মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী ꫰
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় দেশের রাজনৈতিক দলমূহের ভূমিকা ও প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ন ꫰ বিশেষত উদিরনৈতিট রাজনৈতিক ব্যবস্থায় দেশের রাজনীতির সঙ্গে রাজনৈতিক দনসমূহের সম্পর্ক অঙ্গাঙ্গিক ꫰ মার্কিন যুক্তরাষ্ট্রের উদারনৈতিক রাজনীতিতেও এর ব্যতিক্রম ঘটেনি ꫰ মার্কিন গনতান্তিক শাসনব্যবস্থায় দেশের রাজনৈতিক দলগুলির ভূমিকা ও গুরুত্ব তাৎপর্যপূর্ন ꫰ তবে সংক্ষেপে এ কথা বলা যেতে পারে যে , মার্কিন রাজনৈতিক দলগুলির ভূমিকা মূলত নির্বাচনকেন্দ্রিক ꫰
(১) নির্বাচনমূলক কার্যকলাপঃ
মার্কিন রাজনৈতিক দলসমূহের কার্যকলাপ মূলত নির্বাচনমূলক ꫰ মার্কিন যূক্তরাষ্ট্রে চার বছর অন্তর রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি , দু বছর অন্তর মার্কিন প্রতিনিধি সভার সদস্য এবং সিনেটের এক - তৃতীয়াংশ সদস্য নির্বাচনের ব্যবস্থা করা হয় ꫰ অঙ্গরাজ্যের গভর্নরগনও নির্বাচিত হন ꫰ এই সমস্ত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ গ্রহনের মাধ্যমে সাফল্য অর্জন করে সরকারী ক্ষমতা দখল করাই হল রাজনৈতিক দলগুলির প্রধান কাজ ও মুখ্য লক্ষ্য ꫰ সাধারনতন্ত্রী ও গনতন্ত্রী উভয় দলই নির্বাচনী সাফল্যের স্বার্থে প্রার্থী মনোনময়,নির্বাচনী প্রচার ও আনুষঙ্গিক নির্বাচনমূলক কাযকর্মে আত্মনিয়োগ করে ꫰
(২) সমস্যা নির্বাচনঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের গনতন্ত্রী ওসাধারনতন্ত্রী দল দেশের বিভিন্ন ধরনের সমস্যাসমূহের মধ্যে গুরুত্বপূর্ন সমস্যাদি বাছাই করে এবং সেই সমস্ত সমস্যাদির সমাধানের পন্থা - পদ্ধতির ব্যাপারে জনসাধারনকে অবহিত করে এবং প্রয়োজনীয় প্রতিশ্রুতি দেয় ꫰ জনগন নির্বাচনের প্রাক্কালে এই বাছাই করা সমস্যাগুলি সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করার সুযোগ পায় ꫰ সমস্যা বাছাইও সমস্যাদির সমাধান সম্পর্কে দলীয় দৃষ্টিভঙ্গী ভোটদাতাদের প্রভাবিত করে ꫰
(৩)সরকার গঠনঃ
যে- কোন রাজনৈতিক দলের মত মার্কিন যুক্তরাষ্ট্রের দু,টি প্রধান রাজনৈতিক দলের ও মূল লক্ষ্য হল নির্বাচনের জয়লাভ করে সরকারি ক্ষমতা দক্ষল করা ꫰বিজয়ী দল সরকার গঠন করে এবং বিজিত দল বিরোধী দলের ভূমিকায় অবতীর্ন হয় ꫰ তবে মার্কিন যুক্ররাষ্ট্রের গনঈ৫৫সতন্ত্রী এবং সাধারনতন্ত্রী দলের মধ্যে মতাদর্শগত মৌলিক পার্থক্য নেই ꫰
(৪)সরকারের বিভাগসমূহের মধ্যে যোগাযোগ রক্ষাঃ
মার্কিন শাসনব্যবস্থা ক্ষমতা- স্বতন্ত্রীকরন নীতির উপর প্রতিষ্ঠিত ꫰ তাই এখানে শাসন - বিভাগ ও আইন বিভাগ বহুলাংশে বিচ্ছিন্ন ꫰মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল আইন ও শাসন বিভাগের মধ্যে বিচ্ছিন্নতা দূর করে উভয় বিভাগের মধ্যে সংযোগ সাধন করে ꫰ দল - ব্যবস্থা না থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি ও কংগ্রেসের মধ্যে সহযোগিতার পরিবর্তে সংঘর্ষ সৃষ্টি হত এবং প্রশাসনিক ক্ষেত্রে অচলাবস্থা দেখা দিত ꫰
(৫) জনমত গঠনঃ
