পৃথিবীর ২৪ ঘন্টায় একবার আবর্তন করে এবং এই ২৪ ঘন্টায় চন্দ্র আপন কক্ষপথে ৩৬০÷২৭= প্রায় ১৩° পথ অতিক্রম করে। কারন চন্দ্র ২৭ দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই ১৩° পথ অগ্রসর হতে পৃথিবীর সময় লাগে ১৩ × ৪ মিনিট বা ৫২ মিনিট। সুতরাং পৃথিবী ২৪ ঘণ্টায় একবার আবর্তন করলেও কোনো স্থান একবার চন্দ্রের সম্মুখে আসবার পরে পুনরায় সম্মুখে আসতে সময় লাগবে ২৪ ঘণ্টা ৫২ মিনিট। এই সময়কালকে এক চান্দ্রদিন বলে।
অতএব পৃথিবীপৃষ্ঠে কোনো নির্দিষ্ট স্থানে প্রত্যেক গৌণ জোয়ারের পরবর্তী গৌণ জোয়ার ২৪ ঘণ্টা ৫২ মিনিট পরে অনুষ্ঠিত হয়। কোনো স্থানে যে সময় মুখ্য জোয়ার হয় তার ১২ ঘণ্টা ২৬ মিনিট পরে সেই স্থানে জোয়ারের ৬ ঘণ্টা ১৩ মিনিট পরে সেই স্থানে ভাটার মধ্যকাল। জোয়ার ও ভাটার স্থিতিকাল প্রায় ৬ ঘণ্টা।
ধরা যাক পৃথিবী পৃষ্ঠে চন্দ্রের অবস্থানের সম্মুখস্থ ক স্থানে মুখ্য জোয়ার হয়েছে। পৃথিবীর একবার আবর্তনের পর অর্থাৎ ২৪ ঘণ্টা পর আবার ক স্থান তার পূর্ব অবস্থানে আসবে। কিন্তু ততক্ষণে অর্থাৎ ২৪ ঘণ্টায় চন্দ্র নিজের প্রদক্ষিণ পথে ১৩° এগিয়ে প স্থান হতে ফ স্থানে সরে গেছে। সুতরাং ক স্থানে খ অবস্থানে পৌঁছালে আবার ক স্থানে জোয়ার হবে। ক স্থানের খ অবস্থানে পৌঁছাতে অর্থাৎ ১৩° পথ অতিক্রম করতে সময় লাগবে ১৩ × ৪ বা ৫২ মিনিট। অতএব ক স্থানে একবার মুখ্য জোয়ারের পর আবার মুখ্য জোয়ার হবে ২৪ ঘণ্টা ৫২ মিনিট পর।
সুতরাং একবার মুখ্য জেয়ারের ২৪ ঘণ্টা ৫২ মিনিট পর আবার সেই স্থানে মুখ্য জোয়ার হয়। একটি নির্দিষ্ট স্থান একদিনে যে সময়ে মুখ্য জোয়ার হয় সেদিন এর ১২ ঘণ্টা ২৫ মিনিট পরে ওই স্থানটিতে গৌণ জোয়ার হয়। একই কারণে প্রত্যেক স্থানে জোয়ারের প্রায় ৬ ঘণ্টা ১৩ মিনিট পরে সেখানে ভাটা হয়।
১. দিনে কতবার মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার হয়?
উঃ দিনে দুবার জোয়ার হয়, একবার মুখ্য জোয়ার ও একবার গৌর জোয়ার হয়।
২. পৃথিবীর চারিদিকে চন্দ্রের একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উঃ ২৭ দিন ৪ ঘন্টা
৩. পৃথিবীর কোন স্থানে মুখ্য জোয়ার সংঘটিত হওয়ার কত সময় পর ওই নির্দিষ্ট স্থানে আবার মুখ্য জোয়ার হয়?
উঃ ২৪ ঘন্টা ৪৯ মিনিট ২৯ সেকেন্ড পর।
৪. মুখ্য ও গৌণ জোয়ার এর মধ্যে সময়ের ব্যবধান কত?
উঃ ১২ ঘন্টা ২৪ মিনিট ৪৪.৫ সেকেন্ড বা ১২ ঘণ্টা ২৫ মিনিট।
৫. জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত?
উঃ ৬ ঘন্টা ১২ মিনিট ২২.২৫ সেকেন্ড
৬. পূর্ণিমা ও অমাবস্যার মধ্যে কোন দিন জোয়ারের বেগ সর্বাধিক হয়?
উঃ পূর্ণিমার দিন অপেক্ষা আমাবস্যার দিনে জোয়ারের ব্যাগ সর্বাধিক হয়।
৭. কোন স্থানে একটি জোয়ারের কত ঘন্টা পরে সেখানে ভাটা হয়?
উঃ ৬ ঘন্টা ১২ মিনিট ২২.২৫ সেকেন্ড পরে।