দিল্লির প্রথম সুলতান ছিলো কুতুবউদ্দিন আইবক।
দিল্লির শেষ সুলতান ছিলো ইব্রাহিম লোদি।
সুলতানি শাসন চলেছিল ১২০৬ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দে পর্যন্ত।
মোহাম্মদ ঘুরী মারা গেলে দিল্লির ও লাহোরে তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবক স্বাধীন শাসন শুরু করেন। দিল্লিকে কেন্দ্র করে গড়ে ওঠা মুসলিম শাসন "দিল্লি সুলতানি শাসন" নামে পরিচিত। শাসকদের জাতিগত প্রধান্যের ভিত্তিতে এটিকে 'তুর্কো-আফগান" শাসনও বলা হয়।
সুলতানের নাম | শাসনকাল |
১. কুতুবুদ্দিন আইবক | ১২০৬ - ১২১০ খ্রিস্টাব্দ |
২. আরাম শাহ | ১২১০ - ১২১১ খ্রিস্টাব্দ |
৩. ইলতুৎমিস | ১২১১ - ১২৩৬ খ্রিস্টাব্দ |
৪. রুকন উদ্দিন ফিরোজ | ১২৩৬ খ্রিস্টাব্দ |
৫. সুলতান রাজিয়া | ১২৩৬ - ১২৪০ খ্রিস্টাব্দ |
৬. নাসিরুদ্দিন মামুদ | ১২৪০ - ১২৪২ খ্রিস্টাব্দ |
৭. আলাউদ্দিন মামুদ শাহ | ১২৪২ - ১২৪৬ খ্রিস্টাব্দ |
৮. সুইজউদ্দিন বহরাম শাহ | ১২৪৬ - ১২৬৫ খ্রিস্টাব্দ |
৯. গিয়াসউদ্দিন বলবন | ১২৬৫ - ১২৮৭ খ্রিস্টাব্দ |
১০. কায়কোবাদ | ১২৮৭ - ১২৮৯ খ্রিস্টাব্দ |
১১. কায়ুমর্স | ১২৮৯ - ১২৯০ খ্রিস্টাব্দ |
সুলতানের নাম | শাসনকাল |
১২. জালালউদ্দিন ফিরোজ খলজি | ১২৯০ - ১২৯৬ খ্রিস্টাব্দ |
১৩. রুকন উদ্দিন ইব্রাহিম | ১২৯৬ খ্রিস্টাব্দ |
১৪. আলাউদ্দিন খলজি | ১২৯৬ - ১৩১৬ খ্রিস্টাব্দ |
১৫. শিহাব উদ্দিন | ১৩১৬ খ্রিস্টাব্দ |
১৬. কুতুবুদ্দিন মুবারক শাহ | ১৩১৬ - ১৩২০ খ্রিস্টাব্দ |
সুলতানের নাম | শাসনকাল |
১৭. গিয়াসউদ্দিন তুঘলক | ১৩২০ - ১৩২৫ খ্রিস্টাব্দ |
১৮. মহম্মদ বিন তুঘলক | ১৩২৫ - ১৩৫১ খ্রিস্টাব্দ |
১৯. ফিরোজ শাহ তুঘলক | ১৩৫১ - ১৩৮৮ খ্রিস্টাব্দ |
২০. দ্বিতীয় গিয়াসউদ্দিন | ১৩৮৮ - ১৩৮৯ খ্রিস্টাব্দ |
২১. আবুবকর | ১৩৮৯ - ১৩৯০ খ্রিস্টাব্দ |
২২. নাসিরুদ্দিন মহম্মদ | ১৩৮৯ - ১৩৯৪ খ্রিস্টাব্দ |
২৩. আলাউদ্দিন সিকান্দার শাহ | ১৩৯৮ খ্রিস্টাব্দ |
২৪. নসরত শাহ | ১৩৯৫ - ১৩৯৮ খ্রিস্টাব্দ |
২৫. নাসিরুদ্দিন মামুদ শাহ | ১৩৯৮ - ১৪১২ খ্রিস্টাব্দ |
সুলতানের নাম | শাসনকাল |
২৬. খিজির খাঁ | ১৪১৪ - ১৪২১ খ্রিস্টাব্দ |
২৭. মুইজউদ্দিন মোবারক শাহ | ১৪২১ - ১৪৩৪ খ্রিস্টাব্দ |
২৮. মহম্মদ শাহ | ১৪৩৪ - ১৪৪৫ খ্রিস্টাব্দ |
২৯. আলাউদ্দিন আলম শাহ | ১৪৪৫ - ১৪৫১ খ্রিস্টাব্দ |
সুলতানের নাম | শাসনকাল |
৩০. বহলোল লোদি | ১৪৫১ - ১৪৮৯ খ্রিস্টাব্দ |
৩১. সিকান্দর লোদি | ১৪৮৯ - ১৫১৭ খ্রিস্টাব্দ |
৩২. ইব্রাহিম লোদি | ১৫১৭ - ১৫২৬ খ্রিস্টাব্দ |
দিল্লির সুলতানি শাসনকাল PDFসুলতানি শাসন ১২০৬ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দে পর্যন্ত pdf |
ডাউনলোড করুন(download) |