PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

রেচন এবং ক্ষরণের মধ্যে পার্থক্য

প্রশ্নঃ প্রাণীর রেচন এবং ক্ষরণের মধ্যে যে সব পার্থক্যগুলি দেখা যায় তাদের আলােচনা কর।

 

উত্তরঃ প্রাণীর রেচন এবং ক্ষরণের মধ্যে পার্থক্যঃ
রেচন ক্ষরণ
1. দেহের বিপাক ক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থেরবহিষ্করণকে রেচন বলে। 1. দেহে অবস্থিত বিভিন্ন গ্রন্থি থেকে রসের নিঃসরণকে ক্ষরণ বলে।
2. রেচনজাত পদার্থগুলি বর্জ্য পদার্থ। 2. ক্ষরণজাত পদার্থ সাধারণত প্রয়ােজনীয় পদার্থ।
3. রেচন পদার্থ– ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যামােনিয়াপ্রভৃতি। 3. ক্ষরণজাত পদার্থ— হরমােন, উৎসেচক প্রভৃতি।

 

 

 

প্রশ্নঃ রেচন এবং বহিষ্করণ (বর্জন) এর পার্থক্য লেখ।

 

উত্তরঃ রেচন এবং বহিষ্করণের মধ্যে পার্থক্যঃ
রেচন ক্রিয়া ( Excretion) বহিষ্করণ বা বর্জন ক্রিয়া (Egestion)
1. বিপাকীয় কাজের ফলে উৎপন্ন সব বর্জ্য পদার্থ যে প্রক্রিয়ায় দেহ থেকে বের হয় তাকে রেচন বলে। 1. পরিপাক কাজের পরে যে সব অপাচ্য অংশ উৎপন্ন হয় তার নির্গমন প্রক্রিয়াকে বহিষ্করণ বলে।
2. এককোষী প্রাণী সংকোচনশীল গহ্বর, হাইড্রা দেহত্বক এবং অন্য প্রাণীরা তাদের নির্দিষ্ট রেচন অঙ্গের মাধ্যমে রেচন ক্রিয়া সম্পন্ন করে। 2. এককোষী প্রাণী রেচন গহ্বর, হাইড্রা মুখছিদ্র এবং পৌষ্টিকনালী বিশিষ্ট প্রাণীরা পায়ুর ছিদ্রের মাধ্যমে এই কাজ সম্পন্ন করে।

 

 



প্রশ্নঃ উদ্ভিদ ও প্রাণীর রেচনের পার্থক্য দেখাও।

 

উত্তরঃ উদ্ভিদ ও প্রাণীর রেচন পদার্থের মধ্যে পার্থক্য
উদ্ভিদের রেচন পদার্থ প্রাণীর রেচন পদার্থ
1. রেচন পদার্থ ত্যাগ করার কোন নির্দিষ্ট অঙ্গ নেই। 1. রেচন পদার্থ ত্যাগ করার নির্দিষ্ট অঙ্গ থাকে।
2. রেচন প্রক্রিয়া সরল। 2. রেচন প্রক্রিয়া জটিল।
3. কোন কোন রেচন বস্তু উপচিতিমূলক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। 3. প্রাণীর এই ধরনের কোন ক্ষমতা নেই।
4. রেচন পদার্থের অপসারণ না ঘটলে দেহে বিষক্রিয়া ঘটে না। 4. রেচন বস্তুর অপসারণ না ঘটলে দেহে বিষক্রিয়া দেখা দেয়।
5. উদ্ভিদে বিপাক ক্রিয়ার হার কম বলে রেচন পদার্থ কম উৎপন্ন হয়। 5. প্রাণীদেহে বিপাক ক্রিয়ার হার বেশি বলে রেচন পদার্থ অনেক বেশি তৈরি হয়।
6. রেচন পদার্থগুলি কেলাসরূপে উদ্ভিদের বিভিন্নঅঙ্গে জমা হয়। আবার তরুক্ষীর, গঁদ ও রজন-রূপেনিঃসৃত বা জমা হয়। 6. রেচন পদার্থ এইভাবে কখনাে জমে না। তবে কয়েকটি সন্ধিপদী ও সরীসৃপ প্রাণী রেচন পদার্থ ত্যাগ করার আগে কিছু পরিমাণ সাময়িক ভাবে জমা রাখে।
7. বিপাক ক্রিয়ায় প্রােটিন কম ব্যবহৃত হয় বলে রেচন পদার্থ কম তৈরি হয়। 7. বিপাক ক্রিয়ায় প্রােটিন বেশি ব্যবহৃত হয় বলে রেচন পদার্থ যথেষ্ট পরিমাণে তৈরি হয়।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section