নদী [ Works of Rivers ]
• নদীর কার্য ■ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ
■ নদী: ভূবিজ্ঞানী মরিসাওয়া ( M. Morisawa ) - র ভাষায় , ' খাতের মধ্য দিয়ে প্রবাহিত জলধারাকে নদী বলে । '
■নদীর কার্য : উৎস থেকে মোহনা পর্যন্ত নদী তার গতিপথে 3 টি কার্য করে থাকে— [ 1 ] ক্ষয়সাধন , [ 2 ] বহন ও [ 3 ] অবক্ষেপণ ।
নদীর ক্ষয়কার্য : নদী তার গতিপথে 4 টি প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে—
( i ) আঘাতজনিত ক্ষয় : প্রবহমান নদীর জলধারা প্রবলবেগে নদীখাত বা নদীপার্শ্বে আঘাত করার ফলে যে ক্ষয় হয় তাকে , আঘাতজনিত ক্ষয় বলে ।
( ii ) অবঘর্ষ : নদীর জলের সঙ্গে বাহিত শিলাখণ্ডের আঘাতে , নদীখাতে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে|
( iii ) ঘর্ষণ : নদীর জলের সঙ্গে বাহিত শিলাখণ্ডগুলি পরস্পরের সঙ্গে ঘর্ষণে ছোটো ছোটো কণায় পরিণত হয়ে ক্ষয় হয় , একে ঘর্ষণজনিত ক্ষয় বলে ।
( iv ) দ্রবণক্ষয় : নদীর জলে প্রস্তর খণ্ডগুলির দ্রবীভূত হওয় দ্রবণ ক্ষয় বলে ।
2 বহন কার্য : নদী তার ক্ষয়জাত পদার্থ 4 টি প্রক্রিয়ায় ( i ) টানের মাধ্যমে , ( ii ) লম্ফদান , ( iii ) ভাসমান ও ( iv ) দ্রবণ প্রক্রিয়ায় বহন করে । নদীর বহন ক্ষমতা নির্ভর করে ( i ) ভূমির ঢালের পরিমাণ , ( ii ) নদীর গতিবেগ , ( iii ) জলের পরিমাণ ( iv ) ক্ষয়জাত পদার্থের পরিমাণ আয়তনের ওপর ।
■ নদীর কার্যের ফলে নদীর উপত্যকায় গঠিত ভূমিরূপ : উৎস থেকে মোহনা পর্যন্ত বিভিন্ন গতিতে কার্যের ফলে দু'প্রকার , — ক্ষয়জনিত ভূমিরূপ ও সঞ্চয়জনিত ভূমিরূপ।
• নদী সম্পর্কিত কয়েকটি বিষয় :
শাখা নদী ও উপনদীর পার্থক্য:
উপ নদী কাকে বলে
👉কোনো ছোটো নদী যখন অন্য কোথাও থেকে প্রধান নদীতে এসে পড়ে তখন তাকে উপনদী বলে ।
• শাখা নদী বলতে কী বোঝায়
👉প্রধান নদী থেকে নির্গত হয়ে অন্য কোথাও সমুদ্রে পতিত হলে তাকে শাখানদী বলে । •
অববাহিকা ও জলবিভাজিকার পার্থক্য নদী অববাহিকা চিত্র
নদী অববাহিকা বলতে কি বোঝো : মূল নদী এবং তার উপনদী ও শাখানদীগুলি যেসব অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় সেই সব অঞ্চলকে একত্রে নদী অববাহিকা বলে ।
• জল বিভাজিকা বলতে কি বোঝো
যে উচ্চভূমি পাশাপাশি প্রবাহিত দুটি নদী অববাহিকাকে আলাদা করে রাখে তাকে জলবিভাজিকা বলে ।
• মোহনা কাকে বলে
👉নদী যেখানে সাগরে বা হ্রদে মেশে তাকে মোহনা বলে ।
• আদর্শ নদী বলতে কী বোঝায়
যে নদীর 3 টি গতিই অর্থাৎ উচ্চ , মধ্য ও নিম্নগতি স্পষ্ট লক্ষ করা যায় তাকে আদর্শ নদী বলে ।
• নদীর গতিপথ কয় প্রকার
উৎস থেকে মোহনা পর্যন্ত একটি আদর্শ নদীর গতিপথকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায় । যথা— ( i ) উচ্চ বা পার্বত্যগতি ( ii ) মধ্যগতি ও ( iii ) নিম্নগতি ।
নদী কাকে বলে|
👉বৃষ্টির বা বরফ গলে সৃষ্ট জলধারা যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে নীচের দিকে নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হয়ে কোনো সমুদ্র বা হ্রদে পতিত হয় তখন তাকে নদী বলে |