মিসলেনিয়াস ফাইনাল পরীক্ষা 2021
মিসলেনিয়াস পরিক্ষা 2019, বিজ্ঞপ্তি নংঃ 13/2019
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শুন্যপদ পুরন চেয়ে 2019 সালে প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই মত পরীক্ষা হয়ে 2020 সালের শেষদিকে পিলমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়।
এরপর অবশেষে মিলেনিয়াস ফাইনাল পরীক্ষা 2019-এর পরিক্ষার দিন ঘোষণা হলো, 14ই ফেব্রুয়ারী 2021 রবিবার, কোলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র।
পিলমিনারি পরীক্ষায় যারা সফল হয়েছেন তারা ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, 5ই ফেব্রুয়ারী 2021 শুক্রবার।
প্রত্যেক পরিক্ষার্থীকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। কমিশনের অফিস থেকে কোনো ডুব্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা থাকবে না।
অ্যাডমিট কার্ড ডাউনলোড ও মিসলেনিয়াস ফাইনাল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে
https://wbpsc.gov.in