PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

সাব-ইন্সপেক্টর ফুড ও সাপ্লাই, নতুন মেরিট লিস্ট

পাবলিক সার্ভিস কমিশন, সাব-ইন্সপেক্টর ফুড ও সাপ্লাই, গ্রেড III পদের নতুন মেরিট লিস্ট প্রকাশিত হল।

বিজ্ঞপ্তি নং- ২৬/২০১৮

পাবলিক সার্ভিস কমিশন, সাব-ইন্সপেক্টর ফুড ও সাপ্লাই, গ্রেড III পদের নতুন মেরিট লিস্ট প্রকাশিত হল।

সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, সাব-ইন্সপেক্টর ফুড ও সাপ্লাই, গ্রেড III পদের নতুন মেরিট লিস্ট প্রকাশিত হল। এই পদে লোক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০১৮ সালে। পরিক্ষা নেওয়া হয় ২০১৯ সালের জানুয়ারি মাসে এবং ফল প্রকাশিত হয় ২০২০ সালের আগস্ট মাসে। লিখিত পরীক্ষায় যারা সফল হয়েছে তাদের ইন্টারভিউ হয় ২০২০ সালের ১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-এর মোট নম্বর যোগ করে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল ৩১ শে ডিসেম্বর। মেরিট লিস্টে ইন্টারভিউর নম্বর উল্লেখ না থাকায় মামলা দায়ের হয় উচ্চ আদালতে। আদালতের রায় অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশিত হয় সম্প্রতি।

এই পদে আবেদনের জন্য যোগ্যতা চাওয়া হয়েছিল মাধ্যমিক পাশ।
বেতনক্রম (পে-ব্যান্ড ২) ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা, গ্রেড পে ২,৬০০ টাকা, এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা।

 

সাব-ইন্সপেক্টর ফুড ও সাপ্লাই, গ্রেড III পদে মেরিট লিস্টে কাট-অফ-মার্ক

ক্যাটাগরি নম্বর
জেনারেল  ৯১.১৬৭১
এস.সি. ৮৮.৬৬৭১
এস.টি. ৭৮.৮৩৩৯
ও.বি.সি-এ ৮৮.৬৬৭১
ও.বি.সি-বি ৮৯.১৬৭০
এক্স-সার্ভিস ৬২.৬৬৬৯
এক্স-সার্ভিস (এস.সি.) ৫৫.০০০৬

 


 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section