প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ আমাদের এই সুমহান সুবিশাল মাতৃভূমি ভারতবর্ষ। ভারতের ভৌগলিক অবস্থান ভূপ্রকৃতি ও নদনদীর মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি বহুবিধ প্রাকৃতিক বৈচিত্র ভারতবর্ষকে এক অনন্য রূপ দান করেছে। এখানে রয়েছে লবনাক্ত থেকে স্বাদু জলের ছোটো থেকে বিশালাকার হৃদ। ভারতে অবস্থিত সকাল প্রকার হৃদের নাম ও অবস্থান নীচে দেওয়া হলো।
লবণাক্ত জলের হ্রদ
হ্রদের প্রকার/নাম |
অবস্থান ও বিশেষত্ব |
অষ্টমুদী হ্রদ |
কেরালার কোলাম জেলা |
ভেম্বানাদ হ্রদ |
কেরালার বৃহত্তম হ্রদ |
চিল্কা হ্রদ |
ওড়িশা, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ |
পুলিকট হ্রদ |
অপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। করমণ্ডল উপকূলে অবস্থিত |
কালিভেলি |
ভিলুপুরম্ [তামিলনাড়ু], উপদ্বীপ। ভারতের বৃহত্তম জলাভূমি। |
পংগং হ্রদ |
জম্মু ও কাশ্মীরের লাডাক অঞ্চল |
সম্বর হ্রদ |
জয়পুর [রাজস্থান] শহরের দক্ষিণে |
ভেরানপুরাহা |
কোচিন [কেরালা] |
সাদু জলের হ্রদ
হ্রদের প্রকার/নাম |
অবস্থান ও বিশেষত্ব |
ভীমতাল |
কুমায়ুন হিমালয়ের খান্দ শহর |
ভোজ |
ভূপাল [মধ্যপ্রদেশ] ভারতের সর্বাধিক দূষিত হ্রদ |
চন্দ্রতাল |
হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলা |
ডাল হ্রদ |
শ্রীনগর [জম্মু-কাশ্মীর], চারভাগে বিভক্ত—সাগরিবাল, লােকাট ডাল, রােড ডাল ও নাগিন |
কোলের হ্রদ |
অপ্রদেশ [গােদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মাঝে অবস্থিত], ভারতের স্বাদু জলের বৃহত্তম হ্রদ |
লােকটাক হ্রদ |
মণিপুর, উঃ পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ |
উলার হ্রদ |
কাশ্মীর উপত্যকাে |
নাকো হ্রদ |
কহিমাচল প্রদেশের কিন্নর জেলা |
রেনুকা হ্রদ |
হিমাচল প্রদেশের সিয়ারমম জেলা |
রূপকুণ্ড হ্রদ |
উত্তরাখণ্ড |
লাসাসথামকোটা হ্রদ |
কোলােম জেলা [কেরালা] |
সাত/সাততাল |
ভীমতাল শহর [উত্তরাখণ্ড] |
সুরাজ তাল |
বারালাচালা গিরিপথ [হিঃ প্রঃ] |
সাংমাে হ্রদ |
সিকিম |
লাভীরানাম হ্রদ |
কুদালাের জেলা [তামিলনাড়ু] |
কৃত্রিম হ্রদ
হ্রদের প্রকার/নাম |
অবস্থান ও বিশেষত্ব |
হিমায়ূত সাগর |
হায়দ্রাবাদ শহর |
ভওসমানসাগর |
হায়দ্রাবাদ শহর |
পুস্কর হ্রদ |
আজমের জেলা [রাজস্থান] |
তাওয়া জলাশয় |
হােসেঙ্গাবাদ [মধ্যপ্রদেশ] |
সুখনা হ্রদ |
চণ্ডীগড় [পাঞ্জাব] |