PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

হেপাটাইটিস বি :Hepatitis B

 হেপাটাইটিস কিঃ

হেপাটাইটিস' শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ হেপার, যার অর্থ যকৃত ও ইটিস যার অর্থ প্রদাহ' থেকে। হেপাটাইটিসের অর্থ হল যকৃতের স্ফীতির সঙ্গে ক্ষত ও যকৃত কোশের মৃত্যু। যকৃতের বিভিন্ন ধরনের সংক্রামক রােগ একত্রে হেপাটাইটিস নামে পরিচিত। এর জন্য দায়ী ভাইরাস। হেপাটাইটিস পাঁচ ধরনের হাতে পারে—হেপাটাইটিস-এ, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, হেপাটাইটিস-ডি আর হেপাটাইটিস-ই।


হেপাটাইটিস-এ, বি, সি, ডি এবং ই হল এই ধরনের সমস্ত প্রকার হেপাটাইটিস ভাইরাসের ফল। এই ভাইরাস যকৃতকে সংক্রামিত করে, যকৃতকোশের ক্ষতি করে; যা অবশেষে যকৃতকে অকেজো করে।


যকৃত শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর প্রধান কাজ হলাে রক্ত পরিশােধন, হজমে সাহায্য করা, শক্তি সঞ্চয় ও দেহের জন্য প্রয়ােজনীয় প্রােটিন তৈরি করা। হেপাটাইটিসের কারণে যকৃত স্ফীত হলে রক্তে বিষাক্ত পদার্থ যেমন বিলিরুবিন বাড়তে শুরু করে। এই কারণেই আক্রান্ত ব্যক্তির ত্বক হলুদ হয়ে যায়, এই অবস্থাই জন্ডিস বলে পরিচিত। 


হেপাটাইটিস-বি কিঃ

হেপাটাইটিস-বি ভাইরাসের কারণে হেপাটাইটিস-বি হয়। সক্রোমিত রক্ত ও দেহ থেকে নিঃসৃত তরল পদার্থ মারফত এটি ছড়ায়। ভারতের জনসংখ্যার প্রায় ৩ শতাশে হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত হচ্ছে প্রমাণ মেলে।

হেপাটাইটিস বি :hepatitis b


হেপাটাইটিস বি-এর লক্ষণ সমূহঃ

  •  চোখ ও ত্বকের হলদে ভাব, যা জন্ডিস বলে পরিচিত
  •  অবসাদ ও দূর বমি বমি ভাব ও বমি
  •  ক্ষুদামান্দ্য
  •  সারা শরীরে নানা ফুসকুড়ি
  •  পেট ফোলা ও ব্যথা


হেপাটাইটিস-বি এর কারণঃ

  •  হেপাটাইটিস বি ভাইরাসের কারণে হেপাটাইটিস বি হয়।
  •  সক্রামিত ব্যাক্তির রক্ত অন্যের শরীরের মধ্যে সঞ্চালন।
  •  একজন মায়ের রােগনির্ণয় না হলে তার শিশুর জন্মকালে অজান্তেই সংক্রমণ ঘটার সম্ভাবনা থাকে।
  •  সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত সূচ, সিরিঞ্জ, ব্রেড, ক্ষুর পুনর্ব্যবহারের মাধ্যমেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

  •  একজন আক্রান্ত ব্যক্তির সঙ্গে অপর একজনের যৌন কার্যকলাপের ফলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।
  •  সংক্রামিত সূঁচ দিয়ে কান, নাক বা ত্বক ফুটো করা ও ট্যাটু করা হলে এটি ছড়িয়ে পড়তে পারে।



হেপাটাইটিস বি কীভাবে ছড়ায় নাঃ

  • হেপাটাইটিস বি কীভাবে ছড়ায় না তা জানাও গুরত্বপূর্ণ
  •  হেপাটাইটিস বি-তে আক্রান্ত ব্যক্তির রান্না করা খাবার খেলে সংক্রমণ ছড়িয়ে পড়ে না।
  •  হাঁচি, কাশি, পাশে বসা, করমর্দন আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত বাসন থেকে খেলে সংক্রমণ ছড়িয়ে পড়ে না।
  •   হেপাটাইটিস বি মশার কামড়ে ছড়ায় না।



হেপাটাইটিস-বি টিকাঃ

হেপাটাইটিস বি সংক্রমণ থেকে সুরক্ষিত রাখার সব থেকে ভালাে উপায় হলাে টিকাকরণ। এই টিকা ৯৫ শতাংশ সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। তিনবারে এই টিকা দিতে হয়। 


হেপাটাইটিস বি এর টিকা নেওয়ার নিয়মঃ

প্রথম ইনজেকশনটি যেকোনাে দিন নেওয়া যেতে পারে, দ্বিতীয়টি একমাস বাদে আর তৃতীয়টি প্রথম ইনজেকশনের ছয় মাস পর।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section