PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

টুকরাে কথায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা



⚫কলকাতা কত প্রাচীন?

উত্তরঃ   কলকাতা বহু প্রাচীন নগর। আইন-ই-আকবরিতে তার উল্লেখ আছে, আছে গুরু নানকের জীবনীতেও। পাের্তুগিজদের আঁকা প্রাচীনতম মানচিত্রে কলকাতার উল্লেখ আছে। অর্থাৎ আজ থেকে পাঁচশ বছর আগেও কলকাতা অখ্যাত ছিল না।



⚫কবে কলকাতা শহরের সূচনা হল ?

উত্তরঃ   ১৬৯০ সালের ২৪শে আগস্ট জোব চার্নক কলকাতায় পদার্পণ করেন, তারপর তাঁকে আর কলকাতা থেকে নড়তে হয়নি। সেই থেকেই ক্রমে কলকাতা আধুনিক শহরে পরিণত হতে শুরু করে। তাই জোব চার্নকের কলকাতা পদার্পণের দিনকেই কলকাতার জন্মদিন বা কলকাতা শহরের সূচনা ধরা হত।



⚫কোন্ অঞ্চল নিয়ে শহর কলকাতার সূচনা হয়?

উত্তরঃ   মাত্র তিনখানা গ্রাম নিয়ে কলকাতা শহরের পত্তন হয়। সেই তিনটি গ্রাম হল—উত্তরে সুতানুটি, মধ্যে কলকাতা ও দক্ষিণে গােবিন্দপুর।



⚫ইংরেজদের হাতে যাবার আগে কলকাতা কাদের অধিকারে ছিল? কি করে তা ইংরেজদের হাতে যায় ?

উত্তরঃ   ইংরেজদের হাতে যাবার আগে কলকাতা সাবর্ণ চৌধুরীদের সম্পত্তির অংশ ছিল। সাবর্ণ চৌধুরীদের কাছ থেকে ইংরেজরা সুতানুটি, কলকাতা ও গােবিন্দপুর কিনে নেন।



⚫বৃহত্তর কলকাতা বলতে কি বােঝায়?

উত্তরঃ   কলকাতা নগরীকে কেন্দ্র করে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণাংশের বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক দূর পর্যন্ত এই শহর অবিচ্ছিন্নভাবে বেড়ে উঠেছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী ওইসব অবিচ্ছিন্ন এলাকাকে একত্রে বলে বৃহত্তর কলকাতা।



⚫কলকাতা মহানগরীর তদারকির দায়িত্ব কোন্ সংস্থার ওপর ন্যস্ত ? তাদের কাজ কি?

উত্তরঃ   কলকাতা মহানগরীর তদারকির দায়িত্ব কলকাতা কর্পোরেশন বা পৌরসভার ওপর ন্যস্ত। নগরীর স্বাস্থ্য রক্ষা, রাস্তাঘাট পরিস্কার এবং সংস্কার করা, পানীয় জল সরবরাহ, রাত্রিবেলায় রাস্তা আলােকিত করা, রােগ প্রতিষেধক ব্যবস্থা ইত্যাদি জনকল্যাণমূলক কাজ এই সংস্থার উপরে ন্যস্ত আছে।



⚫কলকাতা কর্পোরেশন বা পৌরসভা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ   ১৮৪৭ সালে কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।



⚫কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র বা পৌরপ্রধান কে? কত সালে তিনি ওই পদ অলংকৃত করেন? 

উত্তরঃ   দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ১৯২০ সালে কলকাতার প্রথম বাঙালি মেয়র হন। 



⚫ কলকাতার প্রথম নাগরিক কে?

উত্তরঃ   কলকাতা কর্পোরেশন বা পৌরসভার মেয়রকে কলকাতা মহানগরীর প্রথম নাগরিক বলা হয়।



⚫কলকাতার শেরিফ কিভাবে নির্বাচিত হন?

