জেনারেল নলেজ: General Knowledge, চাকরির পরিক্ষার সম্ভাব্য প্রশ্ন-উত্তর।
www.etcbangla.com |
১.ভারতের নেপোলিয়ন কাকে বলে?
(ক) সমুদ্রগুপ্ত (খ)চন্দ্রগুপ্ত (গ) অশোক (ঘ) হর্ষবর্ধন
২.কাদের মুদ্রায় সঙ্গীত প্রীতির পরিচয় মেলে?
(ক) মৌর্য (খ) গুপ্ত (গ) চালুক্য (ঘ) চোল
৩. ব্রিটিশরা সবচেয়ে বেশী বেগ পেয়েছিল কাদের কাছ থেকে?
(ক) রাজপুত (খ)মুঘল (গ) শিখ (ঘ)মারাঠা
৪. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রীর নাম কী?
(ক) ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (খ) এন ভি গ্যাডগিল ( গ) ড.জন মাথাই (ঘ) সর্দার বলদেব সিং
৫.কোন গ্রহের কোনো চাঁদ নেই ?
(ক) বুধ (খ) প্লুটো (গ) শুক্র (ঘ) নেপচুন
৬. পৃৃথিবী সূর্যের চারদিকে মিনিটে কত গতিবেগে ঘুরছে ?
(ক) 1,000 কিমি (খ) 1,200 কিমি (গ) 1,400কিমি (ঘ) 1,600কিমিরও বেশি
৭. কোনটি সর্বাধিক ধ্বংসাত্নক ?
(ক) সাইক্লোন (খ) টর্নেডো (গ) টাইফুন (ঘ) উইলি-উইলি
৮. (ক) ভূমিকম্পের তীব্রতা মাপার যন্তের নাম কি ?
(ক)ল্যাকটোমিটার (খ)হাইড্রোমিটার
(গ)সিসমোগ্রাফ (ঘ)লাইনোগ্রাফ
৯.কার্পাস চাষের জন্য কোন মৃত্তিকা উপযোগী ?
(ক)এঁটেল (খ)বেলে (গ)দোআঁশ (ঘ)রেগুর
১০.পৃথিবীতে প্রথম রেললাইন কোন দেশে পাতা হয়েছিলো ?
(ক) পশ্চিম আমেরিকা(খ)উওর-পূর্ব ইংল্যাড্মে(গ)জার্মানিতে(ঘ)রাশিয়া
১১.প্রথম কোন অভারতীয়কে 'ভারতরত্ন' সম্মন প্রদান করা হযেছিল ?
(ক)মার্টিন লুথার কিং(খ)মাদার টেরিজা (গ)খান আবদুল গফফর খান (ঘ)জুবিন মেহতা
১২.উইম্বলডন ট্রফি কোন খেলার পুরস্কার ?
(ক)ফুটবল(খ)লন টেনিস(গ)টেবিল টেনিস (ঘ)হকি
১৩.জাতির প্রতি 'জয় হিন্দ'অভিবাধন কে প্রথম জানিয়েছিলেন ?
(ক)মহাত্না গান্ধি(খ)রবীন্দ্রনাথ ঠাকুর(গ)নেতাজি সুভাষ চন্দ্র বসু (ঘ)পন্ডিত জওহরলাল নেহরু
১৪.'দি ডিসকভারি অব ইন্ডিয়া' গ্রন্হটি কে রচনা করেছেন?
(ক)মুলুক রাজ আনন্দ (খ)জওহরলাল নেহরু (গ)কাফি খাঁ (ঘ)সলমন রুশদি
১৫.রেলওযে স্টাফ কলেজ কোথায় অবস্হিত ?
(ক)পুনে (খ)এলাহাবাদ (গ)দিল্লি (ঘ)ভদোদরা
১৬.ফলের রস সংরক্ষনের জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয় ?
(ক)অ্যামোনিয়াম সালফেট(খ)সোডিয়াম হাইড্রোক্মাইড(গ)সোডিয়াম বেঞ্জয়েট (ঘ)পটাশিয়াম নাইট্রেট
১৭.ইনসুলিন ক্ষরন হয়?
(ক) পিটুইটারিতে(খ)লিভারে
(গ)প্যাক্রিয়াসে (ঘ)প্যারাথাইরয়েডে
১৮.গোবরগ্যাসের মধ্যে মুলত পাওয়া যায় ?
(ক)মিথেন(খ)কার্বন ডাই-অক্সাইড (গ) বুটেন (ঘ) কার্বন মনোক্সাইড
১৯.সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
(ক)পারদ(খ)রুশো(গ)লিথিয়াম(ঘ)সিসা
২০.কোন ধরনের জল সর্বাপেক্ষা উপযোগী তড়িৎ পরিবাহী ?
(ক)সাধারন জল (খ)সমুদ্র জল(গ)ফোটানো জল (ঘ)বিশুদ্ধ জল
২১.কোন গ্যাসকে অগ্নি-নির্বাপক হিসাবে ব্যবহার করা যায় ?
(ক)নিওন (খ)নাইট্রোজেন (গ)কার্বান মনোক্সাইড (ঘ) কার্বন ডাই-অক্সাইড
২২.দেশলাইতে কোন ফসফরাস ব্যবহার করা হয় ?
(ক)সাদা(খ)হলুদ(গ)লাল(ঘ)কালো
২৩.বাতাসের চেয়ে হালকা গ্যাস কোনটি?
(ক)অ্যামোনিয়া(খ)ক্লোরিন(গ)অক্সিজেন
(ঘ)কার্বন ডাই-অক্সাইড
২৪.রান্না করার সময় কোন পোশাক ব্যবহার করা ?
(ক)সুতির (খ)সল্কের (গ)নাইলনের(ঘ)টেরেলিনের
২৫.ইলেক্ট্রিক ইস্ত্রতে অভ্র ব্যবহার করা হয় কেন ?(ক)এটি তড়িতের সুপরিবাহী (খ)এটি তড়িতের কুপরিবাহী (গ)এটি তাপের সুপরিবাহী (ঘ)এটি তাপের কুপরিবাহী
Current Affairs 7ই মে 2020 সম্প্রতি ঘটনা
উত্তরমালা:
১. (ক) ২.(খ) ৩.(ঘ) ৪.(ঘ) ৫.(ক) ৬.(গ) ৭.(ক) ৮.(গ) ৯.(ঘ) ১০.(খ) ১১.(গ) ১২.(খ) ১৩.(গ) ১৪.(খ) ১৫.(ঘ) ১৬.(গ) ১৭.(গ) ১৮.(ক) ১৯.(গ) ২০.(খ) ২১.(ঘ) ২২.(গ) ২৩.(ক) ২৪.(ক) ২৫.(খ)