্রবাহিত হয়—(ক) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ও (খ) উত্তর-পূর্ণ মৌসুমি বায়ু। এই দুই প্রকার বায়ুপ্রবাহজনিত কারণে এই রাজ্যের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব গুরুত্বপূর্ণ। নিম্নে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমি বায়ুপ্রবাহের প্রভাব আলোচনা করা হল—
(১) সারা বছর মৌসুমি বায়ুপ্রবাহ:
পশ্চিমবঙ্গে সারা বছরই মৌসুমি বায়ু প্রবাহিত হয়। শীতকাল ও শরৎকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু এবং গ্রীষ্মকাল ও বসন্তকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
(২) শীতল ও শুষ্ক শীতকাল:
শীতকালে স্থলভাগ থেকে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু আসে বলে এতে জলীয় বাষ্প থাকে না। ফলে শীতকাল শুষ্ক। এই বায়ু উত্তরের তুষারাবৃত পার্বত্য অঞ্চল থেকে আসে বলে এবং সূর্য দক্ষিণ গোলার্ধে থাকে বলে এই সময় সমগ্র পশ্চিমবঙ্গে শীতল আবহাওয়ার সৃষ্টি হয়।
(৩) উষ্ণ ও আর্দ্র বর্ষাকাল:
এই সময় উষ্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে বলে স্থলভাগে যথেষ্ট বৃষ্টিপাত ঘটায় এবং সূর্যের অবস্থানজনিত কারণে বর্ষাকাল উম্ম প্রকৃতির।
(৪) শরৎকালের সূচনা:
সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন শুরু হয় বলে শরৎকালে আকাশ নির্মল থাকে ও ভোরে শিশির পড়ে।
(৫) বৃষ্টিপাতের উপর প্রভাব:
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বার্ষিক ১৭৫-২০০ সেমি বৃষ্টিপাত হয়। কোথাও কোথাও ৩০০ সেমি-র অধিক বৃষ্টিপাত হয়। উত্তরবঙ্গের বক্সাদুয়ার অঞ্চলে সবাধিক প্রায় ৪৫৫ সেমি বৃষ্টিপাত হয়।
(৬) মৌসুমি বায়ুপ্রবাহের অনিশ্চয়তা:
পশ্চিমবঙ্গের মৌসুমি বায়ুর আগমন সব বছর সমান থাকে না। কোনো কোনো বছর আগে আবার কোনো কোনো বছর পরে ঘটে।
(৭) মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা:
পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর বৃষ্টিপাতের পরিমাণ সব বছর সমান নয়। কোনো কোনো বছর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা আবার কোনো কোনো বছর কম বৃষ্টিপাতের কারণে খরার সৃষ্টি হয়।
(৮) ঋতু পরিবর্তনে মৌসুমি বায়ুপ্রবাহের প্রভাব:
মৌসুমি বায়ুপ্রবাহের উপর পশ্চিমবঙ্গের ঋতুবৈচিত্র্য নির্ভরশীল।
১. মৌসুমী বায়ু কাকে বলে?
উঃ প্রতিবছর নির্দিষ্ট সময়ে জলভাগ স্থলভাগ এর বিপরীত দিকে যে সময় ও প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে।
২. ভারতে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন?
উঃ ভারতের মৌসুমি বায়ু প্রবাহের প্রভাব সবচেয়ে বেশী।
৩. পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়?
উঃ উত্তরবঙ্গের বক্সাদুয়ার অঞ্চলে।
৪. পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত কত?
উঃ ১২৫-২০০ সেমি
৫. পশ্চিমবঙ্গের শীতকাল শুষ্ক হয় কেন?
উঃ উত্তর-পূর্ব মৌসুমি বায়ুপ্রবাহজনিত কারণে।
৬. পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র কিসের উপর নির্ভরশীল?
উঃ মৌসুমী বায়ু প্রবাহের উপর।
৭. পশ্চিমবঙ্গে কয় প্রকার মৌসুমী বায়ু দেখা যায়?
উঃ দু প্রকার, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও উত্তর পূর্ব মৌসুমি বায়ু।
৮. পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির?
উঃ উষ্ণ, আদ্র ও ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।