PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

Current affairs 12th May 2021

Current affairs Bangla 12th May 2021
প্রতি মাসে আমাদের ওয়েবসাইটে সম্প্রতি ঘটনা, প্রশ্ন উত্তর এবং কুইজ প্রকাশ করা হয়, তেমনি এখানে ২০ টি সম্প্রতিক ঘটনা প্রশ্ন উত্তর দেওয়া হলো।


১. থিসারা পেরেরা ক্রিকেটার সম্প্রতি অবসরের ঘোষণা করলেন তিনি কোন দেশের খেলোয়াড়?

     (ক) জিম্বাবুয়ে



উঃ (ঘ)
ব্যাখ্যাঃ শ্রীলংকার অলরাউন্ডার ও প্রাক্তন অধিনায়ক থিসারা পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।

 


২. তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কোন দল জয়ী হলো?





উঃ (খ)
ব্যাখ্যাঃ তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২১ সালে ডিএমকে দল বিজয়ী হয় তারা ২৩৪ আসনের মধ্যে ১২৫ টি সিট পায়।

 


৩. নাইট্রোজেন প্লান কে অক্সিজেন উৎপাদক হিসেবে পরিবর্তন করল কোন আইআইটি?





উঃ (ক)
ব্যাখ্যাঃ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বাই পুরনো নাইট্রোজেন প্লান্টকে মডিফাই করে অক্সিজেন উৎপাদক হিসাবে পরিণত করার উপায় উদ্ভাবন করল।

 


৪. সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া নতুন ভ্যাকসিনের দাম কত রাখা হয়েছে?





উঃ (ক)
ব্যাখ্যাঃ দি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া রাজ্য সরকারের জন্য কোভিডশিল্ড ভ্যাকসিন ৪০০ টাকা দাম রাখা হয়েছিল বর্তমানে কমিয়ে ৩০০ টাকা রাখা হয়েছে।


 

৫. "হয়ারঅ্যাবাউট" বইটির লেখক কে?





উঃ (ক)
ব্যাখ্যা বিখ্যাত আমেরিকান লেখক ঝুম্পা লাহিরি "Whereabouts" নামে একটি নতুন উপন্যাস প্রকাশ করলেন।


 

৬. চীনের প্রথম মঙ্গল গ্রহ অভিযান রোভারের নাম কি?





উঃ (ক) 
ব্যাখ্যাঃ চীন সরকার তাদের মঙ্গল গ্রহ অভিযানে তাদের "Mars Rover" এর নাম রাখা হয়েছে ঝুরং। ঝুরং হল প্রাচীন চিনের অগ্নি দেবতা।

 


৭. ৯৩ তম একাডেমি পুরস্কার বা ২০২১ অস্কার পুরস্কার এর শ্রেষ্ঠ সিনেমা নির্বাচিত হল কোনটি?





উঃ (খ)
ব্যাখ্যাঃ "নোম্যাডল্যান্ড" সিনেমাটির ৯২ তম একাডেমি পুরস্কার বা ২০২১ অস্কার পুরস্কার এর শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হল।


 

৮. আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬০০০ রান করার রেকর্ড করলেন কে?





উঃ (খ)
ব্যাখ্যাঃ আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রান করার রেকর্ড করলেন বিরাট কোহলি। তিনি রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলের অধিনায়ক।

 


৯. সম্প্রতি মারা গেলেন শঙ্খ ঘোষ তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন?





উঃ (খ)
ব্যাখ্যাঃ বিখ্যাত বাংলা কবি শঙ্খ ঘোষ সম্প্রতি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

 


১০. শিশু বই "দি ক্রিস্টমাস পিগ" বইটির লেখক কে?





উঃ (ঘ)
ব্যাখ্যাঃ বিখ্যাত হ্যারি পটার এর লেখক জে কে রাউলিং "The Christmas Pig" নামের বইটি প্রকাশের জন্য প্রস্তুত।

 


১১. মস্কো ইন্টারন্যাশনাল ফিলম ফেস্টিভাল ২০২১ শ্রেষ্ঠ বিদেশী ভাষার ফিচার ফিল্ম নির্বাচিত হল কোনটি?





