পশ্চিম রেলওয়ের বিভাগে 3591 এ্যাপ্রেন্টিস নিয়োগ
নোটিফিকেশন নাম্বার: RRC/WR/01/2021 |
নতিফিকেশন তারিখ: 18/05/2021 |
আবেদন শুরু হবে: 25/05/2021 |
আবেদনের শেষ তারিখ: 24/06/2021 |
বয়সঃ
২৪/০৬/২০২১ তারিখের হিসাবে কমপক্ষে ১৫ বছর হতে হবে ও ২৪ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না।SC/ST হলে পাঁচ বছরের ছাড় পাবেন। OBC হলে তিন বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
কোন শিক্ষিত বউ থেকে মাধ্যমিকে ৫০% নাম্বার পেলে পাস করে থাকতে হবে।NCVT/SCVT স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন ফিঃ
আবেদনকারীকে অনলাইনে ১০০ টাকা ফি জমা দিতে হবে।SC/ST/OBC ও মহিলা প্রার্থীদের আবেদনকে নিতে হবে না।
প্রার্থী নির্বাচন পদ্ধতিঃ
আবেদনপত্রে মাধ্যমিক ও আইটিআই এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেরিট লিস্ট এর উপর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।যদি কারো প্রাপ্ত নম্বর একই হয় তাহলে জন্ম তারিখ দেখা হবে।
আবেদন পদ্ধতিঃ
উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে www.rrc-wr.com এই ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে।আইটিআই এ একাধিক বিষয়ে টেট পাস করে থাকলে, একের অধিক ট্রেডে আবেদন করতে পারবেন।
অনলাইনে কি কি আপলোড করতে হবেঃ
- মাধ্যমিক পাস সার্টিফিকেট
- আইটিআই পাস সার্টিফিকেট
- জাতীয় ট্রেট পাস সার্টিফিকেট
- কালার ফটোগ্রাফ
- সিগনেচার
- সার্ভিস সার্টিফিকেট (অপশনাল)
- কাস্ট সার্টিফিকেট (অপশনাল)
- প্রতিবন্ধী শংসাপত্র (অপশনাল)
ডকুমেন্ট ভেরিফিকেশনঃ
নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এ ডাকা হবে। নির্দিষ্ট ফরমাটে মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে।প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট দেখাতে হবে।
বিঃদ্রঃ আবেদনের পূর্বে যাবতীয় খুঁটিনাটি তথ্য অফিশিয়াল নোটিফিকেশন এ দেখে নেবেন।
অফিশিয়াল ওয়েবসাইট : www.rrc-wr.com
অফিশিয়াল ওয়েবসাইট : www.rrc-wr.com