PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

2020-2021-এ BDP কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

 নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়-এ নতুন যারা 2020-2021 BDP কোর্সে ভর্তি হলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট।


যে সকল ছাত্র-ছাত্রী 2020-2021-এ BDP কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিল https://bdp.wbnsouadmissions.com/ এই ওয়েবসাইটে।


এবছর 2020-2021, BDP কোর্সের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে 4ই জানুয়ারী 2021, অতিমারির জন্য এবছর সম্পূর্ণ ভর্তি-প্রক্রিয়া হয়েছে অনলাইনে।


বিভিন্ন স্টাডি সেন্টার থেকে ইতিমধ্যে বই দেওয়া শুরু হয়ে গেছে, এখন থেকে ছাত্রছাত্রীরা উপরোক্ত ওয়েবসাইট থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ও এস.এল.এম. রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন।



কীভাবে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবেনঃ


I. প্রথমে আপনার ব্রাউজার থেকে https://bdp.wbnsouadmissions.com/ এই ওয়েবসাইটে যান





II. ওয়েবসাইটের একদম নীচের দিকে একটি লাল রঙের নতুন আপডেট দেখতে পাবেন, Print Enrolment Certificate/SLM Receipt এই লিঙ্ক ক্লিক করুন





III. নতুন একটি পেজ খুলে যাবে এবার অ্যাপ্লিকেশন নং ও ডেট অফ বার্থটি লিখুন এবং গো বটমে ক্লিক করুন।





IV. আপনার প্রোভিশনাল এনরোলমেন্ট কাম আইডেন্টিটি কার্ড ও এস.এল.এম রিসিপ্ট টা খুলে যাবে, প্রিন্ট অথবা সেভ করে রাখুন।



সেল্ফ লারনিং ম্যাটেরিয়াল রিসিপ্টের নীচের দিকে তারিখ ও সই করে নির্দিষ্ট কলেজ বা স্টাডি সেন্টারে জমা দিলে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে বই। এস.এল.এম-এ ইলেক্টিভ, সাবসিডারি ও এ.ও.সি পেপার সহ প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টারে যে সকল পেপারগুলো থাকবে তার উল্লেখ আছে।


এছাড়া ক্লাস শুরু ও 2020-2021 শিক্ষা বর্ষের অন্যান্য আপডেট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section