PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

ANM ও GNM ভর্তি

ANM ও GNM এ ভর্তির প্রবেশিকা পরীক্ষা ২০২১

 

সমস্ত যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ANM ( Auxiliary Nursing Midwifery ও GNM (General Nursing and Midwifery ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য পশ্চিমবঙ্গ জয়েন এন্ট্রান্স বোর্ড কমন এলিজিবিলিটি টেস্ট এর আয়োজন করেছে।

anm-o-gnm-vorti-parikha

গুরুত্বপূর্ণ তারিখ
বিষয় তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ ২৫ শে মার্চ ২০২১
অনলাইনে আবেদন শুরু ৩১ শে মার্চ ২০২১
আবেদনের শেষ তারিখ ২৭ শে এপ্রিল ২০২১
অ্যাডমিট কার্ড ডাউনলোড ১৬ ই আগস্ট ২০২১
এন্ট্রান্স পরীক্ষায় ২২ শে আগস্ট ২০২১

 

অনলাইন আবেদন করার সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে।

 

  • এন্ট্রান্স পরীক্ষার জন্য আবেদন করতে হবে অনলাইনে
  • www.wbjeeb.nic.in ওয়েবসাইটে নির্দিষ্ট লিংকে গিয়ে আবেদন করতে হবে।
  • প্রত্যেকের একটি মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে।
  • পরীক্ষার ফি অনলাইনে দিতে হবে জেনারেল হলে 300 টাকা SC, ST, OBC হলে 200 টাকা।
  • কমন এলিজিবিলিটি টেস্ট এর জন্য কোন শিক্ষিত বোর্ড থেকে টেন প্লাস টু পাস হতে হবে।
  • ৩১/১২/২০২১ হিসাবে কমপক্ষে 17 বছর ও সর্বোচ্চ 35 বছর
  • পুরুষ হলে শুধুমাত্র জি.এন.এম. কোর্স এর ক্ষেত্রে যোগ্য মহিলা প্রার্থীরা এ.এন.এম. ও জি.এন.এম. উভয় কোর্সে যোগ্য।
    তৃতীয় লিঙ্গ হলে কোনো সুযোগ নেই
  • ভারত সরকারের যে কোন একটি বৈধ আইডেন্টি কার্ড থাকতে হবে।
  • অনলাইনে আবেদন করার সময় একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটি কমপক্ষে ৮ ও সর্বোচ্চ ১৩ অক্ষরের হতে হবে এছাড়া অন্ততপক্ষে একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর একটি নম্বর ও একটি স্পেশাল ক্যারেক্টার হতে হবে ।
  • পাসওয়ার্ড ছাড়া ও সিকিউরিটি প্রশ্ন ও সিকিউরিটি পিন সেট করতে হবে ।
  • ভারতীয় নাগরিক হতে হবে তাছাড়া পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা কমপক্ষে পাঁচ বছর পশ্চিমবঙ্গে বসবাস করে থাকতে হবে
    অন্য রাজ্যের বাসিন্দা হলে আবেদন করতে পারবেন 

 

ফটোগ্রাফ ও সই আপলোডঃ

প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সম্প্রতি তোলা রঙিন ফটোগ্রাফ ও সই ওয়েবসাইটে আপলোড করতে হবে।

ফটোগ্রাফ
ফরমাট JPG, JPEG,
সাইজ 10kb - 200kb
ব্যাকরাউন্ড সাদা অথবা হালকা রং

 

সই (Signature)
ফরমাট JPG, JPEG,
সাইজ 4kb - 30kb

 

 

পরীক্ষা দিতে যাওয়ার সময় যে সমস্ত বিষয়গুলি খেয়াল রাখতে হবে

 

✓পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে অন্তত 30 মিনিট আগে পৌঁছাতে হবে।

✓পরীক্ষার্থীর সঙ্গে নিয়ে যাবেন এডমিট কার্ডের প্রিন্ট কপি ।

✓আবেদন করার সময় যে ফটোগ্রাফ আপলোড করেছিলেন তার এক কপি সঙ্গে নেবেন।

✓যেকোনো একটি বৈধ প্রমাণপত্র।

✓OMR এ সঠিক বুকলেট নাম্বার রোল নাম্বার লিখতে হবে OMR এ ভুল লিখে ফেললে পরীক্ষককে বলতে হবে সঠিক নম্বর লিখে দিতে।

✓covid-19 প্রটোকল মেনে চলতে হবে।

✓প্রশ্নপত্র পরীক্ষার্থীর সঙ্গে নিতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section