PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

ভারতের উল্লেখযােগ্য হ্রদসমূহ


প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ আমাদের এই সুমহান সুবিশাল মাতৃভূমি ভারতবর্ষ। ভারতের ভৌগলিক অবস্থান ভূপ্রকৃতি ও নদনদীর মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি বহুবিধ প্রাকৃতিক বৈচিত্র ভারতবর্ষকে এক অনন্য রূপ দান করেছে। এখানে রয়েছে লবনাক্ত থেকে স্বাদু জলের ছোটো থেকে বিশালাকার হৃদ। ভারতে অবস্থিত সকাল প্রকার হৃদের নাম ও অবস্থান নীচে দেওয়া হলো।



লবণাক্ত জলের হ্রদ

হ্রদের প্রকার/নাম অবস্থান ও বিশেষত্ব
অষ্টমুদী হ্রদ কেরালার কোলাম জেলা
ভেম্বানাদ হ্রদ কেরালার বৃহত্তম হ্রদ
চিল্কা হ্রদ ওড়িশা, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ
পুলিকট হ্রদ অপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। করমণ্ডল উপকূলে অবস্থিত
কালিভেলি ভিলুপুরম্ [তামিলনাড়ু], উপদ্বীপ। ভারতের বৃহত্তম জলাভূমি।
পংগং হ্রদ জম্মু ও কাশ্মীরের লাডাক অঞ্চল
সম্বর হ্রদ জয়পুর [রাজস্থান] শহরের দক্ষিণে
ভেরানপুরাহা কোচিন [কেরালা]





সাদু জলের হ্রদ

হ্রদের প্রকার/নাম অবস্থান ও বিশেষত্ব
ভীমতাল কুমায়ুন হিমালয়ের খান্দ শহর
ভোজ ভূপাল [মধ্যপ্রদেশ] ভারতের সর্বাধিক দূষিত হ্রদ
চন্দ্রতাল হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলা
ডাল হ্রদ শ্রীনগর [জম্মু-কাশ্মীর], চারভাগে বিভক্ত—সাগরিবাল, লােকাট ডাল, রােড ডাল ও নাগিন
কোলের হ্রদ অপ্রদেশ [গােদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মাঝে অবস্থিত], ভারতের স্বাদু জলের বৃহত্তম হ্রদ
লােকটাক হ্রদ মণিপুর, উঃ পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ
উলার হ্রদ কাশ্মীর উপত্যকাে
নাকো হ্রদ কহিমাচল প্রদেশের কিন্নর জেলা
রেনুকা হ্রদ হিমাচল প্রদেশের সিয়ারমম জেলা
রূপকুণ্ড হ্রদ উত্তরাখণ্ড
লাসাসথামকোটা হ্রদ কোলােম জেলা [কেরালা]
সাত/সাততাল ভীমতাল শহর [উত্তরাখণ্ড]
সুরাজ তাল বারালাচালা গিরিপথ [হিঃ প্রঃ]
সাংমাে হ্রদ সিকিম
লাভীরানাম হ্রদ কুদালাের জেলা [তামিলনাড়ু]




কৃত্রিম হ্রদ

হ্রদের প্রকার/নাম অবস্থান ও বিশেষত্ব
হিমায়ূত সাগর হায়দ্রাবাদ শহর
ভওসমানসাগর হায়দ্রাবাদ শহর
পুস্কর হ্রদ আজমের জেলা [রাজস্থান]
তাওয়া জলাশয় হােসেঙ্গাবাদ [মধ্যপ্রদেশ]
সুখনা হ্রদ চণ্ডীগড় [পাঞ্জাব]

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section