আবার শুরু হলো ডি.এ. মামলার শুনানি
গত 26 শে জুলাই 2019 স্যাট ডি.এ. মামলার রায়দান করেছিলেন, "আগামী তিন মাসের মধ্যে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সকে সামনে রেখে রাজ্য সরকারকে নীতি নির্ধারণ করতে হবে বকেয়া ডি.এ দেবার ব্যাপারে ও 6 মাসের মধ্যে সেই নীতিকে কর্যকর করতে হবে। এছাড়া 1 বছরের মধ্যে এরিয়ার পেমেন্ট করতে হবে রাজ্য সরকার চাইলে ক্যাশ অথবা প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে।
সেই সময় সূচী ইতিমধ্যে শেষ হয়েছে 25 শে অক্টোবর 2019।
যার ফলে রাজ্য সরকার কর্মচারীদের তরফ থেকে 31শে অক্টোবর 2019 আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল।
আচার্যজনক ভাবে ঐদিন রাজ্য সরকার ও একটা রিভিউ পিটিশন দায়ের করে।
এতদিন রাজ্য সরকারের করা রিভিউ পিটিশন নিয়ে শুনানি চলছিলো কিন্তু ইতিমধ্যে করোনার দাপটে গোটা দেশ লকডাউনে চলে গিয়েছিল, যেখানে সরকারি, বেসরকারি সমস্ত অফিস আদালত বন্ধ ছিল।
ধীরে ধীরে আদালতের কাজকর্ম স্বাভাবিক হওয়াতে, রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনের শুনানি আবার শুরু হচ্ছে 4, জুলাই 2020।