current affairs question and answer 21 December 2021 |
---|
প্রতি মাসে আমাদের ওয়েবসাইটে সম্প্রতি ঘটনা, প্রশ্ন উত্তর এবং কুইজ প্রকাশ করা হয়, তেমনি এখানে ৩০ টি সম্প্রতিক ঘটনা প্রশ্ন উত্তর দেওয়া হলো। |
১. এবছর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য কোন হকি খেলোয়াড় কে মনোনীত করা হলো?
উঃ পি. আর. শ্রীজেশ
২. মহিলা টেনিস অ্যাসোসিয়েশন তাদের সমস্ত ধরনের খেলা প্রত্যাহার করলো কোন দেশ?
উঃ চিন
৩. টুইটারের নতুন সিইও নিযুক্ত হলেন কে?
উঃ পরাগ আগরওয়াল
৪. করোনার ওমিক্রোণ প্রকার কোন দেশে প্রথম ধরা পড়ে?
উঃ দক্ষিণ আফ্রিকা
৫. ২০২১ ডেভিস কাপ খেতাব বিজয়ী হয় কোন দেশ?
উঃ রাশিয়া
৬. বেজিংয়ে অনুষ্ঠিত হতে চলেছে ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস বয়কট করলো কোন দেশ?
উঃ আমেরিকা
৭. তৃতীয় বলার হিসেবে এক ইনিংসে সর্বাধিক ১০ উইকেট নেওয়ার খেতাব অর্জন করল আজাজ প্যাটেল তিনি কোন দেশের খেলোয়াড়?
উঃ নিউজিল্যান্ড
৮. কোন দেশ বিশ্বে প্রথম বিটকয়েন শহর গড়ে তোলার পরিকল্পনা করেছে?
উঃ এল. সালভাডর
৯. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন প্রকল্প চালু করল?
উঃ পশ্চিমবঙ্গ
১০. কোন দল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হলো?
উঃ অস্ট্রেলিয়া
১১. ২০২১ বুকার পুরস্কার কে জয়ী হন?
উঃ ডামন গালগাট
১২. সম্প্রতি মারা গেলেন সুব্রত মুখোপাধ্যায় তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন?
উঃ তৃণমূল কংগ্রেস
১৩. ফেসবুক কোম্পানির নতুন নামকরণ কি হলো?
উঃ মেটা
১৪. বিশ্বের বয়স্ক ব্যক্তি হিসেবে মহাকাশে যাওয়ার রেকর্ডকে করলেন?
উঃ উইলিয়াম শাটনার
১৫. ২০২১ আইপিএল খেলায় সর্বোচ্চ রান করে অরেঞ্জ কাপ বিজয়ী হলেন কে?
উঃ রিতুরাজ গাইকয়াড
১৬. ২০২১ আইপিএল খেলায় সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে পার্পেল কাপ বিজয়ী হলেন কে?
উঃ হার্ষাল পাটেল
১৭. এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণের জন্য কোন কোম্পানি বিড জয়ী হল?
উঃ টাটা
১৮. কোন কোম্পানির স্টারলিঙ্ক উপগ্রহ ইন্টারনেট সার্ভিস চালু করলো?
উঃ এস্পেস এক্স
১৯. মিস ইউনিভার্স ২০২১ প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হলো?
উঃ ইজরাইল
২০. মিস ইউনিভার্স 2021 প্রতিযোগিতায় কে জয়ী হলো?
উঃ হার্নাজ সান্ধু
২১. বিশ্বের কোন শহর প্রথম ১০০% কাগজ মুক্ত শহর হল?
উঃ দুবাই
২২. ভারতীয় বিমানবাহিনীর চিফ-অফ-স্টাফ (CAS) নিযুক্ত হন কে?
উঃ বিবেক রম চৌধুরী
২৩. কোন দল ডুরান্ড কাপ ২০২১ জয়ী হলো?
উঃ গোয়া
২৪. কোন ভারতীয় গণিতজ্ঞ ২০২১ রামানুজান পুরস্কারে পুরস্কৃত করা হলো?
উঃ নিনা গুপ্তা
২৫. ২০২১ গুগলে ভারতীয় সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তিত্বের নাম কি?
উঃ নীরজ চোপড়া
২৬. ২০২১, ৫৭তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কে?
উঃ দামোদর মাউজো
২৭. কোন সংবাদ ঘটনাটি ভারতের গুগল সার্চে ২০২১ সবচেয়ে বেশি সার্চ হয়েছে?
উঃ টোকিও অলিম্পিকস
২৮. ভারত কবে চন্দ্রযান ৩ কখন উৎক্ষেপণ করতে চলেছে?
উঃ ২০২২ তৃতীয় কোয়াটারে
২৯. সম্প্রতি লিভিং ইন্ডেক্স ২০২১ অনুযায়ী বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি?
উঃ তেল আভিব
৩০. টাইম ম্যাগাজিনের হিসাবে ২০২১ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন কে?
উঃ সিমন বিল
খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট
উত্তরমুছুন