PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

চর্যাপদের প্রশ্নোত্তরঃ পার্ট ২

চর্যাপদের প্রশ্নোত্তরঃ পার্ট ২



31. চর্যাপদের সাধনতত্ত্ব নাভিতে অবস্থিত চক্রের নাম কি?
👉নির্মাণ চক্র।

32. “রাউত”কথার অর্থ কী?
👉রাজপুত্র।

33. চর্যাপদের সাধন তত্ত্ব হৃদয়ে অবস্থিত চক্রের নাম কি?
👉ধর্মচক্র।

34. অভিসময়বিভঙ্গ কে রচনা করে?
👉লুই পাদ।

35. চর্যাপদের সাধন কন্ঠে অবস্থিত চক্রের নাম কি?
👉সম্ভগচক্র।

36. চর্যাপদের সাধনতত্ত্ব মস্তিষ্কে অবস্থিত চক্রের নাম কি?
👉মহাসুখচক্র।

37. চর্যাগীতির ভাষা বাংলা কে প্রমাণ করেছিলেন?
👉সুনীতিকুমার চট্টোপাধ্যায়

38. “চতুরাভরন”গ্রন্থটি কোন পদকর্তার লেখা?
👉ভুসুক পা।

39. সরহ পাদের লিখিত পদের সংখ‍্যা কত?
👉৪ টি।

40. লুইপার পদ সংখ্যা?
👉২

41. বিবাহের কথা কত নম্বর পদে আছে?
👉১৯

42. একটি করে পদ রচনা করেছেন কতজন?
👉১৬।

43. ‘টালত মোর ঘর নাহি পড়বেষী’ পদটি কার?
👉টেন্ডন পা

44. ‘শশুরা নিদ্ গেল বহুরি জাগ’ এর পদকর্তা কে?
👉কুক্কুরীপা

45. সর্বাধিক পদ কোন রাগে রচিত?
👉পটমঞ্জরী।

46. পটমঞ্জরী রাগে কতগুলো পদ রচিত?
👉১১টি।

47. ‘ভাবনই গহন গম্ভীর বেড়ে বাহি’ এই পদের রচয়িতা?
👉চাটিল পা।

48. “তিন ন ছুপই হরিনা পিবই ন পানী” পদের রচয়িতা কে?
👉ভুসুকুপা ।

49. চর্যাপদের ভাষা হিন্দি বলে কে দাবী করেন?
👉বিজয়চন্দ্র মজুমদার

50. “নগর বাহিরে ডোম্বী” এই পদের রচয়িতা কে
👉কাহ্নপা ।

51. চর্যাপদ বাংলায় রচিত কে প্রথম প্রমান করেন?
👉সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

52. কোন অবাঙালী পন্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেন?
👉রাহুল সংকৃত‍্যায়ন।

53. নারী জীবনের উক্তি আছে কার গানে?
👉কুক্কুরী পা।

54. “উঁচা উঁচা পাবত” কত সংখ্যক পদ?
👉২৮।

55. চর্যা শব্দটি কোন ধাতু থেকে এসেছে?
👉চর ধাতু।

56. চর্যার ভাষায় লিঙ্গ কত প্রকার?
👉২ প্রকার।

57. মুনি দত্তের মতে আদি সিদ্ধাচার্য কে?
👉লুই পা।

58. চর্যার পদগুলি যে গান তা কিভাবে বোঝা যায়?
👉রাগ ও রাগিনীর ব‍্যবহারে।

59. চর্যায় কোন কোন নদীর নাম আছে?
👉গঙ্গা ও যমুনা।

60. চর্যাপদের রচয়িতা কোন ধর্মালম্বী?
👉বৌদ্ধ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section