কেন্দ্র সরকারি রেলওয়ে বিভাগে চাকরি করতে অনেকেরই স্বপ্ন থাকে। প্রতি বছরই কোনো না কোনো পদে রেলওয়ে-তে নিয়োগ করা হয়। রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগে বিগত বছরগুলোতে যে ধরনের প্রশ্ন পত্র এসেছিলো তেমনি কতকগুলো প্রশ্ন-উত্তর দেওয়া হলো।
1. সন্ত কবির এর গুরু হলেন - উত্তর- রামানন্দ |
2. সাঁচি স্তূপ তৈরি হয়েছিল কোন রাজার আমলে - উত্তর - অশোক । |
4. নিম্নলিখিত কোনটি কুরু মহাজনদের রাজধানী ? উত্তর - ইন্দ্রপ্রস্থ । |
5. কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা ? উত্তর - উদয়ন । |
6. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ? উত্তর - আমেরিকা । |
7. একজন নেতা যিনি কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত ছিলেন ? উত্তর - অরবিন্দ ঘোষ । |
8. কে মুদ্রারাক্ষস গ্রন্থের লেখক ? উত্তর - বিশাখদত্ত । |
9. কে লোক নায়ক হিসেবে পরিচিত ? উত্তর- জয় প্রকাশ নারায়ন । |
10. কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন ? উত্তর - ফিরোজ শাহ তুঘলক । |
11. নারায়ণার - এর সঙ্গে সম্পর্কিত - উত্তর -শৈব ধর্ম । |
12 . যে সুফি সন্ত মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত ছিলেন ? উত্তর- শেখ সেলিম চিন্তি । |
13. কে দেওয়ান-ই-খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিল ? উত্তর- ফিরোজ - শাহ তুঘলক । |
14 . অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল ? উত্তর-ব্রাহ্ণী । |
15. কৌনজ যুদ্ধের সময়কাল - উত্তর - 1540 খ্রি . |
16 . প্রথম ভারতীয় শাসক যিনি রাজ্স্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেন ? উত্তর - ফিরোজ শাহ তুঘলক । |
17. মধ্যযুগীয় ভারতে স্থায়ী পেশা ভিত্তিক সৈন্যব্যবস্থার প্রচলন করেন ? উত্তর - আলাউদ্দিন খলজী । |
18. ভারতের জাতীয় প্রতীক লিখিত সত্যমেব জয়তে কথাটির উৎস - উত্তর - মুণ্ডক উপনিষদ । |
19. শের-ই-পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন ? উত্তর - লালা লাজপত রাই । |
20. কিসের দ্বারা প্রাক - বৈদিক যুগ সম্বন্ধে জানা যায় ? উত্তর - প্রত্নতাত্ত্বিক খনন । |
21. দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক ছিলেন ? উত্তর- সাতবাহন । |
22. পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন ? উত্তর- রহমত আলী । |
23. গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন ? উত্তর - সারনাথ । |
24. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে 1857 এর সিপাহী বিদ্রোহের সূচনা হয় ? উত্তর - ইংরেজরা সৈন্যদেরকে চর্বি মাখানো কার্তুজ ব্যবহারে বাধ্য করা । |
25. কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল ? উত্তর - 1948 খ্রি . |
26. জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোন বস্ত্র পরিধান করেন না ? উত্তর - দিগম্বর । |
27. ইন্ডিয়ান ইন্ডপেন্ডন্স অ্যাক্ট পাসের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ? উত্তর- লর্ড মাউন্টব্যাটেন । |
28. দক্ষিণ ভারতের কোন বিখ্যাত হিন্দু রাজা বঙ্গোপসাগর পার হয়ে সুমাত্রা জাভা ও মালয়েশিয়ার বেশকিছু রাজ্য জয় করেছিলেন ? উত্তর- প্রথম রাজেন্দ্র চোল । |
29. জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভ কারী ব্যক্তি কে বলা হয় ? উত্তর - নিগ্রন্থ । |
30. নিম্নলিখিত কোন বেদ ত্যাগ এবং বিবিদ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে ? উত্তর- যজুর্বেদ । |
31. কে ভারতের প্রথম ভাইসরয় ছিল ? উত্তর- লর্ড ক্যানিং । |
32. পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন ? উত্তর - মরক্কো । |
33 . মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন ? উত্তর - 1915 খ্রি. |