অলিম্পিক গেমস-এর ইতিহাসঃ
প্রাচীন অলিম্পিক গেমস ৭৭৬ খ্রিস্টপূর্বে শুরু হয়েছিল। তখন এই খেলাটি প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হত। এই মেলাটি গ্রিসের অলিম্পিয়াতে অনুষ্ঠিত হয়েছিল।
কিন্তু প্রথম আধুনিক অলিম্পিক খেলাটি ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হয়েছিল। ব্যারন পিয়ার ডি কৌবার্টিন এক ফরাসী ব্যক্তি আধুনিক অলিম্পিক ধারনার প্রবর্তক।
প্রাচীন অলিম্পিক গেম গুলি মূলত গ্রীক দেবতাদের প্রধান জিউসের সম্মানে একটি ধর্মীয় উৎসবের অংশ ছিল।
ম্যারাথন খেলাটি প্রাচীন অলিম্পিক গেমসের কোন অংশ ছিল না। ম্যারাথন ১৮৯৬ সালের এথেন্সে সর্বপ্রথম চালু হয়েছিল, ম্যারাথন দৌড়টি এথেন্সের উত্তর-পূর্বে ম্যারাথন থেকে শুরু করে অলিম্পিক স্টেডিয়াম পর্যন্ত, 40 কিলোমিটার এর মধ্যে হয়েছিল।
অলিম্পিকে মশাল প্রজ্জ্বলন প্রথা প্রথম শুরু হয়েছিল ১৯২৪ আমস্টারডাম অলিম্পিকে।
অলিম্পিক রিং
অলিম্পিকের প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় পাঁচটি রংয়ের বৃত্ত পরস্পর আবদ্ধ যেটা সাদা ব্যাকগ্রাউন্ড এ অবস্থান করে।
এই প্রতীক চিহ্নটিকে পতাকা হিসাবেও ব্যবহার করা হয়। ব্যারোন ডি কৌবার্টিন এর নেতৃত্বে এই পতাকাটি তৈরি করা হয় এবং এই পতাকাটি প্রথম ব্যবহার করা হয় ১৯২০ সালের বেলজিয়াম অলিম্পিকে।
অলিম্পিকের রিং-এর পাঁচটি রং আমাদের পাঁচটি মহাদেশকে চিহ্নিত করে-
- ১. নীল রং ইউরোপ মহাদেশকে বোঝায়
- ২. হলুদ রং এশিয়া মহাদেশকে বোঝায়
- ৩. কালো রং আফ্রিকা মহাদেশকে বোঝায়
- ৪. সবুজ রং অস্ট্রেলিয়া মহাদেশকে বোঝায়
- ৫. লাল রং আমেরিকা মহাদেশকে বোঝায়
প্যারা অলিম্পিক কি
অলিম্পিক গেমস এর মতই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবন্ধী খেলোয়ারদের নিয়ে প্রতি চার বছর পর পর যে খেলার আয়োজন করা হয় তাকেই প্যারা অলিম্পিক বলা হয়।
১৯৪৮ সালে লন্ডন অলিম্পিক গেমস চলার সময় কিছু আহত প্রতিবন্ধীকে নিয়ে তীরন্দাজের একটি খেলা অনুষ্ঠিত হয়।
পরবর্তীকালে ১৯৬০ সালে ইতালির রোমে প্রথম প্যারা অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়। ২৩ টি দেশের প্রায় ৪০০ জন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করেছিল।
প্রথম ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি গঠিন করা হয়েছিল ১৯৮৯ খ্রীস্টাব্দে।
অলিম্পিক গেমসে বাংলাদেশ
বাংলাদেশ স্বাধিন দেশ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৮৪ সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে।
তখনকার সময় সিদ্দিকুর রহমান গল্ফ খেলোয়াড় অলিম্পিক গেমসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে।
এ পর্যন্ত হয়ে যাওয়া কোনো অলিম্পিকে বাংলাদেশ কোনো পদক অর্জন করতে পারেনি।
২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সাত জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল।
www.etcbangla.com |
অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি
- প্রথম অলিম্পিক খেলা শুরু 776 খ্রিস্টপূর্বাব্দ
- আধুনিক অলিম্পিক গেমসের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন ব্যারন দ্য কুবার্তিন।
- অলিম্পিকের লক্ষ্য Citius, Altius, Fortius (Faster, Higher, Stronger)
- অলিম্পিকের প্রতীক পাঁচটি রঙিন বৃত্ত, যা পাঁচটি মহাদেশের মধ্যে পারস্পরিক সমন্বয় নির্দেশ করে।