উত্তরঃ   শেরিফ পদটি বর্তমানে ব্রিটিশ যুগের একটি প্রতীকি হিসাবে গৃহীত হয়। সাধারণত রাজ্যপাল কর্তৃক শেরিফ নিযুক্ত হন এবং শেরিফের কোনাে কার্যকরী ক্ষমতা নেই।



⚫কলকাতায় প্রথম কলেজ কোনটি? কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ   কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম কলেজের নাম ফোর্ট উইলিয়াম কলেজ, ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।



⚫কলকাতার সাধারণ মানুষের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম কলেজ কোনটি?

উত্তরঃ   কলকাতার সাধারণ মানুষের দ্বারা ১৮১৭ সালে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ। কলেজটির বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ।



⚫কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? কে প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর নির্বাচিত হন?

উত্তরঃ   কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৫৭ সালের ২৪শে জানুয়ারি। ১৮৯০ সালে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর হন।



⚫কলকাতায় কবে প্রথম বিদ্যুতের আলাে জ্বলে?

উত্তরঃ   ১৮৯৯ সালে কলকাতায় প্রথম বিদ্যুতের আলাে জ্বলে।



⚫শিয়ালদহ স্টেশন কবে স্থাপিত হয় ?

উত্তরঃ   ১৮৬৯ খ্রিস্টাব্দে।



⚫কলকাতায় কবে ট্রাম গাড়ি চলতে শুরু করে?

উত্তরঃ   ১৮৮২ সালে ঘােড়ায় টানা ট্রাম এবং ১৯০০ সালে বৈদ্যুতিক ট্রাম চলে।



⚫কলকাতার টাকশালে প্রথম কাবে টাকা তৈরি হয় ?

উত্তরঃ   ১৭৯৭ খ্রিস্টাব্দে কলকাতার টাকশালে প্রথম টাকা তৈরি হয়।



⚫ কলকাতায় প্রথম টেলিফোন চালু হয় কবে?

উত্তরঃ   ১৮৮২ সালে কলকাতায় প্রস টেলিফোন চালু হয়।



⚫ কালীঘাটের কালীমন্দির কোন সময়ে কার দ্বারা নির্মিত হয় ?

উত্তরঃ   নবাব আলিবর্দীর শাসনকালে অষ্টাদশ শতকের মধ্যভাগে সাবর্ণ চৌধুরী বংশীয় জমিদার সত্যেন রায় কালীঘাটের কালীন্দির নির্মাণ শুরু করেন। কিন্তু তাঁর পুত্র রাম রায় কর্তৃক নির্মাণকার্য সমাপ্ত হয়।



⚫কলকাতার প্রসিদ্ধ গনপাতালগুলির নাম কি কি?

উত্তরঃ   কলকাতার প্রসিদ্ধ হাসপাতালগুলির মধ্যে–মেডিক্যাল কলেজ হাসপাতাল (স্থাপিত- ১৮৩৫), নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা-সদন, আর জি কর হাসপাতাল, মাড়ােয়ারি হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, মেয়ো হাসপাতাল, লেডি ডাফরিন হাসপাতাল, লােহিয়া মাতৃসদন, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, রামকৃষ্ণ শিশুমঙ্গল, আয়ুর্বেদ হাসপাতাল, ইসলামিয়া হাসপাতাল, শ্যামদাস আয়ুর্বেদ হাসপাতাল, এম, এন, চ্যাটার্জি হাসপাতাল, এস.এস.কে.এম. হাসপাতাল, এম.আর. বাঙ্গুর হাসপাতাল, বি.সি. রায় মেমােরিয়াল শিশু হাসপাতাল ও যাদবপুর কে. এস. রায় হাসপাতাল।



⚫কোথায় কোথায় চিকিৎসাবিদ্যা শিক্ষা দেওয়া হয়?

উত্তরঃ   মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেঠ শুকলাল কায়নানি হাসপাতাল, নীলরতন সরকার হাসপাতাল, আর. জি. কর. হাসপাতাল এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ইত্যাদি কলেজগুলােতে চিকিৎসাবিদ্যা শিক্ষা দেওয়া হয়।



⚫রাইটার্স বিল্ডিংসে তৈরি হয় কবে?