জনমত গঠন যে - কোন দেশের রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ন কাজ ꫰ এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রর রাজনৈতিক দলগুলিও কোন ব্যতিক্রম নয় ꫰গনতন্ত্রী এবং সাধারনতন্ত্রী উভয় দলই নির্বাচনের প্রাক্কালে এবং কংগ্রেসের ভিতরে ও বাইরে বিভন্ন বিষয়ে জনমতকে নিজেদের অনুকূলে আনয়নের চেষ্ট্রে করে ꫰ উভয় দলই বেতার - চলচ্চিত্র - দূরদর্শন ,সংবাদপত্র,সভা- সমিতি, পুস্তক - পুস্তিকা প্রভৃতির মাধ্যমে জনমত গঠনের জন্য অবিরাম সক্রিয় ভূমিকা পালন করে ꫰
(৬) সরকার ও জনগনের মধ্যে সংযোগ সাধনঃ
মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলগুলি সরকার ও জনসাধারনের মধ্যে যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করে ꫰ জনগনের অভাব-অভিযোগ,দাবি দাওয়া, মনোভাব প্রভৃতি বিষয়ে দল সরকারকে অবহিত রাখে ꫰ আবার সরকারের গৃহীত ব্যবস্থাদি সম্পর্কেও জনগনকে ওয়াকিবহাল করে ꫰ বস্তত দলব্যবস্থা সরকার ওজনমতের মধ্যে সংযোগের সেতু রচনা করে ꫰ কংগ্রেসের সদস্যারা যে যার নির্বাচনী এলাকার অধিবাসীদের বিভিনন্ন সরকারি বিভাগ সম্পর্কিত অভিযোগের সমাধানে এবং জনগনকে সরকারী তথ্যাদি সরবরাহের ব্যাপারে সর্বাধিক সময় ব্যয় করে থাকেন ꫰আমলাতান্ত্রীক পর্যায়ে সমস্যাদি সমাধানের ক্ষেত্রে নাগরিকদের যাতে অকারনে হয়রান হতে না হয় সে ব্যাপারে মার্কিন কংগ্রেসের সদস্যারা সক্রিয় ভূমিকা গ্রহন করেন ꫰
(৭)পুঁজিবাদী ব্যবস্থার পৃষ্ঠপোষকতাঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের গনতান্ত্রী এবং সাধারনতান্ত্রী উভয় দলই সাম্যভবাদী আদর্শের ঘোরতর বিরোধী এবং পুঁজিবাদী ধ্যান- ধারনার সমর্থক ꫰ তাই উভয় দলই মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদি সমাজব্যবস্থা সংরক্ষনের ব্যাপারে সক্রিয় ও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ꫰ উভয় দলই সাম্যবাদ- বিরোধী এবং দেশের প্রচলিত সম্পত্তি- সম্পর্ক সংরক্ষনে সক্রিয় ꫰
(৮) জাতীয় ঐক্য সাধনঃ
মার্কিন যুক্তরাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ ভোটদাতার সমর্থন লাভের উদ্দেশ্যে প্রত্যেক দল সকল গোষ্ঠী ও শ্রেনীর মধ্যে সামঞ্জস্য সাধনমূলক পরিকল্পনা প্রস্ত্তত করে এবং তা বাস্তবে রুপায়নের চেষ্টা করে ꫰দু,টি বৃহৎ মার্কিন দল দলীয় পতাকাতলে বিভিন্ন সামাজিক,অর্থনৈতিক ওভৌগোলিক স্বার্থকে সন্নিবিষ্ট করে এবং এই ভাবে জাতীয় ঐক্য গড়ে তুলে ꫰
(৯) রাজনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল করেঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের গনতন্ত্রী ও সাধারনতন্ত্রী দল থেকেই শাসকগোষ্ঠীর সৃষ্টি হয় ꫰দল বিভিন্ন উপজাতি,গোষ্ঠী ,সামাজিক শ্রেনী ও ধর্মীয় সম্প্রদায়ের সংকীর্ন স্বার্থকে সংঘবদ্ধ করে ꫰ এই ভাবে গনভিত্তিক সরকারেয সৃষ্টি হয় এবং রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীল হয় ꫰
(১০) স্বার্থের গ্রন্থিকরনঃ
মার্কিন যুক্তরাষ্ট্রে উদারনৈতিক গনতান্ত্রিক ব্যবস্থা বর্তমান ꫰ মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় প্রধান দু , টি দলই স্বার্থের গ্রন্থিকরনের দায়িত্ব পালন করে ꫰ দল গুরুত্বপূর্ন দাবিগুলিকে সমষ্টিবদ্ধ করে ꫰ একে স্বার্থের সমষ্টিবদ্ধকরন বলে ꫰ আর স্বার্থের গ্রন্থিকরন বলতে দাবিগুলিকে বিকল্প কার্যপদ্ধতিতে রূপান্তরিত করাকে বোঝায় ꫰ সাধারনতন্ত্রী ও গনতন্ত্রী উভয় দলই দেশবাসীর সকল অংশের সমর্থন পাওয়ার উদ্দেশ্যে তাদের স্বার্থের সমন্বয় সাধনের ব্যাপারে উদ্যােগী ভূমিকা গ্রহন করে ꫰