PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

Current affairs Bangla 11 th July 2021

Current affairs Bangla 12th May 2021
প্রতি মাসে আমাদের ওয়েবসাইটে সম্প্রতি ঘটনা, প্রশ্ন উত্তর এবং কুইজ প্রকাশ করা হয়, তেমনি এখানে ২০ টি সম্প্রতিক ঘটনা প্রশ্ন উত্তর দেওয়া হলো।


১. নিচের কোন ভ্যাকসিনটি সিঙ্গেল ডোজের ?

     (ক) মোডান্টা



উঃ (ঘ) স্পুটনিক লাইট ।
প্রথম একমাত্র ডোজ ভ্যাকসিন স্পুটনিক লাইট ‌। স্পুটনিক ভি, স্পুটনিক লাইট সিঙ্গেল ডোজ ভ্যাকসিন জনসন ও জনসণের কোভিড ভ্যাকসিনের মত ।

 


২. কোন ভারতীয় সাঁতারু প্রথম টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করেন ?





উঃ (ক) সজন প্রকাশ ।
সজন প্রকাশ প্রথম ভারতীয় সাঁতারু আগামী টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করলো ।

 


৩. প্রথম কোন ভারতীয় মহিলা সাঁতারু টোকিয়ো অলিম্পিকে জন্য কোলিফাই করলো ?





উঃ (গ) মানা প্যাটেল ।
মিনা প্যাটেল প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে টোকিও অলিম্পিকে কোলিফাই করলো ।

 


৪. ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসাব কে নিযুক্ত হবেন ?





উঃ (খ) বিবেক রাম চৌধুরী ।
বিমান বাহিনীর নতুন ভাইস চিক হিসাবে নিযুক্ত হতে চলেছেন বিবেক রাম চৌধুরী ।


 

৫. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ২০২১ এর জন্য BCCI কাকে মনোনিত করলো ?





উঃ (খ) আর অশ্বিন ।
এবছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জন্য BCCI স্পিনার আর অশ্বিনী ও মহিলা ক্রিকেটার মিতালি রাজ কে মনোনীত করলো ।


 

৬. মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২১ কোন শহরে অনুষ্ঠিত হতে হয়েছে ?





উঃ (ক) বার্সেলোনা ।
বিশ্বের বৃহত্তম মোবাইল অনুষ্ঠানদি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২১ স্পেনের বার্সেলোনা শহরে সম্প্রতি অনুষ্ঠিত হল ।

 


৭. সম্প্রীতি কোন মহাকাশ সংস্থা প্রথম মহাকাশে কোন প্রতিবন্ধী মহাকাশচারী কে পাঠানোর সিদ্ধান্তন নিল ?





উঃ (ক) ESA
ইউরোপিয়ান স্পেস এজেন্সি সম্প্রতি সিদ্ধান্ত নিল তারা এই প্রথম কোন প্রতিবন্ধী মহাকাশচারী কে মহাকাশে পাঠাবেন ।


 

৮. কোন রাজ্য সরকার ঘোষণা করল টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক প্রাপকে তিন কোটি টাকা পুরস্কার দেবে ?





উঃ (ঘ) তামিলনাড়ু
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সম্প্রীতি ঘোষণা করল ভারতীয় কোন খেলোয়াড় টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক অর্জন করলে তিন কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ।

 


৯. মাইক্রোসফট অফিশিয়াল লঞ্চ করল কোন পরবর্তী প্রজন্ম অপারোটিং সিস্টেম ?





উঃ (খ) উইন্ডোজ ১১
তথ্যপ্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট অনুষ্ঠানিক ভাবে নতুন উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম প্রকাশ করল যাকে বলা হচ্ছে নেক্সট জেনারেশন উইন্ডোজ ।

 


১০. ভারতীয় স্মার্ট সিটি পুরস্কার কনটেস্ট ২০২০ কোন দুটি শহর প্রথম স্থান দখল করল ?





উঃ (ক) ইন্দোর ও সুরাট ।
মধ্যপ্রদেশের ইন্দোর ও গুজরাটের সুরাট শহরকে তাদের সর্বপরি উন্নয়নের জন্য ভারত সরকার স্মার্ট সিটি পুরস্কার ২০২০ বিজেতা ঘোষণা করল ।

 


১১. প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এর শেষ তারিখ কত ?





উঃ (ক) ৩০ শে সেপ্টেম্বর ২০২১
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, আবারো বাধ্যতামূলক প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সময়সীমা বৃদ্ধি করল ৩০ শে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ।

 


১২. কোন রাজ্য সরকার সম্প্রতি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম অনুমোদন দিল?





উঃ (ঘ) পশ্চিমবঙ্গ
৩০ শে জুন ২০২১ থেকে পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম প্রকল্প চালু করল।

 


১৩. ২০২৩ ওডিআই বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে?





উঃ (গ) ভারত
২০২৩ বিশ্বকাপ ক্রিকেট নতুন দিনক্ষণ ঘোষণা হল যেটা ভারতে অনুষ্ঠিত হবে।

 


১৪. কোন খেলোয়াড় ফ্রেন্স গ্র্যান্ড প্রিক্স ২০২১ বিজয়ী হল?





উঃ ‌(গ) ম্যাক্স ভার্স্টাপেন
নেদারল্যান্ডের ম্যাক্স ভার্স্টাপেন ২০২১ ফ্রান্স গ্র্যান্ড প্রিক্স খেতাব অর্জন করল।

 


১৫. সম্প্রতি ইব্রাহিম রাইসি ২০২১ রাষ্ট্রপতি নির্বাচনে জয় লাভ করলেন কোন দেশের?





উঃ (খ) ইরান
ইরানের রাষ্ট্রপতি নির্বাচন ২০২১ ইব্রাহিম রাইসি জয় লাভ করলেন। তিনি ৯০ শতাংশ ব্যালট গননায় ৬২ শতাংশ ভোট পেয়েছেন।



১৬. ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কে?

     (ক) নাফতালি বেন্নেট



উঃ (ক) নাফতালি বেন্নেট
নেতানিয়াহু এর বিপক্ষে ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচনে নাফতালি বেন্নেট বিজয়ী হলেন।



১৭. কোন রাজ্য সরকার রাজ্যের সমস্ত অঙ্গনাড়ী কর্মীদের স্মার্টফোন প্রদান করলেন?





উঃ (ক) উত্তর প্রদেশ
উত্তর প্রদেশ রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের কল্যাণে প্রচার অভিযান পদক্ষেপ হিসাবে প্রত্যেক কর্মীকে স্মার্টফোন প্রদান করবে।



১৮. এবছর G7 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?





উঃ (ঘ) ইংল্যান্ড
এবছর জি সেভেন সামিট অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডে।



১৯. কোন কোম্পানি আইসিসি এর অফিশিয়াল পার্টনার হল ২০২৩ সাল পর্যন্ত?





উঃ (ঘ) ভারত পে
ডিজিটাল পেমেন্ট স্টার্টআপ ভারত পে সম্প্রতি ঘোষণা করল তিন বছরের জন্য আইসিসি এর অফিশিয়াল পার্টনার।



২০. পৃথিবীর প্রথম কোন দেশ বিটকয়েন কে আইনি বৈধতা প্রদান করল?




উঃ (গ) এল সালভাদর
এল সালভাদর পৃথিবীর প্রথম দেশ হিসেবে বিটকয়েন কে আইনি বৈধতা প্রদান করল।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section