PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

দূর্গা পূজা ২০২১ : Kolkata Durga Puja Pandal 2021

Durga Puja 2021 : দূর্গা পূজা ২০২১


২০২০ সালের প্রথম দিন থেকেই সারাবিশ্ব করণা মহামারীর কবলে চলে যায় জারি হয় লকডাউন এর জেরে সামরিক জীবন বিপন্ন হওয়া যায়

২০২০ দুর্গা পুজো পালন কারা হয় সরকারি করা বাধা-নিষেধ-এর সাথে, কিন্তু প্রতিবছরের মতো সেবারে উন্মাদনা না থাকলেও ঠেকিয়ে রাখা যায়নি বাঙালির আবেগ কে।

২০২১ এবছর দুর্গাপূজাতে জারি থাকবে করোনার বিধি-নিষেধ এর মধ্য দিয়েই পালিত হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।


এই বছরের দূর্গা পূজার সময়সূচীঃ


মহালয়া: 

ইংরেজি ৬ই অক্টোবর, ২০২১

বাংলা ১৯শে আশ্বিন, ১৪২৮


পঞ্চমী ও ষষ্ঠীঃ

ইংরেজি ১১ই অক্টোবর, সোমবার, ২০২১

বাংলা ২৪শে আশ্বিন, ১৪২৮

শ্রী শ্রী দূর্গা দেবীর বোধন, আমন্ত্রণ, অধিবাস।


সপ্তমীঃ

ইংরেজি ১২ অক্টোবর, মঙ্গলবার, ২০২১

বাংলা ২৫শে আশ্বিন, ১৪২৮

শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমীবিহিত পূজা প্রশস্ত।

দেবীর ঘোটকে আগমন।


মহাষ্টমীঃ

ইংরেজি ১৩ই অক্টোবর, বুধবার, ২০২১

বাংলা ২৬শে আশ্বিন, ১৪২৮

শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর মহাষ্টমীবিহিত পূজা।


মহানবমীঃ

ইংরেজি ১৪ই অক্টোবর, বৃহস্পতিবার, ২০২১

বাংলা ২৭ শে আশ্বিন, ১৪২৮

শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর মহানবমীবিহিত পূজা।


বিজয়াদশমীঃ

ইংরেজি ১৫ ই অক্টোবর, শুক্রবার, ২০২১

বাংলা ২৮ শে আশ্বিন, ১৪২৮

শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর দশমীবিহিত পূজা ও বিসর্জন।

দেবীর দোলায় গমন।





Kolkata Durga Puja Pandal 2021

Kolkata Durga Puja Club List

[ প্রতিবছরই কলকাতা সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ক্লাব যেখানে অনুষ্ঠিত হয় বড় থেকে ছোট সব ধরনের দুর্গাপূজা এখানে কেবলমাত্র বিশেষ কয়েকটি ক্লাবের দুর্গা পুজোর তথ্য দেয়া হলো।]





Sreebhumi Sporting club durga puja 2021 : শ্রীভূমি স্পোর্টিং সর্বজনীন দূর্গা উৎসব  ২০২১ 

Sreebhumi Sporting club durga puja 2021



অবস্থান : কলকাতার লেকটাউনের ক্যানাল ইস্ট্রিটে  অবস্থিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ।


কিভাবে যাবেন : হাওড়া ও শিয়ালদা থেকে 44 ও 12C/2 নং বাসে লেকটাউন বাস স্টপে  নামতে হবে। এয়ারপোর্ট 1 নং গেট থেকে প্রচুর বাস পেয়ে যাবেন।


শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম : -

প্রতিবছরই দুর্গাপূজার এখানে থাকে নতুন চমক।

অনেক দূর দূরান্ত থেকে মানুষ পূজা দেখতে এখানে আসে । অনেক সেলিব্রিটি এখানে আসেন পুজোর দিন গুলোতে । 

এ বছরেও তাদের থিম বুর্জ খলিফা। দুবাই - এ অবস্থিত বিশ্বের উচ্চতম বাড়ির নাম ব্রুজ খলিফা এবারে তারা  বিশ্বের উচ্চতম বাড়ি তৈরি করে তাক লাগিয়ে দেবে।





Barisha Club Durga Puja 2021: বরিশা সর্বজনীন দুর্গোৎসব ২০২১

Barisha Club Durga Puja 2021


অবস্থান: কোলকাতা বেহালার কাছে সন্তোষ রায় রোড-এর উপর শেখর বাজারে অবস্থিত বরিশাল ক্লাব দুর্গাপূজা।


কিভাবে যাবেন: বরিশা ক্লাবের সবচেয়ে কাছের মেট্রো স্টেশন মহানায়ক উত্তম কুমার এছাড়া টালিগঞ্জ থেকে বাস বা অটো পেয়ে যাবেন।


বরিশা ক্লাবের এবারের থিমঃ

এবারে তাদের থিমে স্থান পেয়েছে ঐতিহাসিক দুর্গাপুজো নিয়ে গবেষণার বিষয়। "৩০০ কোটির প্রস্তুতি" এই গবেষণার কাজ করছেন সম্রাট চট্টোপাধ্যায়, গবেষণা অনুসারে মুঘল আমলে বাংলাদেশের রাজশাহীতে এক এলাহি পুজোর আয়োজন করেছিলেন কংশনারায়ন। তখন তিনি খরচ করেছিলেন প্রায় ৯ লক্ষ টাকা যেটা এখনকার হিসাবে দাঁড়ায় ৩০০ কোটি টাকা সেটা এবারের পুজোয় দেখতে পাবেন বরিশা ক্লাব দুর্গাপূজায়।





