PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

ভারত প্রথম তৈরি করলো করোনা ভাইরাস এন্টিবডি ডিটেকশন যন্ত্র

ভারত প্রথম তৌরি করলো করোনা ভাইরাস এন্টিবডি ডিটেকশন যন্ত্র
100% মেড ইন ইন্ডিয়া 

www.etcbangla.com
ww.etcbangla.com


আজ থেকে এক মাস আগে  চীন থেকে যে টেস্ট যন্ত্র কিনতে হয়েছিলো ।সেগুলি অধিকাংশ ত্রুটিপূর্ণ এবং যেটার জন্য মোদি সরকারকে  সমলচনার সম্মূখীন হতে হয়েছিল। ভারত তখন বাকী টেস্ট যন্ত্র গুলো ফিরিয়ে দেয় এবং তৈরি করার জন্য রিসার্চ শুর করে৷


চীন এর সমালোচনা করে ও নিজের ভুল অস্বীকার করে ইন্ডিয়ার উপর দোষ চাপিয়ে বলা হয়েছিলো.."আমাদের ব্রান্ডের উপর মিথ্যা অভিযোগ করে আমাদের নাম খারাপ করবেন না এবং আপনাদের সঠিকভাবে ব্যবহারের না করবার জন্য যন্ত্র গুলো খারাপ হয়েছে"
...ভারত তার ফলস্বরূপ দেশীয় প্রযুক্তিতে ঠিক একমাস পরেই টেস্ট যন্ত্র তৈরি করলো.
 ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ(ICMR) রিপোর্ট অনুযায়ী (11 may 2020) 16 লাখের উপরে টেস্ট সম্পূর্ণ করা হয়েছে ।


আজ পর্যন্ত যে SARS-COV-2  টেস্ট করা হচ্ছিল সেগুলি RT-PCR ।
অবশেষে পুনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) "কোভিড কবচ এলাইজা "(CKE) নামে কোভিড-19 এন্টিবডি ডিটেকশন টেস্ট যন্ত্র তৌরি করে ।


প্রধানত করনা দুই ভাবে টেস্ট করা হয়
এক নাকে বা গলার মধ্য থেকে স্যাম্পেল নেওয়া হয় ।করনা সংক্রমিত কিনা সেটা  সঙ্গে সঙ্গে ধরা পরে  যায় ।এটাকে  সারা বিশ্বে গোল্ডেন স্ট্যান্ডার্ড টেস্ট বলা হয়ে থাকে।
ইন্ডিয়াতে এই RT-PCR তৌরি করা হয়ে থাকে এবং বন্ধুত্বপূর্ন  দেশ গুলোকে দান করে থাকে।


কিছুদিন আগে বাংলাদেশকে 30 হাজার COVID-19 টেস্টিং যন্ত্র দান করা হয়েছে৷ 
অন্যভাবে  এন্টিবডি টেস্ট এটাকে  সেরলজিক্যাল টেস্টও বলা হয়। মানুষের শরীরে এন্টিবডি আছে কিনা সেটা নির্নয় করে ৷ যে ব্যক্তির শরীরে এন্টিবডি থাকে তার করনা প্রতিরোধ ক্ষমতা থাকে ৷ এই আন্টিবডির
প্লাজমা থেরাপীর দ্বারা যাদের শরীরে এন্টিবডি তৈরির ক্ষমতা নেই তাদের শরীরে প্রবেশ করিয়ে তাদের কোভিড-19 থেকে বাঁচানো হয়।


কেন্দ্রীয় সরকার গুজরাতে অবস্থিত Zydus Cdila নামে এক ভারতীয় ফার্মাসিটিক্যাল কোম্পানিকে  বড় অংকের IgG এন্টিবডি টেস্ট যন্ত্র তৌরি করতে অর্ডার দিয়েছে । যে গুলো দেশে ও বিদেশে সরবরাহ করা হবে।




আরো অন্যান্য রেগুলার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section