PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

মেঘের শ্রেণীবিভাগ করো

 

বেশি উচ্চতার মেঘ (গড় সর্বনিম্ন উচ্চতা ২০,০০০ ফুট)


সিরাস

সাদা রঙের স্বচ্ছ এই মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো। এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। সারা আকাশ এই মেঘে ঢাকা থাকলেও তার মধ্যে দিয়ে সূর্যকে দেখা যায়। এরা যখন একে অপরের সঙ্গে মিশে বন্ধনী তৈরি করে তখন আবহাওয়া খারাপ হয়ে পড়ে।


সিরোস্ট্র্যাটাস

পাতলা সাদা চাদরের মতো এই মেঘে ঢাকা আকাশ দুধের মত সাদা দেখায়। অনেক সময় এই মেঘের মধ্যে দিয়ে আলোর বিচ্ছুরণ ঘটায় চাঁদ সূর্যের চারপাশে একটি আলোর বলয় তৈরি হয়।


সিরোকিউমুলাস

পেঁজা তুলোর মতো এই মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছ এর পিঠের মত। তাই এই মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে সাধারণত এই মেঘ পরিষ্কার আবহাওয়া কে নির্দেশ করে না।





মাঝারি উচ্চতার মেঘ (গড় উচ্চতা ৬৫০০ ফুট থেকে ২০,০০০ ফুট)


অল্টোস্ট্র্যাটাস

ধূসর থেকে নীল রঙের এই মেঘ দেখতে অনেকটা তন্তুর মত। এই মেঘের মধ্যে দিয়ে সূর্যকে অনুজ্জ্বল দেখায়। সাধারনত এই মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়।


অল্টোকিউমুলাস

চ্যাপ্টা, গোলাকার, সাদা থেকে ধূসর রঙের এই মেঘ আকাশের ঢেউয়ের মতো অবস্থান করে। এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায়।




নিম্ন উচ্চতার মেঘ (গড় সর্বোচ্চ উচ্চতা ৬৫০০ ফুট)


স্ট্র্যাটোকিউমুলাস

এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মত ও স্তরে স্তরে সাজানো থাকে। অনেক সময় দেখে মনে হয় স্তর গুলো যেন গড়িয়ে চলছে। তাই এর আরেক নাম বুম্পি ক্লাউড


স্ট্র্যাটাস

সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে। পাহাড়ের উচু অংশে এই মেঘ জমলে পর্বতারোহী অভিমান চালকদের খুব অসুবিধা হয়। এই মেঘে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয়।


নিম্বোস্ট্র্যাটাস

ঘন, পুরু, ধূসর থেকে কালো রঙের এই মেঘ খারাপ আবহাওয়া কে নির্দেশ করে। এই মেঘের কোন নির্দিষ্ট আকার থাকেনা, একটানা বৃষ্টিপাত হয়।




উলম্ব মেঘ (গড় সর্বনিম্ন উচ্চতা ১,৬০০ ফুট)


কিউমুলাস

পুরু, ঘন এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায়। উপরিভাগের আকার অনেকটা ফুলকপির মতো হলেও তলদেশ সমতল। এই মেঘের শীর্ষ দেশ বেশ উঁচু নীল রং কালো হলেও উপরিভাগের রং সাদা। সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে।


কিউমুলোনিম্বাস

অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ সাদা ধূসর কালো রংয়ের হয়। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বাহু স্তর থেকে প্রায় ১২ হাজার ফুট পর্যন্ত এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায়। উপর দিক চ্যাপ্টা উত্তর দেশে প্রায় সমতল কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাতসহ ভীষণ ঝড় বৃষ্টি হয়। তাই এর আরেক নাম বজ্র মেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হতেও দেখা যায়।


নীল আকাশে‌ কিউমুলাস মেঘ ভেসে আছে।
কিউমুলাস মেঘের ছবি



মেঘ সম্বন্ধীয় প্রশ্ন উত্তর


১. মেঘ কয় প্রকার ও কি কি?
উঃ মেঘ ১০ প্রকার।


২. কোন মেঘ থেকে বেশি বৃষ্টি হয়?
উঃ নিম্বোস্ট্র্যাটাস


৩. মাটি থেকে মেঘের দূরত্ব কত?
উঃ ২০,০০০ ফুট পর্যন্ত।


৪. সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটি?
উঃ সিরাস


৫. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
উঃ অল্টোকিউমুলাস


৬. কোন মেঘকে বজ্র মেঘ বলা হয়?
উঃ কিউমুলোনিম্বাস


৭. কোন মেয়েকে উলম্ব মেঘ বলে?
উঃ কিউমুলাস


৮. স্তরে স্তরে সাজানো থাকে কোন মেঘ?
উঃ স্ট্র্যাটোকিউমুলাস


৯. আকাশের ঢেউয়ের মতো অবস্থান করে কোন মেঘ?
উঃ অল্টোকিউমুলাস


১০. বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় কোন মেঘে?
উঃ কিউমুলোনিম্বাস



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section