PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

দিল্লির সুলতানি শাসনকাল

 

দিল্লির প্রথম সুলতান ছিলো কুতুবউদ্দিন আইবক।

দিল্লির শেষ সুলতান ছিলো ইব্রাহিম লোদি।

সুলতানি শাসন চলেছিল ১২০৬ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দে পর্যন্ত।

মোহাম্মদ ঘুরী মারা গেলে দিল্লির ও লাহোরে তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবক স্বাধীন শাসন শুরু করেন। দিল্লিকে কেন্দ্র করে গড়ে ওঠা মুসলিম শাসন "দিল্লি সুলতানি শাসন" নামে পরিচিত। শাসকদের জাতিগত প্রধান্যের ভিত্তিতে এটিকে 'তুর্কো-আফগান" শাসনও বলা হয়।

দিল্লির শেষ সুলতান ছিলো ইব্রাহিম লোদি। সুলতানি শাসন চলেছিল ১২০৬ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দে পর্যন্ত।

দাস বংশ (১২০৬ - ১২৯০ খ্রিস্টাব্দ)
সুলতানের নাম শাসনকাল
১. কুতুবুদ্দিন আইবক ১২০৬ - ১২১০ খ্রিস্টাব্দ
২. আরাম শাহ ১২১০ - ১২১১ খ্রিস্টাব্দ
৩. ইলতুৎমিস ১২১১ - ১২৩৬ খ্রিস্টাব্দ
৪. রুকন উদ্দিন ফিরোজ ১২৩৬ খ্রিস্টাব্দ
৫. সুলতান রাজিয়া ১২৩৬ - ১২৪০ খ্রিস্টাব্দ
৬. নাসিরুদ্দিন মামুদ ১২৪০ - ১২৪২ খ্রিস্টাব্দ
৭. আলাউদ্দিন মামুদ শাহ ১২৪২ - ১২৪৬ খ্রিস্টাব্দ
৮. সুইজউদ্দিন বহরাম শাহ ১২৪৬ - ১২৬৫ খ্রিস্টাব্দ
৯. গিয়াসউদ্দিন বলবন ১২৬৫ - ১২৮৭ খ্রিস্টাব্দ
১০. কায়কোবাদ ১২৮৭ - ১২৮৯ খ্রিস্টাব্দ
১১. কায়ুমর্স ১২৮৯ - ১২৯০ খ্রিস্টাব্দ

 

 

খলজি বংশ (১২৯০ - ১৩২০ খ্রিস্টাব্দ)
সুলতানের নাম শাসনকাল
১২. জালালউদ্দিন ফিরোজ খলজি ১২৯০ - ১২৯৬ খ্রিস্টাব্দ
১৩. রুকন উদ্দিন ইব্রাহিম ১২৯৬ খ্রিস্টাব্দ
১৪. আলাউদ্দিন খলজি ১২৯৬ - ১৩১৬ খ্রিস্টাব্দ
১৫. শিহাব উদ্দিন ১৩১৬ খ্রিস্টাব্দ
১৬. কুতুবুদ্দিন মুবারক শাহ ১৩১৬ - ১৩২০ খ্রিস্টাব্দ

 

 

তুঘলক বংশ (১৩২০ - ১৪১২ খ্রিস্টাব্দ)
সুলতানের নাম  শাসনকাল
১৭. গিয়াসউদ্দিন তুঘলক ১৩২০ - ১৩২৫ খ্রিস্টাব্দ
১৮. মহম্মদ বিন তুঘলক ১৩২৫ - ১৩৫১ খ্রিস্টাব্দ
১৯. ফিরোজ শাহ তুঘলক ১৩৫১ - ১৩৮৮ খ্রিস্টাব্দ
২০. দ্বিতীয় গিয়াসউদ্দিন ১৩৮৮ - ১৩৮৯ খ্রিস্টাব্দ
২১. আবুবকর ১৩৮৯ - ১৩৯০ খ্রিস্টাব্দ
২২. নাসিরুদ্দিন মহম্মদ ১৩৮৯ - ১৩৯৪ খ্রিস্টাব্দ
২৩. আলাউদ্দিন সিকান্দার শাহ ১৩৯৮ খ্রিস্টাব্দ
২৪. নসরত শাহ ১৩৯৫ - ১৩৯৮ খ্রিস্টাব্দ
২৫. নাসিরুদ্দিন মামুদ শাহ ১৩৯৮ - ১৪১২ খ্রিস্টাব্দ

 

 

সৈয়দ বংশ (১৪১৪ - ১৪৫১ খ্রিস্টাব্দ)
সুলতানের নাম শাসনকাল
২৬. খিজির খাঁ ১৪১৪ - ১৪২১ খ্রিস্টাব্দ
২৭. মুইজউদ্দিন মোবারক শাহ ১৪২১ - ১৪৩৪ খ্রিস্টাব্দ
২৮. মহম্মদ শাহ ১৪৩৪ - ১৪৪৫ খ্রিস্টাব্দ
২৯. আলাউদ্দিন আলম শাহ ১৪৪৫ - ১৪৫১ খ্রিস্টাব্দ

 

 

লোদি বংশ (১৪৫১ - ১৫২৬ খ্রিস্টাব্দ)
সুলতানের নাম শাসনকাল
৩০. বহলোল লোদি ১৪৫১ - ১৪৮৯ খ্রিস্টাব্দ
৩১. সিকান্দর লোদি ১৪৮৯ - ১৫১৭ খ্রিস্টাব্দ
৩২. ইব্রাহিম লোদি ১৫১৭ - ১৫২৬ খ্রিস্টাব্দ

 


 

দিল্লির সুলতানি শাসনকাল PDF

সুলতানি শাসন  ১২০৬ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দে পর্যন্ত pdf

   ডাউনলোড করুন(download)

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section