PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

সম্প্রতিক ঘটনা প্রশ্ন উত্তর এপ্রিল ২০২২

 

প্রতি মাসে আমাদের ওয়েবসাইটে সম্প্রতি ঘটনা, প্রশ্ন উত্তর এবং কুইজ প্রকাশ করা হয়, তেমনি এখানে ৩ টি সম্প্রতিক ঘটনা প্রশ্ন উত্তর দেওয়া হলো।


মাল্টিপল টাইপ প্রশ্নের উত্তর দেখতে, পেজের একেবারে নীচে দেখুনঃ


১. পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হলেন?  
(ক) ভগবত মান  (খ) অরবিন্দ কেজরিয়াল (গ) জাসবিন্দর কৌর  (ঘ) নভজত সিং সিধু 


২. ভারতের কোন রাজ্য প্রথম মেডিকেল সিটি ইন্দ্রাযনী মেডিসিটি  স্থাপিত হতে চলেছে?
(ক) বিহার  (খ) মহারাষ্ট্র  (গ) উত্তরাখণ্ড (ঘ) হরিয়ানা


 ৩. কোন রাজ্যে দেশের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলো?
 (ক) কেরালা (খ) ত্রিপুরা  (গ) মধ্যপ্রদেশ (ঘ) তামিলনাড়ু 


৪. সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন কোন রাজ্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত হবে ?
(ক) অরুণাচল প্রদেশ (খ) কর্ণাটক (গ) ত্রিপুরা (ঘ) উড়িষ্যা  


৫. ২০২০ থেকে ২০২১ কতজন মহিলা নারী শক্তি পুরস্কার পেয়েছেন ? 
(ক) ২৯ (খ) ৩০ (গ) ৩১  (ঘ) ৩২ 


৬. টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী কে হলেন?
(ক) জাসপ্রিত বুমরাহ (খ) মহম্মদ শামি (গ) আর. অশ্বিন (ঘ) ইশান্ত শর্মা


৭. ভারতের রিজার্ভ ব্যাংক সম্প্রতি কোন ব্যাংকের  লাইসেন্স বাতিল করলো ?
(ক) ব্যাঙ্ক অফ বরোদা (খ) কানাড়া ব্যাঙ্ক (গ) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (ঘ) পিপলস কোপারেটিভ ব্যাংক 


৮. দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হলেন ?
(ক) নিতিশ কুমার  (খ) যোগী আদিত্যনাথ  (গ) ভূপেশ বাঘেল  (ঘ) মনোহর লাল খট্টর


৯. সম্প্রতি "ভারত ভাগ্য বিধাতা" অনুষ্ঠান কোন শহরে অনুষ্ঠিত হলো ?
(ক) লক্ষ্ণ (খ) দিল্লি (গ) সোনিপাত (ঘ) মুম্বাই


১০. ২০২২ আইপিএলে চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক কে নির্বাচিত হল?
(ক) মহেন্দ্র সিং ধোনি (খ) আর. অশ্বিন (গ) ডেভিড ওয়ার্নার (ঘ) রবীন্দ্র জাদেজা


১১. প্রথম কোন ভারতীয় কোম্পানি ২০২২ ফিফা বিশ্বকাপে স্পন্সর করবে?
(ক) বিজুস (খ) উইপ্রো (গ) রিলাইন্স (ঘ) টাটা


১২. ২৪ বছর পর পুনরায় পাকিস্তান সফরের এলো কোন ক্রিকেট দল?
(ক) অস্ট্রেলিয়া (খ) ইংল্যান্ড (গ) শ্রীলংকা (ঘ) নিউজিল্যান্ড


১৩. রাস্তার পশুদের জন্য ভারতের কোন শহরে প্রথম অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো?
(ক) জয়পুর (খ) চন্ডিগড় (গ) ব্যাঙ্গালুরু (ঘ) চেন্নাই


১৪. "SWIFT" আর্থিক বার্তা পরিষেবার 'S' এর অর্থ কি?
(ক) সার্ভিস (খ) সোসাইটি (গ) সেকিউর (ঘ) সিম্পল


১৫. ২০২২ বেজিং শীতকালীন অলিম্পিকে ভারতের হয়ে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন?
(ক) ৭৭ (খ) ২১ (গ)(ঘ)


১৬. নাসা সম্প্রতি ঘোষণা করল তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কে অবসরে পাঠাবে কবে?
(ক) ২০২৫ ডিসেম্বর (খ) ২০৩১ জানুয়ারি (গ) ২০৩০ মার্চ (ঘ) ২০২৬ জানুয়ারি


১৭. ২০২১ সালের হিসাবে ভারতের বৃহত্তম আমদানি-রপ্তানিকারক দেশ কোনটি?
(ক) জাপান (খ) চিন (গ) আমেরিকা (ঘ) দক্ষিণ কোরিয়া


১৮. নীরজ চোপড়া জীবনীর উপর লেখা বই "গোল্ডেন বয় নীরজ চোপড়া" কার লেখা?
(ক) মনোরমা জাফা (খ) নাভদিপ সিং গিল (গ) বি. এন. গোস্বামী (ঘ) জাগজিত কৌর