উত্তরঃ   ১৭৮০ খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং তৈরি হয়।



⚫ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ কবে শুরু হয়, কবে শেষ হয়?

উত্তরঃ   ফোর্ট উইলিয়াম দুর্গের কাজ আরম্ভ হয় ১৮৫৮ খ্রিস্টাব্দে এবং শেষ হয় ১৮৭৩ খ্রিস্টাব্দে।



⚫কলকাতা হাইকোর্ট কবে ও কোথায় স্থাপিত হয়েছিল? বর্তমান হাইকোর্ট কবে স্থাপিত হয়?

উত্তরঃ   কলকাতা হাইকোর্ট প্রথমে ১৭৭২ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। তখন হাইকোর্টের বাড়ি ছিল না। কোর্ট বসত টাউন হলে। তখন এই কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট ছিল। বর্তমান হাইকোর্ট ১৮৭২ খ্রিস্টাব্দে রাজভবনের পশ্চিমদিকে স্থাপিত হয়।



⚫রাজভবন তৈরি হয় গর নকশা অনুসারে? কাবে শুরু হয় এবং কবে শেষ হয় ?

উত্তরঃ   ক্যাপ্টেন ওয়াটসের নক্সা অনুসারে রাজভবন তৈরি শুরু হয় ১৭৯১ খ্রিস্টাব্দে এবং শেষ হয় ১৮০৩ খ্রিস্টাব্দে।



⚫ কলকাতার সবচেয়ে বড়ো স্টেডিয়াম কোনটি?

উত্তরঃ   কলকাতার সবচেয়ে বড় স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গন, দর্শকাসন ১ লাখ ২০ হাজার।



⚫কলকাতায় সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রধান প্রধান প্রেক্ষাগৃহ কোনগুলি?

উত্তরঃ   রবীন্দ্রসদন, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, নজরুল মঞ্চ, পশ্চিমবঙ্গ তথ্যকেন্দ্র, মহাজাতি সদন, পশ্চিমবঙ্গ যুবকেন্দ্র, স্টুডেন্টস হল, নেতাজি ইনডাের স্টেডিয়াম, ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন হল প্রভৃতি কলকাতায় সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রধান প্রধান প্রেক্ষাগৃহ।



⚫বি. বা. দী বাগ কথাটির তাৎপর্য কি?

উত্তরঃ   বি. বা. দী. হল বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত এই তিন স্বাধীনতা সংগ্রামীর নামের আদ্যক্ষর। তাঁরা ডালহাউসি স্কোয়ারেই আত্মােৎসর্গ করেন। তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কলকাতার ডালহৌসি স্কোয়ারের নামকরণ হয়েছে বি. বা. দী. বাগ।



⚫নন্দন কি?

উত্তরঃ   পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চলচ্চিত্র নির্মাণ, গবেষণা এবং চলচ্চিত্র প্রদর্শনের উদ্দেশ্যে নির্মিত এক সভাগৃহ।



⚫কলকাতার পাতাল রেলের শিলান্যাস কে করেছিলেন এবং কবে?

উত্তরঃ   ১৯৭২ সালে নভেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধি কলকাতার পাতাল রেলের শিলান্যাস করেছিলেন।



⚫ভারতে প্রথম মেট্রো রেল কোথায় ও কবে চালু হয় ?

উত্তরঃ   ভারতে পাতাল রেলের কাজ প্রথম শুরু হয় কলকাতায় ১৯৮৪ সালের ২৪শে অক্টোবর শুরু হয়ে চলে এসপ্লানেড থেকে ভবানীপুর। দ্বিতীয় দফায় দমদম থেকে বেলগাছিয়া পর্যন্ত। বর্তমানে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত এই ট্রেন চলাচল করে।



⚫মেট্রো রেলপথের দৈর্ঘ্য কত এবং কোন্ স্থান থেকে কোন্ স্থান পর্যন্ত বিস্তৃত?

উত্তরঃ   মেট্রো রেলপথের দৈর্ঘ্য হল ১৬.৩৪ কি.মি.। দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত বিস্তৃত।

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section