- প্রথম অলিম্পিক পতাকা উত্তোলন অ্যান্টওয়ার্প (বেলজিয়াম) অলিম্পিক, 1920
- প্রথম অলিম্পিক শিখা প্রজ্জ্বলন আমস্টারডাম অলিম্পিক, 1928
- অলিম্পিকে মহিলাদের প্রথম অংশগ্রহণ প্যারিস অলিম্পিক, 1900
- অলিম্পিক গেমসে ফুটবলের সূত্রপাত প্যারিস অলিম্পিক, 1900
- অলিম্পিক গেমসে ক্রিকেট (প্রথমবার ও শেষবার) প্যারিস অলিম্পিক, 1900
- অলিম্পিক গেমসে হকি শুরু লন্ডন অলিম্পিক, 1908
- অলিম্পিক গেমসে প্রথম মহিলা সাঁতারু খেলোয়াড় অংশগ্রহণ করেন 1912 স্টিকহােম অলিম্পিক।
- অলিম্পিক গেমসে অ্যাথেলেটিক্সে প্রথম মেয়েদের যােগদান আমস্টারডাম অলিম্পিক, 1928
- কোনাে অলিম্পিকে সর্বাধিক স্বর্ণপদকজয়ী মাইকেল ফেল্পস (৪টি)
- অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী (পুরুষ) মাইকেল ফেল্পস—28টি পদক (সাঁতারু, আমেরিকা যুক্তরাষ্ট্র)
- অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী মহিলা হল ল্যারিসা ল্যাটিনিনা—তিনি 18 টি পদক পান (জিমন্যাস্ট, পূর্বতন সােভিয়েত ইউনিয়ন)
- অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় (অ্যাংলাে ইন্ডিয়ান) নৰ্মান প্রিচার্ড (প্যারিস অলিম্পিক, 1900)
- অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় (স্বাধীন ভারতের) কে ডি যাদব (হেলসিঙ্কি অলিম্পিক, 1952) কুস্তিতে ব্রোঞ্জ পদকজয়ী]
- অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কর্ণম মালেশ্বরী (সিডনি অলিম্পিক, 2000) [ভারােত্তোলনে ব্রোঞ্জ পদকজয়ী]
- অলিম্পিকে স্বর্ণপদকজয়ী প্রথম ও একমাত্র ভারতীয় হল অভিনব বিন্দ্রা (বেজিং অলিম্পিক, 2008) [10 মিটার এয়ার রাইফেল শুটিং]
- রিও অলিম্পিক (2016)-এ পদক তালিকায় শীর্ষ স্থানপ্রাপ্ত দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র (দ্বিতীয়—গ্রেট ব্রিটেন)
অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নবলী
১. অলিম্পিক গেমস প্রথম কবে অনুষ্ঠিত হয়?
উঃ প্রাচীন অলিম্পিক শুরু হয়েছিল 776 খ্রীষ্টপূর্বাব্দে। আধুনিক অলিম্পিকের সূচনা হয় 1896 সালে।
২. অলিম্পিক গেমস কত বছর পরপর হয়?
উঃ অলিম্পিক গেমস চার বছর পর পর হয়।
৩. অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি বৃত্ত আছে?
উঃ অলিম্পিক গেমসের প্রতীকে পাঁচটি বৃত্ত আছে।
৪. অলিম্পিক গেমসের জনক কে?
উঃ ব্যারোন ডি কৌবার্টিন
৫. অলিম্পিকের প্রতীক কি?
উঃ নীল, হলুদ, কালো, সবুজ ও লাল রঙের পাঁচটি পরস্পর আবদ্ধ বৃত্ত যেটা সাদা ব্যাকগ্রাউন্ডে অবস্থান করে।
৬. অলিম্পিক মটো কি?
উঃ দ্রুততর, উচ্চতর, শক্তিশালী।
বিঃ দ্রঃ টোকিও অলিম্পিক ২০২০ (২০২১) মটো পরিবর্তন করে রাখা হল দ্রুততর, উচ্চতর, শক্তিশালী-একসঙ্গে।
৭. অলিম্পিক গেমসের জন্ম কোথায়?
উঃ গ্রিসে
৮. প্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
উঃ ৯৫ জন মূল সদস্য এবং ৪৪ জন সম্মানিত সদস্য।
৯. অলিম্পিক পতাকার কয়টি রং থাকে?
উঃ পতাকার রং সাদা ছাড়াও পাঁচটি রিং-এ পাঁচ প্রকার রং থাকে।
১০. অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী কে?
উঃ ব্যারোন ডি কৌবার্টিন
আগামী অলিম্পিক গেমস যেখানে হতে চলেছে
সাল | দেশ | শহর |
---|---|---|
২০২০ (২০২১) | জাপান | টোকিও |
২০২৪ | ফ্রান্স | প্যারিস |
২০২৮ | আমেরিকা | লস এঞ্জেলেস |
২০৩২ | অস্ট্রেলিয়া | ব্রিসবন |