প্রশ্নঃ প্রাণীর রেচন এবং ক্ষরণের মধ্যে যে সব পার্থক্যগুলি দেখা যায় তাদের আলােচনা কর।
রেচন | ক্ষরণ |
1. দেহের বিপাক ক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থেরবহিষ্করণকে রেচন বলে। | 1. দেহে অবস্থিত বিভিন্ন গ্রন্থি থেকে রসের নিঃসরণকে ক্ষরণ বলে। |
2. রেচনজাত পদার্থগুলি বর্জ্য পদার্থ। | 2. ক্ষরণজাত পদার্থ সাধারণত প্রয়ােজনীয় পদার্থ। |
3. রেচন পদার্থ– ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যামােনিয়াপ্রভৃতি। | 3. ক্ষরণজাত পদার্থ— হরমােন, উৎসেচক প্রভৃতি। |
প্রশ্নঃ রেচন এবং বহিষ্করণ (বর্জন) এর পার্থক্য লেখ।
রেচন ক্রিয়া ( Excretion) | বহিষ্করণ বা বর্জন ক্রিয়া (Egestion) |
1. বিপাকীয় কাজের ফলে উৎপন্ন সব বর্জ্য পদার্থ যে প্রক্রিয়ায় দেহ থেকে বের হয় তাকে রেচন বলে। | 1. পরিপাক কাজের পরে যে সব অপাচ্য অংশ উৎপন্ন হয় তার নির্গমন প্রক্রিয়াকে বহিষ্করণ বলে। |
2. এককোষী প্রাণী সংকোচনশীল গহ্বর, হাইড্রা দেহত্বক এবং অন্য প্রাণীরা তাদের নির্দিষ্ট রেচন অঙ্গের মাধ্যমে রেচন ক্রিয়া সম্পন্ন করে। | 2. এককোষী প্রাণী রেচন গহ্বর, হাইড্রা মুখছিদ্র এবং পৌষ্টিকনালী বিশিষ্ট প্রাণীরা পায়ুর ছিদ্রের মাধ্যমে এই কাজ সম্পন্ন করে। |
প্রশ্নঃ উদ্ভিদ ও প্রাণীর রেচনের পার্থক্য দেখাও।
উদ্ভিদের রেচন পদার্থ | প্রাণীর রেচন পদার্থ |
1. রেচন পদার্থ ত্যাগ করার কোন নির্দিষ্ট অঙ্গ নেই। | 1. রেচন পদার্থ ত্যাগ করার নির্দিষ্ট অঙ্গ থাকে। |
2. রেচন প্রক্রিয়া সরল। | 2. রেচন প্রক্রিয়া জটিল। |
3. কোন কোন রেচন বস্তু উপচিতিমূলক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। | 3. প্রাণীর এই ধরনের কোন ক্ষমতা নেই। |
4. রেচন পদার্থের অপসারণ না ঘটলে দেহে বিষক্রিয়া ঘটে না। | 4. রেচন বস্তুর অপসারণ না ঘটলে দেহে বিষক্রিয়া দেখা দেয়। |
5. উদ্ভিদে বিপাক ক্রিয়ার হার কম বলে রেচন পদার্থ কম উৎপন্ন হয়। | 5. প্রাণীদেহে বিপাক ক্রিয়ার হার বেশি বলে রেচন পদার্থ অনেক বেশি তৈরি হয়। |
6. রেচন পদার্থগুলি কেলাসরূপে উদ্ভিদের বিভিন্নঅঙ্গে জমা হয়। আবার তরুক্ষীর, গঁদ ও রজন-রূপেনিঃসৃত বা জমা হয়। | 6. রেচন পদার্থ এইভাবে কখনাে জমে না। তবে কয়েকটি সন্ধিপদী ও সরীসৃপ প্রাণী রেচন পদার্থ ত্যাগ করার আগে কিছু পরিমাণ সাময়িক ভাবে জমা রাখে। |
7. বিপাক ক্রিয়ায় প্রােটিন কম ব্যবহৃত হয় বলে রেচন পদার্থ কম তৈরি হয়। | 7. বিপাক ক্রিয়ায় প্রােটিন বেশি ব্যবহৃত হয় বলে রেচন পদার্থ যথেষ্ট পরিমাণে তৈরি হয়। |
very useful.
উত্তরমুছুন