Current affairs 13th April 2021 |
---|
প্রতি মাসে আমাদের ওয়েবসাইটে সম্প্রতি ঘটনা, প্রশ্ন উত্তর এবং কুইজ প্রকাশ করা হয়, তেমনি এখানে ১৫ টি সম্প্রতিক ঘটনা প্রশ্ন উত্তর দেওয়া হলো। |
১. কোন রাজ্য সরকার সাংবাদিকদের কোভিদ নাইনটিন ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করল?
ব্যাখ্যা:- উত্তরাখন্ড রাজ্য সরকার সাংবাদিকদের frontline workers হিসেবে ঘোষণা করে সকল বয়সের সাংবাদিকদের কোভিড 19 ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করল।
২. বিশ্ব ভূষণ হরিচন্দন সম্প্রতি কলিঙ্গ রত্ন পুরস্কার পেলেন তিনি কোন রাজ্যের রাজ্যপাল?
ব্যাখ্যা:- অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্ব ভূষণ হরিচন্দন কলিঙ্গ পুরস্কার 2021 সম্মানে ভূষিত হলেন।
৩. মনোহর পরিকর ব্রিলিয়ান্ট মাইন্ড সিম্পল লাইফ বইটির লেখক কে?
ব্যাখ্যা:- সম্প্রতি প্রকাশিত হলো Manohar parrikar brilliant mind simple life বইটি লিখেছেন নীতিন গোখলে।
৪. দেশের কোন রেলওয়ে বিভাগ প্রথম সম্পুর্ন বিদ্যুতিক রেলওয় জনে পরিণত হল?
ব্যাখ্যা:- ভারতীয় রেলওয়ে সম্প্রতি ঘোষণা করল রেলওয়ে পশ্চিম মধ্য বিভাগ সম্পূর্ণ বিদ্যুৎ নির্ভর পদে পরিণত হল।
৫. ভারতের কোন রাজ্যে প্রথম প্রত্যেকের জন্য স্বাস্থ্যসুরক্ষা চালু হয়েছে?
ব্যাখ্যা:- রাজস্থান প্রথম রাজ্য যেখানে প্রত্যেকের জন্য হেলথ ইন্সুরেন্স চালু হয়েছে।
৬. কোন রাজ্যে ও 2021 সাল কে শিক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করল?
ব্যাখ্যা:- অরুণাচল প্রদেশ সরকার 2021 সাল কে yaar of education ঘোষণা করে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করল।
৭. নতুন উদ্বোধন হাওয়া মৈত্রী সেতু ব্রিজ কোন নদীর উপর গড়ে উঠেছে?
ব্যাখ্যা:- মৈত্রী সেতু ব্রিজ ফেনী নদীর উপর গড়ে উঠেছে যেটি ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপন হয়েছে।
৮. কোন দেশ মহাকাশে সৈন্যাভাস শুরু করলো?
ব্যাখ্যা:- ফ্রান্স তাদের military exercise মহাকাশে শুরু করলো, উপগ্রহ প্রতিরক্ষা সরঞ্জাম কে আক্রমণের হাত থেকে বাঁচানোর সক্ষমতা পরীক্ষা করার জন্য।
৯. খাদ্য ও সরবরাহ দপ্তর মেরা রেশন মোবাইল অ্যাপস চালু করলো কোন স্কিম?
ব্যাখ্যা:- "One Nation One Ration Card" ONORC স্কিমের অঙ্গ হিসাবে খাদ্য ও সরবরাহ দপ্তর মেরা রেশন মোবাইল অ্যাপ চালু করল।
১০. ২০২১ গ্র্যামি পুরস্কার এর বর্ষসেরা অ্যালবাম নির্বাচিত হল কোনটি?
ব্যাখ্যা:- টেইলর সুইফটডস-এর গাওয়া "Folklore" অ্যালবামটি 2021 গ্র্যামি পুরস্কার অ্যালবাম অফ দ্য ইয়ার' নির্বাচিত হল।
১১. ভারতের কোন রাজ্যে প্রথম সৌর শক্তির সম্বলিত দুটি শহরে স্থাপিত হলো?
ব্যাখ্যা:- বিহার ভারতের প্রথম রাজ্য যেখানে দুটি গ্রীন এনের্জি যুক্ত শহর গড়ে উঠেছে।
১২. ২০২১ ফোবস্ বাৎসরিক বিশ্ব বিলিয়নিয়ার লিস্টে প্রথম স্থানে কে আছেন?
ব্যাখ্যা:- আমাজন ডট কমের প্রতিষ্ঠাতা জেফ বোজোস 2021 ফোবস্ বাৎসরিক বিশ্ব বিলিয়নিয়ার লিস্টে চতুর্থবারের জন্য প্রথম স্থানে রয়েছেন।
১৩. ২০২১ ফোবস্ বাৎসরিক বিশ্ব বিলিয়নিয়ার লিস্টে ভারতের মুকেশ আম্বানি কত নম্বর স্থানে আছেন?
ব্যাখ্যা:- ভারতের ধনকুবের মুকেশ আম্বানি বিশ্বের দশম স্থানে আছেন তার মোট সম্পত্তির মূল্য ৮৪.৫ বিলিয়ন মার্কিন ডলার।
১৪. বিশ্বের কোন দেশ প্রথম ব্যথানাশক ঔষধ কেটোপ্রোফেন নিষিদ্ধ করল?
ব্যাখ্যা:- বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্যথানাশক ঔষধ কেটোপ্রোফেন সম্পূর্ণ নিষিদ্ধ করলো।
১৫. পোশাক বিপণনের সংস্থা "লেভি" তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করল?
ব্যাখ্যা:- বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে "লেভি" তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করলেন।