PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

Madhyamik result 2021

মাধ্যমিক রেজাল্ট 2021


এবছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ নির্ধারণ করলেন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন প্রকাশ করে।


বছরের প্রথম দিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে যথাক্রমে জুন-জুলাই মাসে।
বিধানসভা ভোটের পরে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে করোনার দ্বিতীয় ঢেউয়ে একে একে সমস্ত পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়। অবশেষে এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়।


কিভাবে মাধ্যমিকের মার্কশীট প্রস্তুত করা হবে সেটা নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়, অবশেষে ঠিক হয় নবম শ্রেণীর নম্বরের ভিত্তিতে ৫০ শতাংশ এবং দশম শ্রেণীর প্যাকটিক্যাল নাম্বার ৫০ শতাংশ করে নম্বর প্রস্তুত করা হবে।

বোর্ডের কাছে নবম শ্রেণীর কোন নম্বর না থাকায় নবম শ্রেণির নম্বর সাবমিশন করার জন্য বোর্ড www.wbbsedata.com এই ওয়েবসাইট প্রকাশ করে, যেখানে প্রত্যেকটি স্কুল কে নির্দিষ্ট সময়ের মধ্যে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের নবম শ্রেণির নম্বর সাবমিট করতে হয়।


উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগেই ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2021 প্রকাশিত হবে 22 শে জুলাই 2021 বিকেল চারটায় সংবাদ সম্মেলন করে।

গত 16 জুলাই মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিল এবছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2021 প্রকাশিত হবে আগামী কুড়ি জুলাই 2021 মঙ্গলবার সকাল ন'টায়।

 

Madhyamik result 2001 date: West Bengal board of secondary education


২০ই জুলাই সকাল দশটার পর যেসকল ওয়েবসাইটের রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে রেজাল্ট দেখাতে পারবেন।

WEBSITE WEBSITE
www.wbbse.wb.gov.in www.indiaresults.com
www.wbresults.nic.in www.jagranjosh.com
www.exametc.com www.results.shiksha
www.anandabazar.com www.news18bangla.com
www.telegraphindia.com www.24ghanta.com
www.abpeducation.com www.wb10.abplive.com

 

www.exametc.com ওয়েবসাইটে আগে থেকে রেজিস্ট্রেশন নাম্বার ও মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে রাখলে WB 10th Result 2021, SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এছাড়া ছাত্রছাত্রীরা www.results.shiksha ওয়েবসাইটে বা গুগল প্লে স্টোরে গিয়ে "Madhyamik Result 2021" অ্যাপসটি ইন্সটল করে মাধ্যমিক রেজাল্ট 2021 জানতে পারবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section