Bhawanipur Durgotsav Samiti Theme 2021:ভবানিপুর সর্বজনীন দুর্গোৎসব


অবস্থান:  কলকাতার ভবানীপুরে চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিট দুর্গাপুজোটি অবস্থিত।


কিভাবে যাবেন:  ভবানীপুর সর্বজনীন দুর্গোৎসব এর সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো নেতাজি ভবন এছাড়া হাওড়া শিয়ালদা থেকে ভবানীপুরের অনেক বাস পাবেন।


ভবানীপুর সর্বজনিন দূর্গৎসব এর এবারের থিম:

২০২১ বিধানসভা ভোটের সময় যে শব্দটি সবচেয়ে বেশি শোনা গিয়েছিল "খেলা হবে"। এই শব্দটিকেই এবারের থিম করল ভবানীপুর সর্বজনীন দুর্গোৎসব।

এবারের পুজো মণ্ডপে মূর্তি করা হবে নীরজ চোপড়া সহ আরো অনেকের। 

এছাড়া পুজোর দিন গুলিতে এখানে ফুটবল ক্যারাম, দাবা, ব্যাডমিন্টন এর মত খেলাগুলি লাইভ প্রদর্শনী দেখানো হবে।





Santosh Mitra Square Durga Puja 2021: সন্তোষ মিত্র স্কয়ারের দূর্গা পূজা ২০২১

Santosh Mitra Square Durga Puja 2021


অবস্থান:  সন্তোষ মিত্র স্কোয়ার অবস্থিত বউবাজারের লেবুতলা নটোবর দত্ত রো রোড-এর উপর।


কিভাবে যাবেন:  শিয়ালদার একদম কাছে অবস্থিত সন্তোষ মিত্র স্কোয়ার। শিয়ালদা থেকে হাঁটা পথে যাওয়া যায় এছাড়া বাস-অটো পেয়ে যাবেন।


সন্তোষ মিত্র স্কয়ারের এবারের থিম:

কলকাতার মধ্যে দর্শকের বিচারের সন্তোষ মিত্র স্কয়ার সর্বপ্রথম এবং এখানকার পুজোর বাজেট থাকে অনেক। 

রাজস্থান রাজ্যের জয়পুরের লক্ষ্মীনারায়ণ মন্দির এবারের থিমে রেখেছেন তারা। সাদা রংয়ের পাথরের মূর্তি খচিত বিড়লা মন্দির তারা কারুকার্যে ফুটিয়ে তুলবেন।






66 Pally Durga Puja 2021: ৬৬ পল্লি দূর্গা পূজা থিম ২০২১


66 Pally Durga Puja 2021


অবস্থান:  কলকাতার কালীঘাটের রাসবিহারী এভিনিউ তে অনামী সংঘ এখানেই ৬৬ পল্লী দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।


কিভাবে যাবেন:  ৬৬ পল্লী দুর্গাপুজোর কাছে অবস্থিত কালীঘাট মেট্রো স্টেশন। গড়িয়াহাট, শিয়ালদা, দমদম, টালিগঞ্জ, বেহালা থেকে সরাসরি বাস পেয়ে যাবেন রাজবিহারী ক্রসিংয়ের।


৬৬ পল্লি দূর্গা পূজার এবারের থিম:

৬৬ পল্লী দুর্গাপুজোয় তারা দুর্গাপুজোর ইতিহাসে প্রথমবারের মতো তাদের ভাবনায় রাখতে চলেছেন মায়ের হাতে মায়ের আহ্বান আজকের দিনে দাঁড়িয়ে পুরুষদের পাশাপাশি মহিলারা ও সমাজের সর্বস্তরের কাজের সাথে জড়িয়ে আছে।

এতদিন দুর্গাপুজো করে আসছেন পুরুষ পুরোহিতরা কিন্তু তারা এবার চারজন মহিলা পুরোহিত দিয়েই পুজো করাবেন এবং মন্ডপ শজ্যায় প্রধান্য পাবে নারী শক্তির ভাবনা।




Kabiraj Bagan Durga Puja 2021 : কবিরাজ বাগান সার্বজনীন দূর্গা উৎসব ২০২১


Kabiraj Bagan Durga Puja 2021


অবস্থানঃ কলকাতার উল্টোডাঙ্গার তেলেঙ্গা বাগানে অবস্থিত কবিরাজ বাগান সার্বজনীন দূর্গা উৎসব ২০২১


কিভাবে যাবেনঃ মেট্রো ধরে শ্যামবাজার নেমে অটো বা হেটে আসতে পারেন এছাড়া বিধাননগর রেল স্টেশন থেকে অটো বা হেটে পৌছে যেতে পারেন কবিরাজ বাগান সার্বজনীন দূর্গা উৎসবে।


কবিরাজ বাগান সার্বজনীন দূর্গা উৎসবের এবারের থিমঃ

কবিরাজ বাগান সার্বজনীন দূর্গা উৎসবের এবারের থিম "চলুন দার্জিলিং" । এখানে দার্জিলিং-এর আদলে থাকছে পাহাড়, ব্রীজ, টয়ট্রেন এবং বরফের একটি আবহাওয়া। অনেকে হয়তো দার্জিলিং-এ এখনো যেতে পারেননি তারা দার্জিলিং-এর স্বাধ নিতে চাইলে যেতেই পারেন কবিরাজ বাগান সর্বজনীন দুর্গোৎসব ২০২১।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section