১৯. আইসিসি ২০২২ অনুর্ধ-১৯ বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ভারত কোন দলকে হারিয়ে বিজয়ী হল?
(ক) নিউজিল্যান্ড (খ) পাকিস্তান (গ) অস্ট্রেলিয়া (ঘ) ইংল্যান্ড 


২০. দীর্ঘ 23 বছর পর কোন দেশের প্রধানমন্ত্রী রাশিয়া ভ্রমণে গেলেন?
(ক) পাকিস্তান (খ) দক্ষিন কোরিয়া (গ) বাংলাদেশ (ঘ) চিন


২১. উত্তরাখণ্ড রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
(ক) অক্ষয় কুমার (খ) অমিতাভ বচ্চন (গ) শাহরুখ খান (ঘ) সনু সুদ


২২. নিচের কোন দেশটি সম্প্রতি বিদেশ থেকে আমদানি উপর নিষেধাজ্ঞা জারি করল?
(ক) বাংলাদেশ (খ) ভারত (গ) পাকিস্তান (ঘ) নেপাল


২৩. "অটল বিহারী বাজপাই" বইটির লেখক কে?
(ক) সতী চর্তুবেদী (খ) সাগরিকা ঘোষ (গ) রাজদীপ সরদেশাই (ঘ) করন থাপার


২৪. ভারতের বুলেট ট্রেন যাত্রা পথে কোন শহরে প্রথম স্টেশন গড়ে উঠতে চলেছে?
(ক) আমেদাবাদ (খ) পুনে (গ) সুরাট (ঘ) মুম্বাই


২৫. "How to Prevent the Next Pandemic" বইটির লেখক কে?
(ক) স্টিভ জোবস (খ) টিম কুক (গ) বিল গেটস (ঘ) এলন মাক্স


২৬. ভারতের কোন জেল তাদের নিজস্ব রেডিও চ্যানেল চালু করল?
(ক) ইন্দোর সেন্ট্রাল জেল (খ) জয়পুর সেন্ট্রাল জেল (গ) কানপুর সেন্ট্রাল জেল (ঘ) ভোপাল সেন্ট্রাল জেল


২৭. ২০২২ জি-টোয়েন্টি মিটিং কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে?
(ক) দক্ষিন কোরিয়া (খ) ইন্দোনেশিয়া (গ) ইটালি (ঘ) জাপান


২৮. ভারতের আর্থিক লেনদেনের ইউপিআই ব্যবস্থা গ্রহণ করল বিশ্বের প্রথম কোন দেশ?
(ক) মায়ানমার (খ) ভূটান (গ) নেপাল (ঘ) বাংলাদেশ


২৯. ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসে সর্বোচ্চ পদক জয়ী দেশ কোনটি?
(ক) দক্ষিন কোরিয়া (খ) চিন (গ) জার্মানি (ঘ) নরওয়ে


৩০. পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কতগুলি দেশ তৈরী হয়?
(ক) ১০ (খ) ১৫ (গ) ১৮ (ঘ) ১৭


৩১. আমেদাবাদ আইপিএল দলের নতুন কি নাম রাখা হলো?
(ক) আমেদাবাদ জায়েন্টস (খ) গুজরাট লায়নস (গ) আমেদাবাদ টিটান্স (ঘ) গুজরাট টিটানস






সবগুলো প্রশ্নের উত্তর এখানে দেওয়া হলো 

১]. উঃ (ক) ভগবত মান ;    ২]. উঃ (খ) মহারাষ্ট্র;   ৩]. উঃ (ঘ) তামিলনাড়ু;    ৪]. উঃ (গ) ত্রিপুরা;   ৫]. উঃ (ক) ২৯;   ৬]. উঃ (গ) আর. অশ্বিন;   ৭]. উঃ (ঘ) পিপলস কোপারেটিভ ব্যাংক;   ৮]. উঃ (খ) যোগী আদিত্যনাথ;   ৯]. উঃ (খ) দিল্লি;   ১০].উঃ (ঘ) রবীন্দ্র জাদেজা;   ১১]. উঃ (ক) বিজুস;   ১২]. উঃ (ক) অস্ট্রেলিয়া;   ১৩]. উঃ (ঘ) চেন্নাই;   ১৪]. উঃ (খ) সোসাইটি;   ১৫]. উঃ (ঘ) ১;   ১৬]. উঃ (খ) ২০৩১ জানুয়ারি;   ১৭]. উঃ (গ) আমেরিকা;   ১৮]. উঃ (খ) নাভদিপ সিং গিল;   ১৯]. উঃ (ঘ) ইংল্যান্ড;   ২০]. উঃ (ক) পাকিস্তান;   ২১]. উঃ (ক) অক্ষয় কুমার;   ২২]. উঃ (খ) ভারত;   ২৩]. উঃ (খ) সাগরিকা ঘোষ;   ২৪]. উঃ (গ) সুরাট;   ২৫]. উঃ (গ) বিল গেটস;   ২৬]. উঃ (ক) ইন্দোর সেন্ট্রাল জেল;   ২৭]. উঃ (খ) ইন্দোনেশিয়া;   ২৮]. উঃ (খ) ভূটান;   ২৯]. উঃ (ঘ) নরওয়ে;   ৩০]. উঃ (খ) ১৫;   ৩১].উঃ (ঘ) গুজরাট টিটানস


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section