PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

ইতিহাসের ২০ টি জিকে, ইটিসি বাংলা

ইটিসি বাংলা’ এডুকেশন ওয়েব পোর্টালে সবাই কে স্বাগতম। চাকরীর প্রস্তুতি, কেরিয়ার গাইডেন্স, চাকরীর খবরের বাংলা ওয়েব পোর্টাল হল ‘ইটিসি বাংলা’। আজকের পোস্টে সাধরন বিজ্ঞান বিষয় থেকে ২০ টি গুরুত্বপূর্ন প্রশ্নত্তোর দেওয়া হল।WBCS Exam, PSC Exam, SSC Exam, UPSC Exam, Railway Group D Exam , Bank, Police সহ বিভিন্ন চাকরীর প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য এই প্রশ্নত্তোর খুবই গুরুত্বপূর্ন।

Joint our facebook page  www.facebook.com/gkallsubject



ইতিহাসের ২০ টি জিকে


1.আর্যদের কোন আশ্রমকে যতি বলা হয়?
উত্তর:সন্ন্যাস


2. চতুর্যামের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: পার্শ্বনাথ      


3.উগ্রসেন নামে কে পরিচিত?
উত্তর: মহাপাদমানন্দ।            


4. অশোক এর ছেলের নাম কী?      
উত্তর: কুনাল।      


5. "মাধ্যামিকা সূত্র"কার রচনা?
উত্তর:নাগার্জুন।    


6.সাতবাহান বংশের সৃষ্টি কর্তা কে?
উত্তরঃ সিমুক      


7.ইন্ডিয়ান  এটিলা কাকে বলে?      
উত্তরঃ মিহিরকুল।


8. পাল বংশের প্রথম রাজা কে?
উত্তরঃ গোপাল পাল।

 
9.পবনদুত কাব্য কার রচনা?  
উত্তরঃ ধোয়ী।                        


10."ব্রতসাগর" কার রচনা?  
উত্তরঃ বল্লাল সেন              


11.রোটাস দুর্গ ও পুরান কিল্লা কে নির্মাণ করেন?
 উত্তরঃ শেরশাহ।              


12.আকবরের কোথায় জন্ম হয়?        
উত্তরঃ অমরকোট


13."Indian Penal Code" কবে পাস হয়?
উত্তরঃ ১৮৩৪ ক্রিস্টাব্দে।                    


14.'P.W.D' গঠন করেন কোন গভর্নর জেনারেল?
 উত্তরঃ লর্ড ডালহৌসি।                    


15.পোর্টফোলিও ব্যাবস্থা ভারতে প্রথম কে চালু করেন?
উত্তরঃ লর্ড কেনিং।            


16.মহারানীর ঘোষণাপত্র কে প্রকাশ করেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।                          


17.কলকাতা মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস              


18.ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলে?          
উত্তরঃ রাজা রামমোহন রায়।  


19.ভবানী মন্দির কার রচনা ?    
উত্তরঃ অরবিন্দ ঘোষ।        


20. পি. এন. ঠাকুর কার ছদ্মনাম?        
উত্তরঃ রাসবিহারী বসু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section