PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

ভারতে প্রথম শুরু হয়।

  ভারতে প্রথম আরম্ভ হয়।

ভারতে প্রথম আরম্ভ হয়।



ডাকটিকিটঃ

1825 সালে সিন্ধু প্রদেশে সর্বপ্রথম ডাকটিকিট চালু করা হয়। কিন্তু সারা ভারতের জন্য ডাকটিকিট চালু করা হয় 1855 সালের অক্টোবর মাসে।


টেলিগ্রাফঃ

1839 সালে কোলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে প্রথম টেলিগ্রাফ চালু হয়।


টেলিফোনঃ

1881 সালে কোলকাতায় প্রথম টেলিফোন চালু হয়।


রেলগাড়ীঃ

1853 সালে 25শে এপ্রিল মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেল চালু হয়। এশিয়ার মধ্যেও এটাই প্রথম রেল চালু হয়। এই রেলপথের দৈর্ঘ্য ছিল 33 কিলোমিটার।


বৈদ্যুতিক রেলগাড়ীঃ

1925 সালে মুম্বাই-কুরলা লাইনে বৈদ্যুতিক রেল চালু হয়।


ছাপাখানাঃ

হায়দ্রাবাদের নিজামকে উপহার দেওয়ার জন্য 1770 সালে ভারতে সর্বপ্রথম ছাপার কাজ আরম্ভ হয়।


সিনেমাঃ

1896 সালের 7ই জুলাই মুম্বাইয়ে সর্বপ্রথম নির্বাক ছায়াছবি প্রদর্শিত হয়।


সংবাদপত্রঃ

1781 সালের 29শে জানুয়ারী কোলকাতায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়। নাম ছিল "হিকিস্ ক্যালকাটা গেজেট"।


বিজলী বাতিঃ

1817 সালে দার্জিলিং শহরে বিজলী বাতি ব্যবহার করা হয়।


ক্রিকেট খেলাঃ

1793 সালে কোলকাতায় সর্বপ্রথম ক্রিকেট খেলা হয়। 1848 সালে মুম্বাইয়ে প্রতিষ্ঠিত 'পার্শী ক্রিকেট ক্লাব'। এইটি সর্বপ্রথম ভারতীয় ক্রিকেট ক্লাব।


কৃত্রিম উপগ্রহঃ

সাবেক সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় 1975 সালের এপ্রিলে ভারত আর্যভট্ট নামে প্রথম কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে।


ফুটবল খেলাঃ

1802 সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত মিলিটারী বানাম মুম্বাই আইল্যান্ডের খেলাটি ভারতে সর্বপ্রথম প্রদর্শনী ফুটবল খেলা।


পারমাণবিক বিস্ফোরণঃ

1974 সালের 18ই মে রাজস্থানের পোখরানে প্রথম আণবিক বিস্ফোরণ ঘটানো হয়।


ছাপা বইঃ

1778 সালে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেসে ছাপা 'বাংলা ভাষার ব্যাকারণ' বইটি প্রথম বাংলা ছাপা বই।


কাগজের কলঃ

1867 সালে হাওড়া জেলার বালীতে পাদ্রী কেরী সাহেব সর্বপ্রথম 'রয়েল পেপার মিল' নামে একটি কাগজের কল স্থাপন করেন।


চটকলঃ

ভারতের মধ্যে বঙ্গদেশের হুগলি জেলার রিষড়াতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম চটকল স্থাপন করে।


কাপড় কলঃ

1818 সালে বঙ্গদেশের হাওড়া শহরের ঘুসুড়ীতে সর্বপ্রথম কাপড়ের কল স্থাপিত হয়।


দক্ষিণ মেরু অভিযানঃ

1982 সালের 9ই জানুয়ারী ভারতীয় অভিযাত্রী দল সর্বপ্রথম দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।


লোকগণনাঃ

1872 সালে কিংসলে ডেভিসের নেতৃত্বে প্রথম লোকগণনা করা হয়।


কামান ব্যাবহারঃ

মুঘোল সম্রাট বাবর প্রথম কামানের ব্যাবহার করে।


লৌহ-ইস্পাত শিল্পঃ

1887 সালে পশ্চিমবঙ্গের কুলটিতে সর্বপ্রথম ইস্পাত শিল্পকেন্দ্র স্থাপিত হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section