উঃ (ক)
ব্যাখ্যাঃ মস্কো ইন্টারন্যাশনাল ফিলম ফেস্টিভাল ২০২১ এ best foreign language feature film নির্বাচিত হল মারাঠি ভাষা সিনেমা Puglya।

 


১২. কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরি মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন?





উঃ (ক)
ব্যাখ্যাঃ অল ইন্ডিয়া এন. আর. কংগ্রেসের প্রতিষ্ঠাতা এন রংগোস্বামী সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরির মুখ্যমন্ত্রীর নিযুক্ত হলেন।

 


১৩. ১১ তম দাদাসাহেব ফালকে ইন্টার্নেশনাল ফিলম ফেস্টিভাল ২০২১ শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়েছে কোনটি?





উঃ (ক)
ব্যাখ্যাঃ সাগর বাল্লারে পরিচালিত "Jungle Cry" সিনেমাটি দাদাসাহেব ফালকে ইন্টার্নেশনাল ফ্লিম ফেস্টিভাল ২০২১ শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়েছে।

 


১৪. কোন রাজ্যে প্রথম ইলেকট্রিক ট্রাক্টর পরীক্ষিত হলো?





উঃ ‌(ক)
ব্যাখ্যাঃ মধ্যপ্রদেশের বুদনিতে অবস্থিত 'Central farm machinery training and testing institute' এ দেশের মধ্যে প্রথম ইলেকট্রিক ট্রাক্টর টেস্ট সম্পন্ন করল।

 


১৫. হিমাচল প্রদেশ ঘোষণা করেছে "হর ঘর জল" প্রকল্পে প্রত্যেক বাড়ি জল পৌঁছে দেয়ার অঙ্গীকার করেছে কত সালের মধ্যে?





উঃ (ক)
ব্যাখ্যাঃ হিমাচল প্রদেশ "হর ঘর জল" প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেওয়ার ঘোষণা করেছে ২০২২ সালের জুলাই মাসের মধ্যে।



১৬. জাপানের তৃতীয় সর্বোচ্চ পুরস্কার অর্ডার অফ দ্য রাইজিং সান পুরস্কার কে পেলেন?

     (ক) অচান্তা কামাল



উঃ (গ)
ব্যাখ্যাঃ বেঙ্গালুরু জন্ম জাপানি শিক্ষক স্যামালা গনেশকে জাপান সরকার 'Order of Rising Sun' পুরস্কারে ভূষিত করল।



১৭. আইসিসি পুরুষ ওডিআই ক্রিকেটে বিরাট কোহলি কে সরিয়ে কে প্রথম স্থান অধিকার করল?





উঃ (খ)
ব্যাখ্যাঃ পাকিস্তানের ক্রিকেট প্লেয়ার বাবর আজম আইসিসি ওডিআই নাম্বার অবস্থানে এলো ভারতের অধিনায়ক বিরাট কোহলি কে সরিয়ে।



১৮. এশিয়ান মহিলা রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২১-এ ভারত কতগুলো পদক পেয়েছে?





উঃ (খ)
ব্যাখ্যাঃ এশিয়ান মহিলা রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২১ এ ভারত মোট সাতটি পদক অর্জন করেছে।



১৯. বাফটা পুরস্কার ২০২১ শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হল কোনটি?





উঃ (খ)
ব্যাখ্যাঃ ৭৪ তম ব্রিটিশ একাডেমি ফ্লিম পুরস্কার ২০২১ ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো লন্ডনে, শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হলো নোম্যাডল্যান্ড।



২০. কোন রাশিয়ান ভ্যাকসিন কে ভারত সরকার জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিল?




উঃ (ঘ)
ব্যাখ্যাঃ কেন্দ্র ড্রাগ রেগুলেটর, DCGA রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি কে জরুরী ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিল।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section