PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

লােহিত রক্ত কণিকা (Red Blood Corpuscles or RBC)


লোহিত রক্ত কণিকা কাকে বলে?

মেরুদণ্ডী প্রাণীর রক্তরসে সবচেয়ে বেশি যে রক্তকণিকা দ্বি-অবতল বা দ্বি-উত্তল এবং শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করে তাকে লােহিত রক্তকণিকা বলে।

 

 

লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য:

 

  • মানুষের RBCউপরের দিক থেকে দ্বি-অবতল গােল চাকতির মতাে, পার্শ্বদৃশ্যে ডাম্বেলের মতাে।
  • স্তন্যপায়ীদের পরিণত RBC নিউক্লিয়াসবিহীন (ব্যতিক্রম—উট)।
  • স্তন্যপায়ী ছাড়া অন্যসব মেরুদণ্ডীদের পরিণত RBC নিউক্লিয়াসযুক্ত।
  • প্রতিটি RBC একক পর্দা দ্বারা পরিবৃত।
  • সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের RBC-তে হিমােগ্লোবিন নামক সরঞ্জক থাকায় রক্তের রং লাল। প্রতিটি স্তন্যপায়ীর অপরিণত RBC নিউক্লিয়াসযুক্ত। পরিণত RBC-তে 24 কোটির মতাে হিমােগ্লোবিন পাওয়া যায়।
  • RBC-এর সাইটোপ্লাজমে জল (60-70%), গ্লুকোজ, অ্যামিনাে অ্যাসিড, মুক্ত কোলেস্টেরল, পটাশিয়াম বাইকার্বোনেট ইত্যাদি বর্তমান। কেঁচোর রক্তে RBC নেই।


[মানুষের RBC দ্বি-অবতল হওয়ার সুবিধা: কোশের তলের আয়তন বাড়ায় RBC বেশি পরিমাণ গ্যাসের সংস্পর্শে আসতে পারে। হিমােগ্লোবিন-এর সঙ্গে O2 -এর দ্রুত সংযােজন ও বিয়ােজন ঘটে। CO2 -ও দ্রুত সাইটোপ্লাজম থেকে বেরােতে পারে।]


 

লোহিত রক্ত কণিকার উৎপত্তিস্থল: 

(i) ভূণের পাঁচ মাস বয়স পর্যন্ত যকৃৎ (Liver) ও প্লিহা (Spleen)। পরবর্তীকালে লাল অস্থিমজ্জার (Red bone-marrow) হিমােসাইটোব্লাস্ট। যে পদ্ধতিতে RBC জন্মায় ও পরিণত হয় তাকে এরিথ্রোপােয়েসিস বলে।

 

পরিণতি স্থান: 

কশেরুকা, পিঞ্জরাস্থি, হিউমেরাস, ফিমার অস্থি।

 

আয়ুষ্কাল ও পরিণতি: 

একটি RBC-এর গড় আয়ু 120 দিন। বৃদ্ধ RBC গুলােকে যকৃৎ, প্লিহা ও অস্থিমজ্জার ম্যাক্রোফাজ কোশগুলাে খেয়ে ধ্বংস করে। একে হিমােলাইসিস বলে। হিমােগ্লোবিনের লৌহ অংশ মুক্ত হয়ে নতুন RBC গঠনে সাহায্যে করে এবং গ্লোবিন প্রােটিন দেহের বিভিন্ন কাজে লাগে। বৃদ্ধ RBC-কে পয়কিলােসাইট বলে।

 


[ পাহাড়ি লােকেদের RBC বেশি থাকে: অধিক উচ্চতায় বাতাসে O2 কম থাকে। বাড়তি O2 পাওয়ার ও পরিবহনের জন্য RBC বেশি (18 হাজার ফুট উচ্চতায় বসবাসকারী লােকেদের RBC-এর সংখ্যা প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 83 লক্ষ) থাকে। ]


 

লোহিত রক্ত কণিকার সংখ্যা: 

সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 50,00,000 এবং স্ত্রীলােকের প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 45,00,000 RBC থাকে। প্রসঙ্গত কলেরা, উদরাময় প্রভৃতিতে RBC সংখ্যা বাড়ে, একে পলিসাইথেমিয়া এবং RBC সংখ্যা কমলে তাকে অলিগােসাইথেমিয়া বলে।

 

 

লোহিত রক্ত কণিকার কাজ কি: 

  • RBC-এর হিমােগ্লোবিন O2 -এর সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমােগ্লোবিনরূপে প্রতিটি কোশে O2 পরিবহন করে, আর কোশে শ্বসনে উৎপন্ন CO2 মুক্ত হিমােগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বোমিননাহিমােগ্লোবিনরূপে কোশ থেকে শ্বাসঅঙ্গে পৌঁছােয়। 
  • দেহের তাপমাত্রা, রক্তের সান্দ্রতা, রক্তে আয়নের সাম্যতা, রক্তের অম্লত্ব ও ক্ষারত্ব (pH) বজায় রাখে।
  • পিত্তরঞ্জক তৈরিতে অংশ নেয়।

 

 

লােহিত রক্ত কণিকার ছবি (Picture of Red Blood Corpuscles or RBC)
লােহিত রক্ত কণিকার ছবি


 

১. লোহিত রক্ত কণিকা কোথায় ধ্বংস হয়?
উঃ বৃদ্ধ RBC গুলােকে যকৃৎ, প্লিহা ও অস্থিমজ্জার ম্যাক্রোফাজ কোশগুলাে খেয়ে ধ্বংস করে।

 

২. লোহিত রক্ত কণিকা কত দিন বাঁচে?
উঃ একটি RBC-এর গড় আয়ু ১২০ দিন।

 

৩. লোহিত রক্তকণিকা কয় ধরনের প্রোটিন থাকে‍?
উঃ ২ ধরনের প্রোটিন

 

৪. লোহিত রক্তকণিকা বেড়ে গেলে কি হয়?
উঃ কলেরা, উদরাময় প্রভৃতিতে RBC সংখ্যা বাড়ে, একে পলিসাইথেমিয়া বলে।

 

৫. লোহিত রক্ত কণিকা বৃদ্ধির উপায়?
উঃ লোহিত রক্ত কণিকা বৃদ্ধি করতে লৌহ যুক্ত খাবার বেশি খাওয়া প্রয়োজন। যেমন- মাংস, লিভার, পালং শাক, বিন, ডিমের কুসুম।

 

৬. লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয়?
উঃ লাল অস্থিমজ্জার (Red bone-marrow) হিমােসাইটোব্লাস্টে।



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section